1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজধানীতে রোলার কোস্টার থেকে পড়ে গিয়ে শিশুর মৃত্যু

৩ মে ২০২২

ঈদের দিন ঢাকার শ্যামপুর ইকোপার্কে বেড়াতে গিয়ে রোলার কোস্টার থেকে নিচে পড়ে মারা গেছে এক শিশু৷ওই কোস্টারের কোনো কিছু ছিঁড়ে যায়নি বা যান্ত্রিক ক্রুটি ছিল না বলে দাবি পার্ক কর্তৃপক্ষের৷

প্রতীকী ছবিছবি: AP

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির এএসআই আব্দুল খান ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর আড়াইটার দিকে পথচারী ও নিহতের মামা সাইফ দশ বছর বয়সি রাব্বিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷

সাইফ পুলিশকে জানায় রাব্বি ও কয়েকজন সমবয়সী বন্ধু মিলে ইকো পার্কে যায়৷ সেখানে দুপুর দেড়টার দিকে রোলার কোস্টার থেকে রাব্বি পড়ে যায়৷

শ্যামপুর ইকোপার্ক তত্ত্বাবধনা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ৷ সংস্থার উপ পরিচালক মোবারক হোসেন মজুমদার বলেন, রোলার কোস্টার প্লেনের মত এবং চালু করার আগে যারা এতে ওঠে তাদের বেল্ট দিয়ে আটকে রাখা হয়৷ কিন্তু ওই শিশু রোলার কোস্টার চলার সময় বেল্ট খুলে দাঁড়াতে গিয়ে নিচে পড়ে আহত হয়েছিল৷  ওই কোস্টারের কোনো কিছু ছিঁড়ে যায়নি বা যান্ত্রিক ক্রুটি ছিল না বলে দাবি করেন তিনি৷

এএসআই আব্দুল খান বলেন, নিহতের শরীরে বাইরে থেকে কোনো জখম দেখা যায়নি৷ রাব্বি স্থানীয় একটি স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ত৷ গেন্ডারিয়া এলাকার ঝুনু মিয়ার ছেলে নিহত রাব্বি৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ