1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দ্বিতীয় দিনেও পাকিস্তানের আধিপত্য

৮ ফেব্রুয়ারি ২০২০

নিজের ঘরে বোলারদের মতো ব্যাটসম্যানরাও চড়ে বসেছেন টাইগারদের ওপর৷ ওপেনার শান মাসুদ ও বাবর আজম তুলে নিয়েছেন শতক৷ দিনশেষে স্বাগতিক পকিস্তান লিড নিয়েছে ১০৯ রানের৷ হাতে আছে সাত উইকেট৷

Sport Cricket l Pakistan vs Bangladesch
ছবি: Getty Images/AFP/A. Qureshi

দ্বিতীয় দিনের শুরুতে অবশ্য আশা জাগিয়েছিলেন পেসার আবু জায়েদ৷ তাঁর অফস্টাম্পের বাইরের একটি বল খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন ওপেনার আবিদ আলী৷ তবে আরেক ওপেনার শান মাসুদ ও অধিনায়ক আযহার আলী শুরুর ধাক্কা সামলে নেন৷ দ্বিতীয় উইকেট জুটিতে ৯১ রান যোগ করেন তারা৷

এরপর আবারও আঘাত হানেন জায়েদ৷ এবার স্লিপে আযহারের ক্যাচ নেন নাজমুল হাসান শান্ত৷ ৩৪ রান করে সাঁজঘরে ফেরেন পাক অধিনায়ক৷

তবে এবারও ধাক্কা সামলে ওঠেন শান মাসুদ ও বাবর আজম৷ ১১২ রানের তৃতীয় উইকেট জুটি ভাঙ্গেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম৷ টেস্টে তৃতীয় সেঞ্চুরির দেখা পাওয়া মাসুদের মিডলস্টাম্প খুঁজে নেন তাইজুল৷ অবশ্য অন্যপ্রান্ত আঁকড়ে রেখে বাবরও তুলে দেন সেঞ্চুরি৷ এটি তাঁর পঞ্চম টেস্ট সেঞ্চুরি৷ তাঁকে সঙ্গ দেন মিডল অর্ডার ব্যাটসম্যান আসাদ শফিক৷

দিনশেষে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ৩৪২৷ বাবর ১৪৩ রানে ও আসাদ ৬০ রানে অপরাজিত থাকেন৷

বাংলাদেশি বোলারদের মধ্যে জায়েদ দু'টি ও তাইজুল একটি উইকেট নেন৷

এর আগে প্রথম দিন ৮২ ওভার পাঁচ বল খেলে ২৩৩ রানে গুটিয়ে যায় সফরকারী বাংলাদেশ৷ এরপর আর ব্যাটিংয়ে নামেনি পাকিস্তান৷

নিরাপত্তা শঙ্কায় এই সিরিজটি তিনভাগে ভাগ করা হয়েছে৷ এরই মধ্যে জানুয়ারিতে তিন টিটোয়েন্টি খেলে এসেছে বাংলাদেশ৷ সেখানে দু'টিতে হেরেছে স্বাগতিকরা৷ একটি বাতিল হয়েছে৷ আগামী ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে সিরিজের একমাত্র ওয়ানডে ম্যাচ৷ ৫ থেকে ৯ এপ্রিল হবে দ্বিতীয় টেস্ট৷

জেডএ/এআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ