ঢাকার মালিবাগে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে৷ আগুন খুব বেশি ছড়ানোর আগেই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে৷
বিজ্ঞাপন
বৃহস্পতিবার সকাল ১০টা ৩৫ মিনিটে এসবির কন্ট্রোল রুম থেকে আগুনের সূত্রপাত হয়৷ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক৷
তিনি ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুন লাগার পর ভবনের ওই অংশ ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়৷ তবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি৷
এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
সীতাকুণ্ডের অগ্নিকাণ্ড: এখনো জ্বলছে আগুন
সীতাকুণ্ডের কনটেইনার ডিপোয় ভয়াবহ আগুন ও বিস্ফোরণে শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৯ জন নিহত হয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম হাসান সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ছবি: AFP
আগুনের সূত্রপাত
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও আগুন লাগে শনিবার রাতে। বিস্ফোরণের পর ডিপোতে আগুন ধরে যায়। আগুন এখনো জ্বলছে। কিছুক্ষণ পরপর বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এই ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের দুই কর্মীসহ অন্তত ৪৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
ছবি: AFP
আহত যারা
হাসপাতালে ৭০ জন চিকিৎসাধীন। এর মধ্যে ৪ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। বিস্ফোরণে আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ। হতাহতদের মধ্যে ডিপোর শ্রমিকের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যও রয়েছেন।
ছবি: AFP
আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী
আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। এ অবস্থায় অভিযানে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। সেনাবাহিনীর ১৫০ থেকে ২০০ সদস্য অভিযানে অংশ নিচ্ছেন।
ছবি: AFP
তদন্ত কমিটি
আগুনের সূত্রপাত কীভাবে হলো, তা এখনো জানা যায়নি বলে জানান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন। তিনি বলেন, ঘটনা তদন্তে ৯ সদস্যের একটি কমিটি করা হবে। কমিটিকে চার থেকে পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হবে।
ছবি: REUTERS
ফায়ার সার্ভিসের কর্মী নিহত
পানি দিয়ে সব কেমিক্যালের আগুন নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ কারণে আগুন নিয়ন্ত্রণে সময় লাগছে। এ পর্যন্ত ফায়ার সার্ভিসের ৯ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন৷
ছবি: AFP
কী ধরনের রাসায়নিক আছে?
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ‘হাইড্রোজেন পারক্সাইড’ নামের বিপুল পরিমাণ রাসায়নিক রয়েছে। ফায়ার সার্ভিস ও ডিপোর কর্মীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। হাইড্রোজেন পারক্সাইড একটি রাসায়নিক যৌগ। এটি যদি উত্তপ্ত করা হয়, তাহলে তাপীয় বিয়োজনে হাইড্রোজেন পারক্সাইড বিস্ফোরক হিসেবে আচরণ করে।
ছবি: AFP
প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শোক
বাসস জানায়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্নিকাণ্ডে হতাহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তাঁরা। আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদানের জন্য নির্দেশনা দেন।