1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রমজানের মিউজিক ভিডিও মুহূর্তেই ভাইরাল

২৮ মে ২০১৮

রমজান উপলক্ষ্যে বিশ্বের যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে শান্তি প্রতিষ্ঠায় অসাধারণ এক বার্তা উঠে এসেছে একটি ভিডিওতে৷ ভিডিওটি প্রকাশের দিনই ভাইরাল হয়ে গেছে৷

ছবি: picture-alliance/dpa/N. Mounzer

এটি একটি মিউজিক ভিডিও৷ ভিডিওটিতে দেখা যায় যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের একটি দেশের এক শিশু মার্কিন প্রেডিসেন্টসহ বিশ্বের শক্তিশালী দেশগুলোর নেতাদের কাছে গিয়ে রমজানের শুভেচ্ছা জানাচ্ছে এবং ইফতারের আমন্ত্রণ জানাচ্ছে৷ সে বলছে, ‘‘যদি তুমি ধ্বংসাবশেষের মধ্যে আমার বাড়ি খুঁজে পাও, তাহলে ইফতার খেতে এসো৷ সে বলে, ইফতারের সময়টা এমনই, যখন চার্চের ঘণ্টা বাজে, বাজে অন্যান্য উপাসনালয়ের ঘণ্টা৷ অর্থাৎ সব ধর্মের স্বর্গ থেকেই আহ্বান আসে, কারণ, আমাদের সবার ঈশ্বর তো এক৷’’ 

তার গানে উঠে আসে কত শত স্বপ্ন নিয়ে মানুষ ভীষণ সমুদ্র পাড়ি দিতে গিয়ে প্রাণ হারাচ্ছে৷ সে প্রেসিডেন্ট ট্রাম্পকে বলছে যে, কত রাত সে ঘুমাতে পারে না৷ কারণ, চোখ বন্ধ করলেই দুঃস্বপ্ন ঘিরে ধরে তাকে৷ বোমার শব্দ কানে আসে, বিছানায় আগুন ধরে পুড়ে খাক হয়ে যায়৷ এমনকি পুতুলগুলোর মধ্য থেকেও রক্ত ঝরতে থাকে৷ 

ভিডিওতে মিয়ানমার, সিরিয়া, ইরাক, ফিলিস্তিনসহ সব শরণার্থীর কথা তুলে ধরা হয়েছে৷ শিশুটি জানায়, কীভাবে তাদের কন্ঠরোধ করে দেয়া হয়েছে৷ ভিডিওটি দেখে চোখের পানি যেন বাঁধ মানে না৷ এসব অঞ্চলের মানুষ যে কতটা অসহায় এবং কী ভয়ংকর পরিস্থিতির মধ্যে তারা আছে, সেটাই তুলে ধরা হয়েছে ছোট্ট এই শিশুটির গীতি কথনের মধ্য দিয়ে৷ 

‘দ্য মুসলিম ভাইব’ তাদের ফেসবুক পাতায় ১৭ মে ভিডিওটি পোস্ট করে৷ এখন পর্যন্ত সাড়ে ৪১ লাখেরও বেশি বার দেখা হয়েছে ভিডিওটি৷ শেয়ার হয়েছে প্রায় ২ লাখ বার৷

এপিবি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ