দুটি জাহাজের সংঘর্ষের পর জার্মান কর্তৃপক্ষ একটি ট্যাঙ্কারকে চালিয়ে যাওয়ার অনুমতি দেয় বলে পুলিশ জানিয়েছে ৷ ১৩০০ মেট্রিক টন অপরিশোধিত পেট্রোল বহনকারী জাহাজটির স্টিয়ারিং গিয়ার অচল হয়ে যাওয়ায় ১২০০ টন বীজ বহনকারী কার্গো জাহাজের সাথে ধাক্কা লেগে যায়৷ ঘটনাটি জার্মানির মাইন্স শহরের কাছে ভালুফ এর৷ পুলিশ জানায় ঘটনা বেলা তিনটার৷ দুটি জাহাজই ক্ষতিগ্রস্ত হলেও কেউ মারা যায়নি৷ একটি জাহাজ প্রযুক্তিগত ক্রুটির কারণে অন্যদিকে ঘুরে যাচ্ছিল এবং এর কারণ স্পষ্ট না হওয়া পর্যন্ত জাহাজটিকে থামিয়ে দেওয়া হয়৷ পরে জাহাজটি আবার সঠিকভাবে কাজ করেছে বলে একজন নিশ্চিত করেন৷
রাইন নদীর ওপর দিয়ে প্রতিদিন শতশত পণ্যবাহী জাহাজ, ট্যাঙ্কার, যাত্রীবাহী জাহাজ চলে৷ অতীতেও অবশ্য এরকম দূর্ঘটনা ঘটেছে৷ ২০১২ সালে লোরেলাই ক্লিফের কাছে সেন্ট গোয়ার্সহাউজেনে দুই হাজার ৪০০ মেট্রিক টন সালফিউরিক অ্যাসিড বহনকারী একটি জাহাজে দুর্ঘটনা ঘটেছিলো এবং সে দুর্ঘটনায় জাহাজের চারজন ক্রুর দুজনই মারা গিয়েছিলো৷ সেসময় রাইন নদীতে সাময়িকভাবে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়৷
ডাভিস ফানঅপড্রপ/এনএস
জার্মানির বন শহরের পাশ দিয়ে বয়ে গেছে অনন্য সুন্দর এক নদী ‘রাইন’৷ বনের মনোরম এ নদীটির সৌন্দর্য দেখুন এই ছবিঘর৷
ছবি: DW/M. M. Rahmanইউরোপের দীর্ঘতম ও গুরুত্বপূর্ণ নদী রাইন৷ দৈর্ঘ্যে এটি প্রায় ৮২০ মাইল বা ১,৩২০ কিমি৷ জার্মানির বন শহরের পাশ দিয়েও বয়ে গেছে নদীটির কিছু অংশ৷
ছবি: DW/M. M. Rahmanবন শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া রাইনের তীরে আছে সাইকেল চালানোর এবং হাঁটার জন্য আছে ভিন্ন পথ৷
ছবি: DW/M. M. Rahmanরাইনে ভ্রমণের জন্য আছে বেশ কিছু প্রমোদ তরীও৷ এগুলোতে চড়ে রাইনের সৌন্দর্য উপভোগ করতে পারেন পর্যটকরা৷
ছবি: DW/M. M. Rahmanপণ্য পরিবহনের জন্য ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ নদী হলো রাইন৷ প্রতিদিন শত শত মাল বোঝাই কার্গো জাহাজ ইউরোপের বিভিন্ন রুটে চলাচল করে এ নদী দিয়ে৷
ছবি: DW/M. M. Rahmanবন শহরের রাইন নদীতে আছে বেশ কয়েকটি সেতু৷ এগুলোর মধ্যে অন্যতম বন এবং বয়েলের মধ্যে সংযোগকারী ‘কেনেডি সেতু’ একটি৷
ছবি: DW/M. M. Rahmanরাইন নদীতে সূর্যোদয়ের দৃশ্য খুবই মনোহর৷
ছবি: DW/M. M. Rahmanবন শহরের পাশে আলো ঝলমেল রাইন নদীকে রাতেরবেলা আরো সুন্দর মনে হয়৷
ছবি: DW/M. M. Rahmanশহর ঘেঁষে বয়ে গেলেও রাইন নদীতে কোনো দূষণ নেই৷ তাই এ নদীর পানি সারা বছরই টলটলে৷
ছবি: DW/M. M. Rahmanহেমন্তে রাইন নদীর তীরের গাছপালার পাতা এতটাই বর্ণিল হয় যে সর্বত্রই একে ছবির মতো মনে হয়৷
ছবি: DW/M. M. Rahmanরাইন নদীতে পানির প্রবাহ শীতে বেড়ে যায়৷ তবে গ্রীষ্মে তা তুলনামূলক কম থাকে৷
ছবি: DW/M. M. Rahmanবন শহরের পাশের ড্রাখেনফেলস পাহাড় চূড়া থেকে রাইন নদী ও বন শহরের ‘বার্ডস আই ভিউ’ দেখা যায়৷
ছবি: picture-alliance/Rolf Kosecki