1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজনীতিকে ‘না' বলতে হবে!

২০ মে ২০১৬

বাংলাদেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে৷ ‬তাই ডয়চে ভেলে এই ইস্যুটাকে ‘আলাপ'-এর এবারের বিষয় নির্বাচন করে৷ ডয়চে ভেলের ফেসবুক পাতায় অনেক পাঠক বন্ধু নিরাপত্তাহীনতার জন্য দেশের রাজনীতিক দলগুলোকেই দায়ী করেছেন৷

খালেদা জিয়া এবং শেখ হাসিনা
ছবি: Getty Images/AFP/FARJANA K. GODHULY

বাংলাদেশে চলছে ধর্মের রাজনীতি, ধর্মকে কাজে লাগিয়ে রাজনীতিকরা ফায়দা লুটতে চায়৷ এমনটাই লিখেছেন পাঠক রুহুল আমিন কনক৷ ‘‘বাংলাদেশে ৯০ শতাংশেরও বেশি লোক মুসলিম, মুসলিমরা ধর্মের প্রতি দুর্বল আর এই সুযোগটাই কাজে লাগাতে চায় আমাদের দেশের রাজনীতিবিদরা৷ আসলে এরা মানুষকে বোঝাতে চায় যে, এদের দল মুসলিমদের খুব ভালোবাসে৷ বলতে পারেন, সাধারণ মানুষকে ভুলিয়ে-ভালিয়ে চেয়ারটা দখল করার রাজনৈতিক কৌশল৷''

মোহাম্মদ মুন্নার মন্তব্য, ‘‘আওয়ামী লীগ ধর্মকে ব্যবহার করে তাদের স্বার্থের সুযোগ বুঝে আর বিএনপি ইসলামি দলগুলোকে নিয়ে রাজনীতি করতে চায়৷''

‘‘সব দলই ইসলামকে ব্যবহার করে৷ কিন্তু পরে ক্ষমতায় না যেতে পারলে জঙ্গিদের সাহায্য নেয়৷ এটাই বাংলাদেশের রাজনীতি৷'' এ মন্তব্য বন্ধু শাকিলের৷

অন্যদিকে আবুল বাশার তালুকদার বাংলাদেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতি এবং নিরপত্তহীনতার কারণ হিসেবে বিএনপিকেই দোষারোপ করছেন৷ তাঁর মতে, ‘‘আওয়ামী লীগ কিন্তু বিএনপি-জামাতের মতো ইসলামকে ক্ষমতায় যাওয়ার হাতিয়ার মনে করে ব্যবহার করে না৷ তবে বিএনপি ও তাদের বন্ধুরা ইসলাম ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়৷''

‘‘সব কিছুর মূলেই যে ক্ষমতা তা বুঝতে কারোই কষ্ট হয় না৷'' এই মন্তব্য সুমন ফেরদৌসের৷

কোনো স্বাধীন দেশে যদি গণতন্ত্রের চর্চা না থাকে এবং অন্যমতের প্রতি শ্রদ্ধাবোধ ধ্বংস হয়ে যায়, তাহলে স্বাভাবিকভাবেই সেদেশে নিরাপত্তা থাকবে না৷ এমনটাই মনে করেন ডয়চে ভেলের পাঠক মির্জা হোসেন৷

‘‘ক্ষমতা কুক্ষিগত রাখতে উভয় দল একই নীতি অবলম্বন করে থাকে৷'' লিখেছেন মজিবর রহমান৷

‘‘রাজনীতিকে ‘না' বলার সময় আসছে৷'' বলে মনে করেন পাঠকবন্ধু ফারুক আলম৷

সংকলন: নুরুন নাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ