1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রহস্যময় দেশে বিরল ঘটনা

৬ মে ২০১৬

গোপনীয়তা ও রহস্যের বেড়াজালে ঘেরা দেশ উত্তর কোরিয়ার জীবনযাত্রার কিছু ঝলক দেখার সুযোগ পাচ্ছেন একদল বিদেশি সাংবাদিক৷ উপলক্ষ্য ক্ষমতাসীন কমিউনিস্ট দলের বিরল পার্টি সম্মেলন৷

পিয়ং ইয়ং শহরে দলীয় সম্মেলন
ছবি: Reuters/D. Sagolj
আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে প্রায় একঘরে হয়ে রয়েছে উত্তর কোরিয়া৷ এমনকি সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী ও প্রতিবেশী দেশ চীনের সঙ্গেও সম্পর্ক আগের মতো ইতিবাচক নেই৷ আন্তর্জাতিক রোষ উপেক্ষা করে পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্রে বিনিয়োগ করে চলেছে কিম জং উন প্রশাসন৷ এমনই প্রেক্ষাপটে প্রায় ৩৬ বছর পর শাসক দল ওয়ার্কার্স পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে৷ এই সিদ্ধান্তের কারণ ও উদ্দেশ্য নিয়ে জল্পনা-কল্পনা চলছে৷
উল্লেখ্য, চীনের কোনো প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত থাকছেন না৷ শোনা যাচ্ছে, চীনকে আমন্ত্রণ জানানো হয়নি৷
তবে একটি বিষয়ে বেশিরভাগ পর্যবেক্ষকই একমত৷ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা কিম ইল সুং এবং তাঁর পুত্র কিম জং ইল যে মাত্রার ক্ষমতার অধিকারী ছিলেন, বংশের তৃতীয় প্রজন্মের নেতা কিম জং উন দেশে-বিদেশে এখনো তার প্রমাণ দিতে পারেন নি৷ এই কংগ্রেসে সেই কাজটি সারতে চাইছেন তিনি৷ তিন থেকে চার দিনের এই সম্মেলনে কিম জং উন তাঁর বোন কিম ইয়ো জং-এর হাতে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব তুলে দিতে চলেছেন বলেও মনে করা হচ্ছে৷
এত বড় আকারের সম্মেলন আয়োজন করতে অসংখ্য মানুষকে জোর করে কাজ করানো হয়েছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ৷
আন্তর্জাতিক আঙিনায় পার্টি কংগ্রেস সম্পর্কে প্রচার নিশ্চিত করতে উত্তর কোরিয়ার সরকার বেশ কিছু বিদেশি সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছেন৷ সরাসরি সম্মেলন সম্পর্কে রিপোর্ট করতে না পারলেও তাঁরা ছবি ও ভিডিও-র মাধ্যমে সে দেশের বিরল খণ্ডচিত্র তুলে ধরেছেন৷ ডেইলি মেল সংবাদপত্রের প্রতিনিধি তাঁদের মধ্যে অন্যতম৷
সিবিএস-এর সাংবাদিক উত্তর কোরিয়ার সরকারি প্রচারণার দৃষ্টান্ত তুলে ধরেছেন৷
এসবি/ডিজি (ডিপিএ, এএফপি)
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ