1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাগ কমাতে যান ওসমানী উদ্যানে

৩ ফেব্রুয়ারি ২০১৮

আগামী ১২ থেকে ১৪ মাসের মধ্যে সেখানে একটি পার্ক গড়ে তোলার কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন৷ নগরবাসী তাঁদের রাগসহ বিভিন্ন চাপ কমাতে সেখানে যেতে পারবেন বলে জানিয়েছেন মেয়র সাঈদ খোকন৷

ওসমানী উদ্যান
ছবি: DW/M.M. Rahman

গত সপ্তাহান্তে ‘গোস্বা নিবারণী পার্ক' তৈরির কাজ উদ্বোধন করেন তিনি৷ মেয়র বলেন, একসময় গ্রামে নদীর ধারে একটি জায়গা থাকত, যেখানে রাগ কমানোর জন্য গ্রামবাসীরা যেতেন৷ ‘‘সেই ঐতিহ্য অনেক আগে চলে গেছে৷ শহুরে জীবনে অনেক চাপ আছে৷ ফলে শহরবাসীরা সহজেই ধৈর্য্য হারিয়ে মানসিক চাপে পড়তে পারেন'' বলেন তিনি৷ ‘‘আপনার যদি স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়, তাহলে এই পার্কে এসে আরাম করতে পারবেন,'' উদ্বোধনী অনু্ষ্ঠানে উপস্থিতদের উদ্দেশে বলেন মেয়র সাঈদ খোকন৷

প্রায় ৩৮ একর এলাকা জুড়ে পার্কটি গড়ে তোলা হচ্ছে৷ খরচ হবে ৭০ লক্ষ ডলার৷ পার্কে লেক ছাড়াও থাকবে খাবারের দোকান, গান শোনার ব্যবস্থা ও একটি বড় স্ক্রিনের টেলিভিশন৷

রাগ কমানোর পার্ক তৈরির কাজ শুরুর খবরে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে৷ এক দল এই সংবাদকে স্বাগত জানিয়েছেন৷ তবে অন্যদের আশঙ্কা, ভবিষ্যতে হয়ত এই পার্কের অবস্থা ঢাকার অন্য অনেক পার্কের মতো হতে পারে, যেখানে মাদকসেবী, যৌনকর্মী আর ছিঁচড়ে অপরাধীদের দৌরাত্ম থাকবে৷ ইফতেখার আলম ফেসবুকে লিখেছেন, ‘‘ভাল উদ্যোগ, যতক্ষণ পর্যন্ত না এটি যৌনকর্মী আর মাদকসেবীদের আস্তানা হয়ে ওঠে৷''

জেডএইচ/ডিজি (এএফপি, এপি)

এ বিষয়ে আপনার কিছু বলার থাকলে লিখুন নীচে মন্তব্যের ঘরে৷ 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ