1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাইনের ধারে বন ইউনিভার্সিটি

২৩ মার্চ ২০০৯

ইউরোপের দীর্ঘতম নদী রাইনের ধারে অবস্হিত বন বিশ্ববিদ্যালয়৷ ১৮১৮ সালে প্রুশিয়ান রাজা তৃতীয় ফ্রীডরিশ উইলিয়াম প্রতিষ্ঠিত করেন এই বিশ্ববিদ্যালয়টি৷ পরে তার নামানুসারেই নাম করণ করা হয় জনপ্রিয় এই শিক্ষা প্রতিষ্ঠানটির৷

বন ইউনিভার্সিটি ক্যাম্পাসছবি: Presseamt Bundesstadt Bonn

বন ইউনিভার্সিটির বর্তমান ছাত্র-ছাত্রীর সংখ্যা ৩১ হাজারেরও বেশি৷ তার মধ্যে ১৪০টি দেশ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বিদেশী ছাত্র-ছাত্রী পড়াশোনা করছে৷ আছে ৫৩০ জন অধ্যাপক এবং তাদের সাহায্য ও সহযোগিতা করছে আরো পাঁচ হাজার মানুষ৷ ১০০ টির বেশী বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করার সুযোগ দিচ্ছে বন ইউনিভার্সিটি৷

বিজ্ঞান ভিত্তিক বিষয় নিয়ে গবেষণার জন্য বিখ্যাত এই বিশ্ববিদ্যালয়টি৷ মলিকিউলার বায়োটেকনলজি বিষয় নিয়ে মাস্টার্স করা যায় এবং তা ইংরেজিতে৷ এটি দুবছরের কোর্স৷ প্রতিবছর ১৫ই জুলাই এই বিভাগে আবেদন পত্র জমা দেয়ার শেষ তারিখ৷

বন ইউনিভার্সিটির ওয়েবসাইটছবি: Uni Bonn

মলিকিউলার বায়োমেডিসিন বিষয়টি নিয়ে ডিপ্লোমা করা সম্ভব এবং তা জার্মান ভাষায় অর্থাৎ জার্মান ভাষায় বেশ ভাল দক্ষতা থাকা প্রয়োজন৷ এই কোর্সটি সাড়ে চার বছরের৷ এই বিভাগে আবেদন পত্র জমা দেয়ার শেষ তারিখ ১৫ই জুলাই৷

ইঞ্জিনিয়ারিং ইন লাইফ সায়েন্সেস কোর্সটি এক বছরের, মাধ্যম হিসেবে এখানে ইংরেজি ভাষা ব্যবহার করা হয়৷ আবেদন পত্র জমা দেয়ার শেষ তারিখ ১৫ই সেপ্টেম্বর৷

রেডিও এন্ড ইনফ্রারেড এস্ট্রোনমি বিষয় নিয়ে পি এইচ ডি করা যায় বন বিশ্ববিদ্যালয়ে৷ মাধ্যম ইংরেজি৷ সবমিলে দুবছরের কোর্স তবে কোন কোন ক্ষেত্রে তা বাড়িয়ে আরো এক বছরে নেয়া যায়৷ প্রতিবছর বিষয়ের ওপর নির্ভর করে আবেদন পত্র জমা নেয়া হয়৷

অংক, পদার্থবিজ্ঞান, অর্থনীতি এই বিষয়গুলো নিয়েও পিএইচ ডি করা যায়৷ তিন বছরের কোর্স এটি৷ মাধ্যম হিসেবে ইংরেজি এবং জার্মান দুটি ভাষাই ব্যবহার করা হয়৷ প্রতি বছর দুবার আবেদন পত্র জমা নেয়া হয়৷ ১লা মে এবং ১লা নভেম্বর৷ কোর্স শুরু হয় বছরে দুবার এপ্রিল এবং অক্টোবর মাসে৷ পিএইচ ডি-র শেষে কোন কোন সময়ে ছাত্র-ছাত্রীদের টিচিং এসিসটেন্ট হিসেবে নিয়োগ করা হয়৷

ফুড এন্ড রিসোর্স ইকোনমিক্সে মাস্টার্স করা যায়৷ মাধ্যম ইংরেজি এবং জার্মান৷ দু বছরের কোর্স৷ আবেদন পত্র জমা দেয়ার শেষ তারিখ ১৫ই সেপ্টেম্বর৷

অর্থনীতিতে পিএইচ ডি করতে চার বছর সময় লাগে৷ পুরো পি এইচ ডি ই ইংরেজিতে করা সম্ভব৷ আবেদন পত্র জমা দেয়ার শেষ তারিখ ১৫ই মে৷ টোফেল স্কোর এখানে ৫৭০ চাওয়া হয়ে থাকে৷

বন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের মধ্যে আছেন হাইনরিশ হাইনে, কার্ল মার্ক্স এবং ফ্রিডরিশ নিটশের মত কালজয়ীরা৷ নর্থরাইন ওয়েস্টফ্যালিয়া রাজ্যে গবেষণার দিক থেকে এক নম্বর স্থান অধিকার করে আছে বন বিশ্ববিদ্যালয়৷

বন বিশ্ববিদ্যালয়ের ঠিকানা:

University of Bonn

Regina-Pacis-Weg 3

D-53113 Bonn

Germany

চিঠি পাঠাবার ঠিকানা:

Universität Bonn, D- 53102, Bonn, Germany.

লেখক: মারিনা জোয়ারদার, সম্পাদক: আব্দুল্লাহ আল-ফারুক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ