1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাঙ্গামাটিতে নিহতের সংখ্যা বাড়ছে

১৮ মার্চ ২০১৯

রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকে বন্দুকধারীদের গুলিতে প্রিসাইডিং অফিসারসহ অন্তত সাতজন নিহত হয়েছেন৷ সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে৷

Symbolbild Waffe
প্রতীকী ছবিছবি: Colourbox/E. Bonzami

বাঘাইছড়ি-দিঘিনালা সড়কের নয় মাইল এলাকায় এ হামলা হয় বলে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বাঘাইছড়ি থানার ওসি মঞ্জুরুল আলম৷ নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে৷ তিনি শিজক মহাবিদ্যালয়ের শিক্ষক এবং প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল হান্নান৷ বাকিদের পরিচয় এখনো জানা যায়নি৷ বাঘাইছড়ির একটি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে নির্বাচনি সরঞ্জাম নিয়ে উপজেলা সদরে যাওয়ার পথে নয় মাইল এলাকায় তাঁদের ওপর অজ্ঞাত বন্দুকধারীরা গুলি চালায় বলে জানান পুলিশ কর্মকর্তা৷

ঘটনায় পুলিশ ও আনসার সদস্যসহ সাতজন আহত হয়েছে৷ আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে৷ 

এফএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দ্য ডেইলি স্টার)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ