নিজের ঘরে বোলারদের মতো ব্যাটসম্যানরাও চড়ে বসেছেন টাইগারদের ওপর৷ ওপেনার শান মাসুদ ও বাবর আজম তুলে নিয়েছেন শতক৷ দিনশেষে স্বাগতিক পকিস্তান লিড নিয়েছে ১০৯ রানের৷ হাতে আছে সাত উইকেট৷
বিজ্ঞাপন
দ্বিতীয় দিনের শুরুতে অবশ্য আশা জাগিয়েছিলেন পেসার আবু জায়েদ৷ তাঁর অফস্টাম্পের বাইরের একটি বল খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন ওপেনার আবিদ আলী৷ তবে আরেক ওপেনার শান মাসুদ ও অধিনায়ক আযহার আলী শুরুর ধাক্কা সামলে নেন৷ দ্বিতীয় উইকেট জুটিতে ৯১ রান যোগ করেন তারা৷
এরপর আবারও আঘাত হানেন জায়েদ৷ এবার স্লিপে আযহারের ক্যাচ নেন নাজমুল হাসান শান্ত৷ ৩৪ রান করে সাঁজঘরে ফেরেন পাক অধিনায়ক৷
তবে এবারও ধাক্কা সামলে ওঠেন শান মাসুদ ও বাবর আজম৷ ১১২ রানের তৃতীয় উইকেট জুটি ভাঙ্গেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম৷ টেস্টে তৃতীয় সেঞ্চুরির দেখা পাওয়া মাসুদের মিডলস্টাম্প খুঁজে নেন তাইজুল৷ অবশ্য অন্যপ্রান্ত আঁকড়ে রেখে বাবরও তুলে দেন সেঞ্চুরি৷ এটি তাঁর পঞ্চম টেস্ট সেঞ্চুরি৷ তাঁকে সঙ্গ দেন মিডল অর্ডার ব্যাটসম্যান আসাদ শফিক৷
দিনশেষে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ৩৪২৷ বাবর ১৪৩ রানে ও আসাদ ৬০ রানে অপরাজিত থাকেন৷
বাংলাদেশি বোলারদের মধ্যে জায়েদ দু'টি ও তাইজুল একটি উইকেট নেন৷
এর আগে প্রথম দিন ৮২ ওভার পাঁচ বল খেলে ২৩৩ রানে গুটিয়ে যায় সফরকারী বাংলাদেশ৷ এরপর আর ব্যাটিংয়ে নামেনি পাকিস্তান৷
নিরাপত্তা শঙ্কায় এই সিরিজটি তিনভাগে ভাগ করা হয়েছে৷ এরই মধ্যে জানুয়ারিতে তিন টিটোয়েন্টি খেলে এসেছে বাংলাদেশ৷ সেখানে দু'টিতে হেরেছে স্বাগতিকরা৷ একটি বাতিল হয়েছে৷ আগামী ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে সিরিজের একমাত্র ওয়ানডে ম্যাচ৷ ৫ থেকে ৯ এপ্রিল হবে দ্বিতীয় টেস্ট৷
বাংলাদেশকে যেমন নিরাপত্তা দিচ্ছে পাকিস্তান
২০০৯ সালে করাচিতে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর হামলার পর দেশের মাটিতে ক্রিকেট ফিরিয়ে আনতে মরিয়া পাকিস্তান৷ তাই সফররত বাংলাদেশ দলকে নজিরবিহীন নিরাপত্তা দিচ্ছে দেশটি৷
ছবি: Getty Images/AFP/A. Ali
দশ হাজার নিরাপত্তাকর্মী
হোটেল থেকে স্টেডিয়ামে যাতায়াতের সময় প্রায় দশ হাজার পুলিশ ও আধা-সামরিক বাহিনীর সদস্য বাংলাদেশ দলকে নিরাপত্তা দিচ্ছে৷ ২০০৯ সালে হোটেল থেকে স্টেডিয়ামে যাওয়ার সময়ই শ্রীলঙ্কা দলের উপর হামলা হয়েছিল৷ ছবিতে বাংলাদেশ দলের স্টেডিয়ামে যাওয়ার দৃশ্য দেখতে পাচ্ছেন৷
ছবি: Reuters/M. Raza
স্টেডিয়ামে নিরাপত্তা
পাকিস্তান পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, স্টেডিয়ামে তিন স্তরের নিরাপত্তা থাকবে৷ ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকবে ১৭টি সুপার পুলিশ ডিভিশন এবং ৪৮টি ডেপুটি সুপার পুলিশ ডিভিশন৷ ছবিটি স্টেডিয়ামের সামনে থেকে তোলা৷
ছবি: Getty Images/AFP/A. Ali
পাকিস্তান দলের নিরাপত্তা
পাকিস্তান পুলিশ জানিয়েছে, শুধু বাংলাদেশ নয় পাকিস্তান ক্রিকেট দলের সদস্যদেরও একই ধরনের নিরাপত্তা দেয়া হবে৷ ছবিতে পাকিস্তান দলকে কড়া প্রহরায় গাদ্দাফি স্টেডিয়ামে নিয়ে যাওয়ার দৃশ্য দেখতে পাচ্ছেন৷
ছবি: Getty Images/AFP/A. Ali
থাকবে স্নাইপার
লাহোর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বাবর সাঈদ জানিয়েছেন, ক্রিকেট দলের যাওয়া-আসার পথে বিভিন্ন ভবনের ছাদে স্নাইপাররা থাকবেন৷
ছবি: Getty Images/AFP/A. Ali
বাংলাদেশের নিরাপত্তাকর্মী
টাইগারদের নিরাপত্তা নিশ্চিত করতে দলের সঙ্গে বাংলাদেশ থেকেও একটি নিরাপত্তা প্রতিনিধি দল পাকিস্তানে গেছে৷ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদস্যরা দলের সঙ্গে থাকবেন বলে সাংবাদিকদের জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)-এর সভাপতি নাজমুল হাসান পাপন৷