1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বর্ণবাদী হামলা

২২ আগস্ট ২০১২

বিশ বছর আগে জার্মানির রস্টকে ঘটে গিয়েছিল এক বর্ণবাদী হামলার ঘটনা৷ রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের ওপর সেই হামলার দুই দশক পার হয়ে গেছে৷ কিন্তু বর্ণবাদী আচরণ কি একেবারে দূর হয়েছে?

ছবি: picture-alliance/dpa

ঐ ঘটনার পর অ্যামেরিকানরা নতুন একটি শব্দ আবিষ্কার করেছিল বর্ণবাদী হামলা নিয়ে, ‘রস্টকিং'৷ অর্থাৎ জার্মানিতে বর্ণবাদী সেই হামলাটি এতটাই কুখ্যাত হয়েছিল গোটা বিশ্বের কাছে৷ এখনও মেকলেনবুর্গ ফোরপোমেন রাজ্যের সেই দিনটির ছবি অনেকের চোখে ভাসে৷ একটার পর একটা বাড়িতে আগুন জ্বলছে৷ আর তার সামনে উল্লাস করছে উগ্র নাৎসি সমর্থকরা৷ ঘটনাটি ঘটেছিল ১৯৯২ সালের ২২শে আগস্ট৷

সে সময় এভাবেই আগুন জ্বলছিল রস্টকে...ছবি: picture-alliance/dpa

রাজনৈতিক আশ্রয়প্রার্থীরা যে ভবনটিতে থাকতো, সেই ভবন লক্ষ্য করে হামলা চালায় নাৎসি সমর্থকরা৷ ভাঙচুর করে দরজা-জানালা, এরপর তাতে ধরিয়ে দেয় আগুন৷ একটার পর একটা বাড়িতে আগুন লাগার সেই ছবিতে হতবাক হয়ে পড়েছিল জার্মানির মানুষ৷ উগ্র জার্মানদের ঠেকাতে পুলিশ পাঠানো হয়, তবে সংখ্যায় তারা বেশি না হওয়ায় বর্ণবাদীদের ঠেকাতে পারেনি৷ সেই ঘটনারই কারণ নিয়ে গবেষণা করেছেন বার্লিনের ফ্রি ইউনিভার্সিটির অধ্যাপক হাইয়ো ফুংকে৷ তিনি বলেন, ‘‘আমার কাছে যেটা মনে হয়েছে তা হলো, রাজ্য ও শহর কর্তৃপক্ষ এই ঘটনার পেছনে কিছুটা হলেও ইন্ধন জুগিয়েছিল এবং উপযুক্ত পদক্ষেপ নেয়নি৷ এই ধরণের সংঘবদ্ধ হামলার ব্যাপারে জানার পরও পরিস্থিতি দমনের জন্য রাজনৈতিক ইচ্ছারও অভাব ছিল বলে আমি মনে করি৷''

সে সময় এভাবেই আগুন জ্বলছিল রস্টকে...ছবি: picture-alliance/dpa

ভয়াবহ সেই বর্ণবাদী হামলা চালানো হলেও স্বস্তির কথা যে তাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি৷ দুই রাত দুই দিন ধরে সেই তাণ্ডব চলে অভিবাসীদের ওপর৷ এখনও এই ঘটনা একটি রহস্যই হয়ে আছে৷ কারণ ঐ ঘটনায় ৪৪ জনকে গ্রেফতার করা হলেও, তাদের বেশিরভাগকেই হাল্কা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়৷ এই ঘটনার জন্য কর্তৃপক্ষের কাউকে জবাবদিহিও করতে হয়নি৷ সেই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী ছিলেন ভিয়েতনাম থেকে আসা অভিবাসী থিন ডো৷ তিনি সেই ঘটনার কথা ভুলতে পারেন নি এখনও৷ তবে বর্তমানে এ ঘটনার পুনরাবৃত্তি হওয়ার কোনো সম্ভাবনা তিনি দেখেন না৷ তাঁর কথায়, ‘‘আমার মনে হয় না রস্টকের মতো কোনো ঘটনা আবার ঘটবে৷ কারণ এখন এলাকাবাসী, পুলিশ আগের চেয়ে অনেক বেশি এই রকম দাঙ্গার ব্যাপারে সচেতন৷''

দুই রাত দুই দিন ধরে সেই তাণ্ডব চলে অভিবাসীদের ওপর...ছবি: picture-alliance/dpa

পর্যবেক্ষকদের মতে, বর্ণবাদী হামলা না ঘটলেও বৈষম্যমূলক আচরণ এখনও দেখা যায় জার্মানি সহ ইউরোপের অনেক দেশে৷

প্রতিবেদন: রিচার্ড ফুখস / আরআই

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ