1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাখাইনে পুলিশের ওপর হামলায় নিহত ৯

১১ মার্চ ২০১৯

মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হামলায় নয় পুলিশ সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির তথ্য মন্ত্রণালয়৷

Kachin-Konflikt in Myanmar
ছবি: picture-alliance/AP Photo/E. Htusan

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, ৬০ আরাকান জঙ্গি শনিবার রাতে একটি পুলিশ পোস্টে হামলা চালায়৷ স্কুলের মেট্রিক পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্রের নিরাপত্তায় পুলিশ সদস্যরা সেখানে নিয়োজিত ছিলেন৷

স্থানীয় পুলিশ কার্যালয়ের ফাঁস হওয়া প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনায় নয় পুলিশ সদস্য নিহত ও দুইজন আহত হওয়ার পাশাপাশি ১২টি অস্ত্রও ছিনিয়ে নিয়েছে হামলাকারীরা, যার মধ্যে রয়েছে দশটি বিএ-৬৩ রাইফেল৷ প্রতিবেদনে আরো বলা হয়েছে, হালকা ও ভারী অস্ত্র নিয়ে তিন দিক থেকে তারা পুলিশের উপর শক্তিশালী হামলা চালায়৷

গত বছরের জানুয়ারির ৪ তারিখে এক হামলায় ১৩ পুলিশ সদস্য নিহত ও নয়জন আহত হওয়ার জের ধরে তাদেরকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করে দেশটির সরকার৷ গত আট মার্চ আরেক সংঘর্ষে সরকারি বাহিনীর ১০ সদস্যকে হত্যার দাবি করেছে সংগঠনটি, যদিও এর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি৷

দেশটির সরকারি বাহিনীর সাথে আরাকান আর্মির সংঘাত প্রতি বছরই বাড়ছে৷ গত জানুয়ারিতে প্রকাশিত মিয়ানমারের সামরিক দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৫ সালে ১৫ বার, ২০১৬ সালে ২৬ বার, ২০১৭ সালে ৫৬ বার ও ২০১৮ সালে মোট ৬১ বার এই বিদ্রোহী গ্রুপের সাথে সরকারি বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে৷

২০০৯ প্রতিষ্ঠিত আরাকান আর্মির কয়েক হাজার সশস্ত্র সদস্য রয়েছে৷ কচিনসহ অন্য সম্প্রদায় অধ্যুষিত বিভিন্ন রাজ্যে তারা সামরিক প্রশিক্ষণ নিয়েছে৷ বৌদ্ধ অধ্যুষিত রাখাইনে আরাকান আর্মি দীর্ঘদিন ধরেই স্বায়ত্তশাসনের দাবি জানিয়ে আসছে৷ এই অঞ্চলেই দেশটির সেনাবাহিনীর বর্বরোচিত হামলার শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন সাত লাখ রোহিঙ্গা৷ যার শুরুটাও হয়েছিল পুলিশ বাহিনীর উপর রোহিঙ্গাদের বিদ্রোহী গ্রুপ আরসার এক হামলার ঘটনার পর৷

এফএস/জেডএইচ (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ