1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রমজানের আগের সপ্তাহেও নির্বাচন করা যেতে পারে: ড. ইউনূস

১৩ জুন ২০২৫

তারেক রহমানের সঙ্গে বৈঠকে মুহাম্মদ ইউনূস বলেছেন, সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে৷

লন্ডনে বৈঠকে হাস্যোজ্জ্বল তারেক রহমান ও অধ্যাপক ইউনূস
তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন৷‌ ছবি: CA Press wing

প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দেয়া যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে৷

শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান লন্ডনে সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন৷ বিবৃতিতে বলা হয়েছে, অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷

যুক্তরাজ্যের লন্ডনের ডরচেস্টার হোটেলে শুক্রবার স্থানীয় সময় সকাল নয়টায় (বাংলাদেশ সময় বেলা ২ টা) বৈঠকটি শুরু হয়৷

তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন৷‌ দলটির চেয়ারপার্সন খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়৷

বিবৃতিতে বলা হয়েছেন, ‘‘প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন৷ সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের  রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে৷ সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি‌ অর্জন করা প্রয়োজন হবে৷’’

ঈদ-উল-আজহা উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেয়া ভাষণে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছিলেন, আগামী এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে৷ সেসময় তিনি বলেন, ‘‘সংস্কার, বিচার ও নির্বাচন এই তিনটি ম্যান্ডেটের ভিত্তিতে আমরা দায়িত্ব গ্রহণ করেছিলাম৷ সে বিবেচনায় আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছতে পারবো বলে বিশ্বাস করি৷ বিশেষ করে মানবতাবিরোধী অপরাধের বিচার- যা কি না জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি আমাদের সম্মিলিত দায়- সে বিষয়ে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে পারবো৷’’

এফএস/এসিবি (প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজ)

মুখোমুখি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস

26:15

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ