1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রহমানের গান পছন্দ নয় কমনওয়েলথ কর্তাদের

১৭ সেপ্টেম্বর ২০১০

নতুন দিল্লিতে আসন্ন কমনওয়েলথ গেমস নিয়ে বিতর্কের কোনো শেষ নেই৷ এবার সুরস্রষ্টা আল্লারাখা রহমানও জড়িয়ে পড়লেন সেই জটিলতায়৷

ওস্তাদের মার শেষ রাতে – রহমান হয়তো আবার তার প্রমাণ দেবেনছবি: AP

অস্কারজয়ী ‘জয় হো' রহমানের বিশ্বজুড়েই জয়জয়কার৷ তাঁর সুর কাকে না মুগ্ধ করে! কিন্তু না, কমনওয়েলথ গেমস'এর আয়োজক কমিটির এক কর্মকর্তা বলেছেন, গেমস উপলক্ষ্যে রহমান যে গানটি বেঁধেছেন, তা ঠিক জমে নি৷ এবার সেটিকে ঘষে-মেজে আরও আকর্ষণীয় করে তোলা হবে৷

‘ইন্ডিয়া বুলা লিয়া' নামের এই গানের মূল সংস্করণ শুনে দর্শকরা নাকি তেমন উৎসাহ পান নি৷ ফলে গানটি অপরিবর্তিত রেখে আরও বাজনা জুড়ে উদ্বোধনী অনুষ্ঠানের আকর্ষণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা৷ এক প্রশ্নের উত্তরে ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব সিন্ধুশ্রী খুল্লার বলেন, দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ ফুটবলের সময় শাকিরা যে ‘ওয়াকা ওয়াকা' গান গেয়েছিলেন, তা ছিল বেশ বাণিজ্যিক ঘরানার৷ কমনওয়েলথ গেমস'এর গান অনেকটা শাহরুখ খান অভিনীত ‘চক দে' ছবির গানের মতো শোনাবে৷

বিতর্কের মোড়কে ঢাকা কমনওয়েলথ গেমসছবি: AP

তা রহমানের গানের উপর কীরকম ‘অপারেশন' চালানো হবে? গীতিকার প্রসূন যোশী বলেন, কিছু নতুন বাজনা যোগ করা হয়েছে৷ মিউজিক ভিডিও প্রস্তুতির কাজ চলছে৷ সপ্তাহখানেকের মধ্যেই তা দেখা যাবে৷ প্রসূন আরও জানান, রহমান এমনিতেই নিজের নতুন গানগুলি শেষ মুহূর্ত পর্যন্ত পরিবর্তন করতে থাকেন – এবারেও তা করছেন৷ এর সঙ্গে সমালোচনার কোনো সম্পর্ক নেই৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ