1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজধানীর মালিবাগ এসবি অফিসে আগুন

৮ সেপ্টেম্বর ২০২২

ঢাকার মালিবাগে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে৷ আগুন খুব বেশি ছড়ানোর আগেই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে৷

প্রতীকী ছবিছবি: Mohammad Ponir Hossain/REUTERS

বৃহস্পতিবার সকাল ১০টা ৩৫ মিনিটে এসবির কন্ট্রোল রুম থেকে আগুনের সূত্রপাত হয়৷ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক৷
তিনি ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুন লাগার পর ভবনের ওই অংশ ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়৷ তবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি৷
এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ