1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজধানীতে তাণ্ডব পূর্ব পরিকল্পিত: পুলিশ

১৯ ডিসেম্বর ২০১১

রাজধানীতে রোববার দিনভর তাণ্ডবের ঘটনা পূর্ব পরিকল্পিত ছিল বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ৷ পুলিশ এই পরিকল্পনার সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেফতারের দাবি করেছে৷ তবে আটক কয়েকজন জানিয়েছেন তারা সাধারণ ছাত্র৷

ফাইল ফটোছবি: AP

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র এবং উপ কমিশনার মনিরুল ইসলাম ডয়চে ভেলেকে জানান, তাদের কাছে আগেই খবর ছিল একটি রাজনৈতিক দল রোববার রাজধানীতে তাণ্ডব চালাতে পারে৷ আর তারা সেজন্য প্রস্তুতও ছিলেন৷ সেকারণে তারা তাদের পুরো পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি৷ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে৷ আর শিগগিরই নাশকতার পুরো পরিকল্পনার তথ্য পাওয়া যাবে৷ যাদের নাম আসবে তাদের সবাইকেই আইনের আওতায় আনা হবে৷

এদিকে মতিঝিল থানা পুলিশ জানিয়েছে ককটেল বিস্ফোণের সঙ্গে জড়িত হাবিবুর রহমান নামে একজনকে গ্রেফতার করা হয়েছে৷ মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, যারা গত নভেম্বরে রাজধানীতে তাণ্ডব ও পুলিশের ওপর হামলা করছিল তারাই রোববাবের ঘটনার সঙ্গে জড়িত৷

তবে মতিঝিল থানায় আটক বেশ কয়েকজন দাবী করছেন তারা নিরীহ ছাত্র৷ তাদের রাস্তা থেকে ধরে আনা হয়েছে৷

এদিকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা অনুষ্ঠানে অভিযোগ করেছেন সরকারেরর মদদে রোববার মুক্তিযোদ্ধাদের ওপর হামলা হয়েছে৷

আর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এক সংবাদ সম্মেনে দাবী করেন এনপি-জামায়াত পূর্ব পরিকল্পিতভাবে তাণ্ডব চালিয়েছে৷

সন্ধ্যার রাজধানীর জীবন-যাত্রা স্বাভাবিক হয়ে আসে৷ রাতে পরবর্তী আন্দোলন কর্মসূচী নিয়ে খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠক হয় বিএনপির স্থায়ী কমিটির৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ