1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দ্বিতীয় দিনেও পাকিস্তানের আধিপত্য

৮ ফেব্রুয়ারি ২০২০

নিজের ঘরে বোলারদের মতো ব্যাটসম্যানরাও চড়ে বসেছেন টাইগারদের ওপর৷ ওপেনার শান মাসুদ ও বাবর আজম তুলে নিয়েছেন শতক৷ দিনশেষে স্বাগতিক পকিস্তান লিড নিয়েছে ১০৯ রানের৷ হাতে আছে সাত উইকেট৷

Sport Cricket l Pakistan vs Bangladesch
ছবি: Getty Images/AFP/A. Qureshi

দ্বিতীয় দিনের শুরুতে অবশ্য আশা জাগিয়েছিলেন পেসার আবু জায়েদ৷ তাঁর অফস্টাম্পের বাইরের একটি বল খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন ওপেনার আবিদ আলী৷ তবে আরেক ওপেনার শান মাসুদ ও অধিনায়ক আযহার আলী শুরুর ধাক্কা সামলে নেন৷ দ্বিতীয় উইকেট জুটিতে ৯১ রান যোগ করেন তারা৷

এরপর আবারও আঘাত হানেন জায়েদ৷ এবার স্লিপে আযহারের ক্যাচ নেন নাজমুল হাসান শান্ত৷ ৩৪ রান করে সাঁজঘরে ফেরেন পাক অধিনায়ক৷

তবে এবারও ধাক্কা সামলে ওঠেন শান মাসুদ ও বাবর আজম৷ ১১২ রানের তৃতীয় উইকেট জুটি ভাঙ্গেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম৷ টেস্টে তৃতীয় সেঞ্চুরির দেখা পাওয়া মাসুদের মিডলস্টাম্প খুঁজে নেন তাইজুল৷ অবশ্য অন্যপ্রান্ত আঁকড়ে রেখে বাবরও তুলে দেন সেঞ্চুরি৷ এটি তাঁর পঞ্চম টেস্ট সেঞ্চুরি৷ তাঁকে সঙ্গ দেন মিডল অর্ডার ব্যাটসম্যান আসাদ শফিক৷

দিনশেষে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ৩৪২৷ বাবর ১৪৩ রানে ও আসাদ ৬০ রানে অপরাজিত থাকেন৷

বাংলাদেশি বোলারদের মধ্যে জায়েদ দু'টি ও তাইজুল একটি উইকেট নেন৷

এর আগে প্রথম দিন ৮২ ওভার পাঁচ বল খেলে ২৩৩ রানে গুটিয়ে যায় সফরকারী বাংলাদেশ৷ এরপর আর ব্যাটিংয়ে নামেনি পাকিস্তান৷

নিরাপত্তা শঙ্কায় এই সিরিজটি তিনভাগে ভাগ করা হয়েছে৷ এরই মধ্যে জানুয়ারিতে তিন টিটোয়েন্টি খেলে এসেছে বাংলাদেশ৷ সেখানে দু'টিতে হেরেছে স্বাগতিকরা৷ একটি বাতিল হয়েছে৷ আগামী ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে সিরিজের একমাত্র ওয়ানডে ম্যাচ৷ ৫ থেকে ৯ এপ্রিল হবে দ্বিতীয় টেস্ট৷

জেডএ/এআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ