1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দ্রব্যমূল্য বাড়ছে

২১ জুলাই ২০১২

বিশ্বের বিভিন্ন দেশে সাধারণত ধর্মীয় উৎসবের সময় জিনিসপত্রের দাম কমে যায়৷ তবে বাংলাদেশের চিত্র ভিন্ন৷ এখানে রমজান আসলে জিনিসপত্রের দাম বাড়ে৷ কেন রমজান আসলে বাজারে বেড়ে যায় জিনিসপত্রের দাম?

Lebensmittel inclusive Reis, Linsen etc in einem Markt in Bangladesch *** Datum: 20.10.2011 Bild von A H M Abdul Hai, DW, eingestellt im Juli 2012
ছবি: DW

রমজান মাস শুরু হলেই অতিরিক্ত মুনাফালোভী, ভেজাল খাদ্য তৈরি ও বিপণন এবং ওজনে কারচুপিকারী অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বেড়ে যায়৷ বাংলাদেশে এসব যেন নিয়মে পরিণত হয়েছে৷ এবারও রমজানের শুরুতে বাজারের পরিস্থিতি ঠিক আগের মতই৷


কেন রমজান আসলে বাজারে বেড়ে যায় জিনিসপত্রের দাম? এমন প্রশ্নে ক্রেতা ও বিক্রেতা দূষলেন একে অপরকে৷ ব্যবসায়ীরা বলছেন, রমজানের শুরুতে অনেক ক্রেতা চাহিদার চেয়েও বেশি পণ্য কেনেন৷ যেন পরে আর এসব পণ্য পাওয়া যাবে না৷ ফলে বাজারে পণ্যের একটা সঙ্কট সৃষ্টি হয়৷ আর তাতেই বেড়ে যায় দাম৷


আর ক্রেতারা বলছেন, বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় উৎসবের সময় জিনিসপত্রের দাম সাধারণত কমে যায়৷ বিশেষ করে মধ্যপ্রাচ্যে রমজান আসলে প্রত্যেক জিনিসের দাম ব্যবসায়ীরা কমিয়ে দেন৷ কিন্তু বাংলাদেশের চিত্র পুরো উল্টো৷


বাজার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক শ্রেণির ব্যবসায়ী রমজান আসলেই পণ্য মজুদ করেন৷ আর তাতেই বেড়ে যায় জিনিসপত্রের দাম৷ এদিকে রমজানে জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণ হিসেবে অবশ্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন ভিন্ন কথা৷ তার মতে, আওয়ামী লীগের লোকেরাই সিন্ডিকেট করে পণ্যমূল্য বাড়াচ্ছে৷


প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ