1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজনীতিকদের বিলাসব্যসনে ক্ষুব্ধ ইটালির মানুষ

২২ জুলাই ২০১১

ইউরোপের যে-দেশটিকে গ্রিসের মত তীব্র সংকট এড়াতে কঠোর ব্যয়সংকোচ পদক্ষেপ গ্রহণ করতে হয়েছে, সেই ইটালির রাজনীতিকরাই নানা দিক থেকে অর্থ পান, পান বিশেষ সব সুবিধা৷ আর এতে ঐ দেশের বহু মানুষই ক্ষুব্ধ৷

ইটালির সংসদে রাজনীতিবিদরাছবি: AP

ইটালির এক রুষ্ট ব্লগার নিজের ক্রোধ প্রকাশ করে লিখেছেন, ইটালির নির্বাচিত প্রতিনিধিরা সারা বিশ্বের রাজনীতিকদের মধ্যে শুধু যে সবচেয়ে বেশি আয় করেন তাই নয়, তারা সবচেয়ে বড় প্রতারকদের কাতারেও পড়েন৷ এই ব্লগার নিজের নাম দিয়েছেন ‘‘স্পাইডার ট্রুম্যান''৷

এই ব্লগার লিখেছেন যে ইটালির সংসদে ১৫ বছর কাজ করার পর তাঁর চাকরি গেছে৷ এখন তিনি সোশাল মিডিয়া নেটওয়ার্ক ফেসবুক মারফত সেই সব বিশেষ সুবিধাগুলোর কথা ফাঁস করে দিচ্ছেন যেগুলো কিনা ইটালির রাজনৈতিক শ্রেণি অম্লান বদনে ভোগ করে থাকে৷

কী সেই সুবিধাগুলো? ইটালির রাজনীতিকরা জাতীয় বিমান সংস্থার ফ্রি টিকিট পান নিজেদের জন্য এবং বন্ধুদের জন্য৷ রাজনৈতিক সমর্থকদের ড্রাইভার সহ গাড়ি ব্যবহার করতে দেন৷ টাকা দেয় গৌরী সেন অর্থাৎ রাষ্ট্র৷ ফোনের বিল আর গাড়ি তারা পান ডিসকাউন্ট রেটে৷ সরকারি পয়সায় বডিগার্ড পাওয়ার জন্য অনেকে প্রাণনাশের মিথ্যে খবর দেন৷ ট্যাক্স কাটার পর তাদের মাসিক বেতন দাঁড়ায় ১২ হাজার ইউরো৷ ডলারের হিসেবে ১৭ হাজার৷ এই অঙ্ক ইউরোপে রাজনীতিকদের গড় বেতনের দ্বিগুনেরও বেশি৷

ব্লগার ‘‘স্পাইডার ট্রুম্যান''এর মতই লেখক সার্জো রিজ্জো ইটালির রাজনীতিকদের মাত্রাধিক সুবিধা ভোগ করার নানা তথ্য দিয়ে বই লিখেছেন৷ নাম ‘লা কাস্টা'৷ বেস্টসেলার এই গ্রন্থে তিনি লিখেছেন, ইটালির রাজনৈতিক শ্রেণি আয়তনে এবং বিশেষ সুবিধার দিক থেকে ফুলে ফেঁপে উঠেছে৷ রিজ্জো বলছেন: ‘‘সাংসদদের সংখ্যাই শুধু সমস্যা নয়৷ পার্লামেন্টে যারা কাজ করেন, তাদের খাতে গড় ব্যয়ভারটাও সমস্যা৷ ইটালির সেনেট সভায় কাজ করেন প্রায় ১ হাজার কর্মী৷ প্রতি বছর তাদের জন্য খরচ হয় প্রায় এক লাখ ত্রিশ হাজার ইউরো৷''

এই বৈষম্যের দিকে দৃষ্টি আকর্ষণ করার ফলে ‘‘স্পাইডার ট্রুম্যান''এর ব্লগ দারুণ হিট করেছে৷ অনুরাগীদের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখের মত৷ ইটালির রাজনীতিকদের বিলাসব্যসনে জীবনযাপনের রীতি আর সহ্য করতে চায়না সাধারণ মানুষ৷ দুর্নীতি দমন অভিযানের আওতায় মাঝে মাঝে ধরপাকড় চলে৷ কিন্তু সংস্কারের কোন বড় ধরনের পদক্ষেপ নেয়া হয়না৷ পর্যবেক্ষকরা মনে করেন, প্রবল অর্থ আর অর্থনৈতিক সংকটের মুখে সংস্কার ছাড়া কোন বিকল্প নেই৷

প্রতিবেদন: আব্দুল্লাহ আল-ফারূক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ