1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাখাইনের সেনা কর্মকর্তাকে বদলি করা হয়েছে

১৩ নভেম্বর ২০১৭

মিয়ানমারের রাখাইন রাজ্যে অভিযানের দায়িত্বে থাকা সেনা কর্মকর্তাকে বদলি করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে৷ শুক্রবার তাঁকে ওয়েস্টার্ন কমান্ডের প্রধান হিসেবে দায়িত্ব দিয়ে বদলি করা হয়৷

ছবি: Reuters/S. Z. Tun

রাখাইনের রাজধানী সিটওয়ে ভিত্তিক বার্তা সংস্থা নারিনজারা জানিয়েছে, মেজর জেনারেল মাউং মাউং শো রাখাইনে সামরিক অভিযান চালানোর নেতৃত্ব ছিলেন৷ তবে কেন তাঁকে বদলি করা হলো, তার কারণ জানা যায়নি৷ শো-এর জায়গায় ব্রিগেডিয়ার জেনারেল শো টিন্ট নায়িংকে দায়িত্ব দেয়া হয়েছে৷

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাখাইনে চলা সামরিক অভিযান থেকে বাঁচতে ছয় লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে৷ রাখাইনে মিয়ানমার সামরিক বাহিনীর অভিযানকে ‘জাতিগত নিধন’ বলে আখ্যায়িত করেছে জাতিসংঘ৷

এদিকে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের শীর্ষ সম্মেলনে প্রকাশের জন্য যে খসড়া বিবৃতি তৈরি করা হয়েছে, সেখানে রাখাইনে সামরিক বাহিনীর অভিযানের কারণে রোহিঙ্গাদের পালিয়ে যাওয়ার বিষয়ে কোনো মন্তব্য নেই৷ উল্লেখ্য, মিয়ানমার আসিয়ানের একটি সদস্য রাষ্ট্র৷

খসড়া বিবৃতির এক প্যারায় শুধুমাত্র রাখাইন রাজ্যর ‘ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের’ জন্য মানবিক সহায়তার গুরুত্বের কথা বলা হয়েছে৷ বিবৃতিতে ‘রোহিঙ্গা’ শব্দটিও ব্যবহার করা হয়নি৷ নোবেলজয়ী অং সান সু চি এই শব্দ ব্যবহার না করতে আন্তর্জাতিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন৷

আসিয়ানের নীরবতায় এবার সু চির লাভ

মিয়ানমারে গণতন্ত্র ফিরিয়ে আনতে সু চি যখন আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, তখন মিয়ানমারের সেনা শাসকের বিরুদ্ধে চুপ ছিল আসিয়ান৷ দক্ষিণ-পূর্ব এশিয়ার এই সংগঠনের বিরুদ্ধে ১৯৯৯ সালে থাইল্যান্ডের ‘দ্য নেশন’ পত্রিকায় একটি প্রবন্ধ লিখেছিলেন সু চি৷ সেখানে তিনি আসিয়ান নেতাদের নীরবতার সমালোচনা করে লিখেছিলেন, ‘‘হস্তক্ষেপ না করার নীতি আসলে সাহায্য না করার একটি উছিলা মাত্র৷’’

রোহিঙ্গা বিষয়ে আসিয়ানের এখনও নীরব থাকার বিষয়টি অবশ্য কূটনৈতিক দিক দিয়ে সু চির জন্য লাভজনক হিসেবে আবির্ভূত হচ্ছে৷

ইয়াঙ্গনভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক খিন জ উইন বলছেন, আসিয়ানের চুপ থাকা থেকে অতীতে মিয়ানমারের সেনা শাসক ও বর্তমানের সু চির সরকার উভয়ই লাভবান হয়েছে৷

‘সু চি হত্যাকারী’

আয়ারল্যান্ডের সংগীত তারকা বব গেলডফ তাঁর ‘ফ্রিডম অফ দ্য সিটি অফ ডাবলিন’ খেতাব ফিরিয়ে দিয়েছেন৷ অতীতে একই খেতাব সু চি-ও পেয়েছেন বলে এটি ফিরিয়ে দিয়েছেন গেলডফ৷ আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে জন্মগ্রহণ ও বেড়ে  গেলডফ বলেছেন, ‘‘এই নারীর (সু চি) সঙ্গে ডাবলিনের কোনো সম্পর্ক রাখা উচিত নয়৷ আমাদেরকে বোকা বানানো হয়েছে৷ তিনি একজন হত্যাকারী৷’’

খেতাব ফেরত দিতে যাচ্ছেন গেলডফছবি: Reuters/C. Kilcoyne

জেডএইচ/এসিবি (ডিপিএ, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ