1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাখাইনে সেনাবাহিনীর গুলিতে ছয়জন নিহত

২ মে ২০১৯

মিয়ানমারের রাখাইনে বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর গুলিতে ছয়জন নিহত হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জ মিন তান৷ এছাড়া আহত হয়েছেন আটজন৷

ছবি: Getty Images/AFP

রাখাইনেরউত্তরাঞ্চলের ব়াথেডাউং শহরের কিয়াউক তান গ্রামে এই ঘটনা ঘটে৷ রাখাইন রাজ্যে বসবাসকারী বৌদ্ধদের আরো স্বাধীনতার দাবিতে ‘আরাকান আর্মি' নামে একটি সংগঠন ঐ এলাকায় সক্রিয়৷ তাদের দমন করতে সম্প্রতি ঐ এলাকায় সেনাবাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে৷

স্থানীয় ও সামরিক সূত্রে এএফপি জানিয়েছে, সেনাসদস্যরা মঙ্গলবার কিয়াউক তান গ্রামে গিয়ে ১৫ থেকে ৫০ বছর বয়সি পুরুষদের ধরে নিয়ে একটি স্কুলে বন্দি করে রেখেছিল৷

তদন্তের স্বার্থে তাঁদের সেখানে রাখা হয় বলে জানিয়েছেন সেনা মুখপাত্র মিন তান৷ কিন্তু বৃহস্পতিবার সকালে একদল ব্যক্তি সেনাদের অস্ত্র লুট করতে চাইলে প্রথমে তাঁদের মৌখিকভাবে নিষিদ্ধ করা হয়, পরে সতর্ক করতে গুলি চালানো হয় বলে দাবি করেন তিনি৷ কিন্তু তাতেও কাজ না হওয়ায় তাঁদের ওপর গুলি চালানো হয় বলে জানিয়েছেন সেনা মুখপাত্র মিন তান৷

এদিকে স্থানীয় সাংসদ তিন মাউং উইন ঐ গ্রামে যেতে চাইলে সেনাবাহিনী তাঁকে সেখানে যেতে বাধা দেয় বলে জানিয়েছেন তিনি৷

তবে সেনা অভিযানের কারণে উত্তর রাখাইন থেকে পাওয়া তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব নয় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম৷

জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স)

১২ ডিসেম্বরের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ