1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজধানীর রাস্তায় স্ত্রীকে খুন

৫ আগস্ট ২০২২

ঢাকা মিরপুরের এক রাস্তায় ‘দাম্পত্য কলহের জের ধরে' এক ব্যক্তি তার স্ত্রীকে ছুরি মেরে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ৷ স্বামী আবদুল হান্নান গ্রেপ্তার৷

প্রতীকী ছবিছবি: bilderbox

সাথী আক্তার নামে ২৪ বছর বয়সি ওই নারীকে স্থানীয়রা বৃহস্পতিবার রাতে রক্তাক্ত অবস্থায় মিরপুরের ইসলামিয়া হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷ পুলিশ তার স্বামী আবদুল হান্নানকে গ্রেপ্তার করে৷

পল্লবী থানার এসআই মো. জিয়াউর রহমান ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই দম্পতির বাড়ি বাগেরহাটে, তারা সেখানেই থাকেন৷ তিনদিন আগে স্বামীর সঙ্গে রাগে করে ঢাকায় চলে আসেন সাথী, ওঠেন মিরপুর ৭ নম্বরের একটি বাসায়৷

 ‘‘আবদুল হান্নানও তার খোঁজে ঢাকায় আসেন৷ রাতে মিরপুর-৭ নম্বরের রাস্তায় সাথীর সঙ্গে তার দেখা হয়৷ কথা কাটাকাটি এক পর্যায়ে হান্নান উপর্যুপরি ছুরি মারেন সাথীকে৷’’এসআই জিয়া বলেন, ছুরি হান্নানের সঙ্গে ছিল৷ পথচারীরা সাথীকে হাসপাতালে নিয়ে গেলেও তার আগেই তার মৃত্যু হয়৷

সাথীর মৃতদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মার্গে পাঠানো হয়েছে৷ গ্রামের বাড়িতে সাথীর একটি ছেলে রয়েছে বলে এসআই মো. জিয়াউর রহমান জানান৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)  

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ