1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাইন-ভাল ইউনিভার্সিটি বিদেশি শিক্ষার্থীদের মিলনস্থল

রিয়াজুল ইসলাম২৯ অক্টোবর ২০১২

জার্মানির নর্থ রাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের অন্যতম বিশ্ববিদ্যালয় রাইন-ভাল ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেস৷ এখানে প্রচুর বাংলাদেশি ছাত্রছাত্রী রয়েছে৷ বিজ্ঞান ও ব্যবসা নিয়ে পড়ার জন্য রাইন-ভাল ইউনিভার্সিটি ভালো লক্ষ্য৷

Die Akademikerin Anna Lindhorst aus Russland blättert am 17.09.2012 an der Universität Regensburg (Bayern) in einem Buch. Mit dem Pilotprojekt ProSalamander sollen ausländische Akademiker an Universitäten nachqualifiziert werden. Foto. Armin Weigel/dpa Schlagworte Hochschulen, Ausländer, Studenten, lby, Oberpfalz, Migration, Bildfung, Studentin
ছবি: picture-alliance/dpa

বেশ নতুন বলতে হবে হোখশুলে রাইন-ভালকে৷ কারণ মাত্র তিন বছর আগে এই বিশ্ববিদ্যালয়টি তার যাত্রা শুরু করেছে৷ বিগত ২০০৯ সালের পহেলা মে এই বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়৷ এরপর সেটি বিদেশি ছাত্রছাত্রীদের একটি মিলনস্থলে পরিণত হয়েছে৷ কারণ রাইনভাল ইউনিভার্সিটিতে জার্মান এবং ইংরেজি দুটি ভাষাতেই পড়াশোনা করা যায়৷ সেটি ব্যাচেলর হোক কিংবা মাস্টার্স৷

প্রতি বছর বিশ্ববিদ্যালয়টি তার পরিসীমা বাড়িয়ে চলেছে৷ চলতি বছরের শীতকালীন মৌসুমে চারটি অনুষদে ২০ টি নতুন ব্যাচেলর এবং তিনটি নতুন মাস্টার্স কোর্স শুরু হয়েছে৷ বিশ্ববিদ্যালয়ের রয়েছে দুটি ক্যাম্পাস৷ একটি রয়েছে ক্লিভ শহরে, অন্যটি ক্যাম্প লিনফোর্ট এলাকাতে৷ দুটি ক্যাম্পাসেই এখনও অবকাঠামো সম্প্রসারণের কাজ চলছে৷ নতুন এই বিশ্ববিদ্যালয়ে তাই পড়াশোনা ও গবেষণার জন্য অত্যাধুনিক সব ধরণের সুযোগ সুবিধা ও প্রযুক্তি রয়েছে৷ এর বাইরে এমারিশ শহরেও বিশ্ববিদ্যালয়ের একটি অন্তর্বর্তী ক্যাম্পাস রয়েছে৷

বাংলাদেশী ছাত্র নুর হোসাইন নাইমছবি: Nur Hussain Nayeem

এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে চারটি অনুষদ৷ এগুলো হলো টেকনোলজি অ্যান্ড বায়োনিক্স, লাইফ সায়েন্স, কম্যুনিকেশন অ্যান্ড এন্ডভায়রনমেন্ট এবং সোসাইটি অ্যান্ড ইকনোমিক্স৷ প্রতি বছর গ্রীষ্মকালীন ও শীতকালীন সেমেস্টারে ছাত্রছাত্রী ভর্তি করা হয়৷ এখানেই দুই বছর আগে ভর্তি হয়েছেন বাংলাদেশি ছাত্র নুর হোসাইন নাইম৷ তিনি এখানে ইন্টারন্যাশনাল বিজনেস নিয়ে ব্যাচেলর করছেন৷ তিনি জানান, বাংলাদেশে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ার সময় এই রাইন-ভাল ইউনিভার্সিটির খবর তিনি পান৷

Week 44/12 LS1-Campus: Rhein-Waal University in Germany - MP3-Mono

This browser does not support the audio element.

বাংলাদেশের তুলনায় জার্মানির পড়াশোনার যে পার্থক্য সেটা কেবল ব্যবহারিক এর বেলাতেই নয়, তত্ত্বীয় এর বেলাতেও৷ আন্তর্জাতিক ব্যবসা নিয়ে পড়তে গিয়ে গত দুই বছরে সেটি অনুধাবন করেছেন নাইম৷ পড়া এবং পরীক্ষা এই দুটিতেই জার্মানির শিক্ষা ব্যবস্থা ভিন্ন৷ চালু হওয়ার পর গত কয়েক বছরে হোখশুলে রাইন-ভাল এ বিদেশি ছাত্রছাত্রীর আগমন ক্রমেই বাড়ছে৷ এসব ছাত্রছাত্রীর মধ্যে উল্লেখযোগ্য একটি অংশ বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া থেকে আসা বলে জানান নুর হোসাইন নাইম৷

রাইন-ভাল ইউনিভার্সিটিতে বর্তমানে পাঁচ হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করছে৷ শিক্ষার্থীদের জন্য বিদেশে একটি সেমেস্টার পড়ারও সুযোগ রয়েছে৷ এর মাধ্যমে তারা সেখানে পড়ার পাশাপাশি ভিন্ন সংস্কৃতিরও অভিজ্ঞতা অর্জন করবে৷ দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ, ভারত ছাড়াও চীন, নেদারল্যান্ডস, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের অনেক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থী বিনিময় কার্যক্রম রয়েছে রাইন-ভাল ইউনিভার্সিটির৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ