1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রা.ওয়ান’এর সমালোচনায় ‘অমিতাভ’!

২৯ অক্টোবর ২০১১

শাহরুখ খান অভিনীত এবং গৌরি খান প্রযোজিত বহুল আলোচিত ছবি রা.ওয়ান৷ যেখানে নায়কের চেয়ে ভিলেনের ক্ষমতা বেশি, শক্তি বেশি৷ সেই ভিলেনের আবার জন্ম কম্পিউটারে গেম এর মাধ্যমে৷

বলিউড তারকা অমিতাভ বচ্চনছবি: APImages

ছবিটি যারা ইতিমধ্যে দেখেছেন, তাদের কাছে এর কাহিনী খানিকটা অবাস্তব মনে হতে পারে বৈকি৷ রোবোটিক বা ভিনগ্রহের কোন ব্যাপার নয়, খোদ কম্পিউটার গেমাররা তৈরি করে ফেলেন জীবন্ত ভিলেন, যার নাম ‘রা.ওয়ান'৷ যে কিনা পর্দা থেকে বেরিয়ে বাস্তব জীবনে মারপিটে অংশ নিচ্ছে৷ ছবিতে শাহরুখের এক রকম পুর্নজন্ম হল, তাও আবার কম্পিউটার গেমের চরিত্র আকারে, ‘জি.ওয়ান'৷

অবাস্তব কাহিনী হলেও শিশুদের ছবিটি ভালো লাগতে পারে৷ অবশ্য বড়দের কথা চিন্তা করে পর্দায় কারিনা কাপুরও ছিলেন৷ চমৎকার দুটি গানে অংশ নিয়েছেন তিনি, শুরুতে একবার দেখা গেছে প্রিয়াঙ্কা চোপড়াকেও৷

রা. ওয়ানের প্রচারে শাহরুখছবি: webdunia

যাহোক, রা.ওয়ান নিয়ে আলোচনার যোগ হয়েছেন অমিতাভ বচ্চনও৷ এই ছবি এবং শাহরুখ খান এর নাকি বেশ সমালোচনা করেছেন অমিতাভ৷ কী অবিশ্বাস ঠেকছে! প্রশ্ন জাগছে, বলিউড ‘বিগ বি' শাহরুখের সমালোচনা করবেন কেন?

উত্তরটা ‘বিগ বি‘ নিজেই দিয়েছেন, টুইটারে৷ সবাইকে সতর্ক করে তিনি বলেছেন, কেউ একজন আমার নামে নকল এক টুইটার অ্যাকাউন্ট চালু করেছে৷ সেখান থেকে রা.ওয়ান সম্পর্কে বিভিন্ন মন্তব্য করা হচ্ছে৷

অমিতাভ জানান, ছবিটি আমি এখনো দেখেনি৷ আর সেটির সমালোচনা করার প্রশ্নই ওঠে না৷

এদিকে, রা.ওয়ান মুক্তির পর প্রথম দিন নাকি বডিগার্ড ছবির মত ব্যবসা করতে পারেনি৷ ফলে শুরুতেই সালমান খানের কাছে হেরে গেছেন কিং খান৷ এই নিয়েও বিস্তর লেখালেখি হচ্ছে ভারতীয় গণমাধ্যমে৷ দ্বিতীয় দিন থেকে থেকে অবশ্য ব্যবসা ভালোই করছে রা.ওয়ান৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ