রজনীকান্ত পারেন না এমন কিছু নেই৷ শুধু দক্ষিণে নয়, আসমুদ্রহিমাচল ফিল্ম পাগল ভারতীয়দের কাছে রজনীকান্ত একজন অভিনেতা নন, ‘কাল্ট ফিগার'৷ ফলে রজনীকান্ত যখন রাজনীতিতে আসার কথা ঘোষণা করেন, তখন আলোড়ন তৈরি হয় দেশ জুড়ে৷
বিজ্ঞাপন
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল রজনীকান্ত রাজনীতিতে আসবেন৷ অবশেষে তিনি নিজেই ঘোষণা করেছেন সে কথা৷ জানিয়েছেন, আলাদা রাজনৈতিক দল তৈরির পরিকল্পনা রয়েছে তাঁর৷ রজনীকান্তের ঘোষণা শোনার জন্য তাঁর বাড়ির বাইরে অপেক্ষায় ছিলেন সাংবাদিক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই৷ রজনীকান্তের কথা শোনার অপেক্ষায় ছিলেন দেশের রাজনীতিবিদ এবং চিত্র তারকারাও৷ অমিতাভ বচ্চন টুইটে জানিয়েছেন, ‘‘আমার বন্ধু, আমার সহকর্মী এবং একজন গুরুত্বপূর্ণ মানুষ, রজনীকান্ত রাজনীতিতে আসার কথা ঘোষণা করেছেন৷ শুভেচ্ছা৷''
তবে ডিএমকে কিংবা এআইডিএমকে-র মতো তামিলনাডুর মূলস্রোতের রাজনৈতিক দলগুলি এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি৷ ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদীর সঙ্গে বেশ কয়েকবার দেখা করেছেন রজনীকান্ত৷ মোদীর প্রশংসাও করেছেন৷ কিন্তু তাঁর ঘোষণা নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি মোদী কিংবা তাঁর দল বিজেপি৷
৬৭ বছরের রজনীকান্ত বলেছেন, সময়ের প্রয়োজনেই তিনি রাজনীতিতে আসছেন৷ তাঁর মন্তব্য, রাজনৈতিক ক্ষমতা কিংবা আসনের জন্য তিনি রাজনীতিতে আসছেন না৷ টাকারও প্রয়োজন নেই তাঁর৷ কেবলমাত্র রাজনীতির জন্যই রাজনীতির মঞ্চে আসছেন তিনি৷ তাঁর ধারণা, ভারতীয় রাজনীতির বর্তমান চেহারা দেখে সারা বিশ্ব হাসাহাসি করছে৷ সিস্টেমের বদল দরকার৷ রাজনৈতিক সংস্কৃতির বদল দরকার৷ সেই কাজটিই করতে চান তিনি৷
বলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা
ওরম্যাক্স মিডিয়া ২০২২ সালের ডিসেম্বরের প্রকাশ করেছে বলিউডের সবচেয়ে জনপ্রিয় পুরুষ তারকাদের তালিকা। তালিকায় স্থান পেয়েছেন ১০ তারকা৷ কারা আছেন এই তালিকায় জেনে নিন ছবিঘরে৷
‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত বলিউড তারকা আমির খান আছেন নবম অবস্থানে৷
ছবি: Punit Paranjpe/AFP/Getty Images
কার্তিক আরেয়ান
‘ভুলভুলাইয়া ২’ অভিনেতা কার্তিক আরেয়ান জনপ্রিয় তালিকায় ১০ নম্বরে আছেন৷
ছবি: Arno Burgi dpa/lbn
10 ছবি1 | 10
একজন বাস কনডাক্টরের কাজ দিয়ে জীবন শুরু করেছিলেন রজনীকান্ত৷ তিন বছর কনডাক্টরের কাজ করার পর অভিনয় স্কুলে যোগ দেন৷ পরবর্তী ইতিহাস এখন মিথ৷ তাঁর মুকুটে এখন ১৭৫টিরও বেশি হিট ফিল্মের পালক৷ ১৯৭৫ সাল থেকে তামিল এবং তেলেগু ভাষায় একের পর এক হিট ফিল্মের রেকর্ড তৈরি করেছেন৷ রজনীকান্তের ছবি মুক্তি পাওয়ার বহু আগে থেকে দক্ষিণ ভারতের রাস্তা ভরে যায় তাঁর ‘কাট আউট'-এ৷ কাট আউটের মাথায় দুধ ঢেলে তাঁকে পুজো করেন অগণিত ভক্ত৷
বিশেষজ্ঞেরা মনে করছেন, একদম ঠিক সময়ে দক্ষিণী রাজনীতিতে আসার পরিকল্পনা করেছেন রজনীকান্ত৷ কারণ জয়ললিতার মৃত্যুর পর দক্ষিণী রাজনীতিতে একটা বড় শূন্যস্থান তৈরি হয়েছে৷ রুপোলি জগতের প্রবল জনপ্রিয়তা ব্যবহার করে রাজনৈতিক জগতের সেই শূন্যস্থান পূর্ণ করতেই পারেন রজনীকান্ত৷
এই অভিনেতা-অভিনেত্রীদের প্রথম উপার্জন কত?
বলিউডে বর্তমান অভিনেতা-অভিনেত্রীরা এক একটি চলচ্চিত্রের জন্য কয়েক কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন৷ কিন্তু শুরুতে এদের প্রত্যেককে অনেক সংগ্রাম করতে হয়েছে৷ জানেন, তাঁদের প্রথম উপার্জন কত ছিল? জেনে নিন ছবিঘরে...
ছবি: picture-alliance/Dinodia Photo Library
অমিতাভ বচ্চন
বলিউডের শাহেনশাহ খ্যাত অমিতাভ বচ্চন কর্মজীবন শুরু করেছিলেন একটি জাহাজ কোম্পানিতে৷ সেখানে মাসে তাঁর বেতন ছিল ৫০০ রূপি৷
ছবি: Mskadu
সালমান খান
বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা সালমান খানের জীবনে প্রথম উপার্জন একটি স্টেজ শো থেকে৷ সেখানে নেচে তিনি পেয়েছিলেন ৭৫ রূপি৷
ছবি: Getty Images/AFP
ইরফান খান
বলিউড অভিনেতা ইরফান খান হলিউডেও বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করে সুনাম অর্জন করেছেন৷ তবে এ পর্যন্ত আসতে তাঁকে অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়েছে৷ তাঁর প্রথম উপার্জন ছাত্র পড়ানোর মাধ্যমে, যেখানে তিনি পেতেন মাসে ২৫ রূপি৷
ছবি: STRDEL/AFP/Getty Images
কালকি কোচলিন
কালকি কোচলিন তাঁর সাহসী চরিত্রের জন বলিউডে বেশ সুনাম অর্জন করেছেন৷ তাঁর কর্মজীবনের শুরুটা একটি ক্যাফেতে ওয়েটার হিসেবে৷ সেখানে তিনি দিনে পেতেন ৪০ পাউন্ড৷
ছবি: Getty Images/AFP/S. Hussain
ধর্মেন্দ্র
ধর্মেন্দ্র বলিউড ইতিহাসের অন্যতম সুদর্শন অভিনেতা৷ তাঁর কর্মজীবনের শুরুটাও অভিনয় দিয়েই৷ তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র ‘দিল ভি তেরা, হাম ভি তেরে’, যেখানে অভিনয় করে তিনি ৫১ রূপি পারিশ্রমিক পেয়েছিলেন৷
ছবি: AP
রণদীপ হুদা
রণদীপ হুদা’র কর্মজীবন শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার এক রেস্তোরাঁয়৷ সেখানে ওয়েটার হিসেবে কাজ করে প্রতি ঘণ্টায় ৮ ডলার করে পেতেন তিনি৷
ছবি: Getty Images/AFP
শাহরুখ খান
বলিউডের বাদশাহ শাহরুখ খান বিশ্বের অন্যতম শীর্ষ আয়ের অভিনেতা৷ তাঁর প্রথম উপার্জনেও রয়েছে নাটকীয়তা৷ ট্রেনে এক ব্যক্তির জন্য আসন সংরক্ষণ করে ৫০ রূপি পেয়েছিলেন তিনি৷
ছবি: picture-alliance/Dinodia Photo Library
সোনম কাপুর
অভিনেতা অনিল কাপুরের মেয়ে সোনম কাপুরও বর্তমানে বলিউডে ভালো অবস্থান তৈরি করেছেন৷ তবে তার কাজের শুরুটা সহকারী পরিচালক হিসেবে৷ এজন্য প্রতি মাসে তাঁর আয় ছিল ৩ হাজার রূপি৷
ছবি: Getty Images/AFP/L. Venance
ঋত্বিক রওশন
রাকেশ রওশনের ছেলে হিসেবে ছোটবেলা থেকেই বলিউডের সাথে ঋত্বিকের সম্পর্ক৷ সেই সুবাদে তাঁর প্রথম অভিনয় শিশু শিল্পী হিসেবে এবং সেজন্য ১০০ রূপি পারিশ্রমিক পেয়েছিলেন তিনি৷
ছবি: Imago/Zuma Press
আমির খান
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা আমির খানের কর্মজীবনের শুরুটা ছিল চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে৷ একটি চলচ্চিত্রে কাজ করে সেজন্য ১ হাজার রূপি পারিশ্রমিক পেয়েছিলেন তিনি৷
ছবি: 2008 Aamir Khan Productions
নাসিরউদ্দীন শাহ
‘দাহ সংস্কার’ চলচ্চিত্রে একটি দৃশ্যে কেবল দাঁড়িয়েছিলেন তিনি৷ সেটাই তাঁর প্রথম চলচ্চিত্র৷ আর ঐ দাঁড়িয়ে থাকার জন্য পেয়েছিলেন সাড়ে ৭ রূপি৷
ছবি: AP
ইমরান হাশমি
বলিউড অভিনেতা ইমরান হামশির কর্মজীবনের শুরুটা বিজ্ঞাপনের মাধ্যমে৷ গুড নাইট মশার কয়েলের বিজ্ঞাপনে কাজ করে আড়াই হাজার রূপি আয় করেছিলেন তিনি৷
ছবি: Getty Images/A. Rentz
12 ছবি1 | 12
ভারতীয় রাজনীতিতে অতীতেও বহু চিত্র তারকা যোগ দিয়েছেন৷ বিশেষত দক্ষিণ ভারতে৷ এম করুণানিধি থেকে শুরু করে জয়ললিতা, সকলেই একসময় রুপোলি জগতের তারকা ছিলেন৷ বিশিষ্ট সাংস্কৃতিক সাংবাদিক সদানন্দ মেননের মতে, ১৯৬৭ থেকে ১৯৯০ সালের মধ্যে এই ট্রেন্ড সবচেয়ে বেশি লক্ষ করা গিয়েছিল৷ রুপোলি জগতের গ্ল্যামার ব্যবহার করে রাজনৈতিক জনপ্রিয়তা তৈরি করতেন অনেকেই৷ ফিল্ম সমালোচক শুভ্রা গুপ্ত ডয়চে ভেলেকে জানিয়েছেন, তামিলনাডুর মানসিকতাতেই বিষয়টি ঢুকে গিয়েছে৷
তবে শুধু তামিলনাডু নয়, ভারতের অন্যান্য রাজ্যেও একইরকম ঘটনা ঘটেছে৷ বিশেষত দক্ষিণ ভারতে৷ অন্ধ্রপ্রদেশ, কর্নাটকের বহু তারকা রাজনীতিতে যোগ দিয়েছেন৷ অন্ধ্রপ্রদেশের বিশিষ্ট অভিনেতা নন্দামুরি তারক রামা রাও (এনটিআর) ‘তেলেগু দেশম পার্টি' তৈরি করেছিলেন৷ অন্ধ্রপ্রদেশে তিনদফায় মুখ্যমন্ত্রীও ছিলেন তিনি৷
খেলার অঙ্গন থেকে রাজনীতিতে
এমন ঘটনা কিন্তু নতুন নয়৷ খেলোয়াড় থেকে রাজনীতিবিদ হিসেবেও সফল– এমন দৃষ্টান্ত অনেক আছে৷ দেখুন...
ছবি: picture alliance/dpa/B. von Jutrczenka
জর্জ উইয়াহ: গণদাবির মুখে আবার রাজনীতিতে
লাইবেরিয়ার ফুটবলার হয়েও সেই ১৯৯৫ সালে ফিফা বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন উইয়াহ৷ ফুটবলকে বিদায় জানানোর কিছুদিনের মধ্যেই নাম লেখান রাজনীতিতে৷ ২০০৫ এবং ২০১১ সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন৷ কিন্তু দু’বারই হেরে যান৷ গণদাবির মুখে আবারও প্রার্থী হন ক্লাব ফুটবলের এই সাবেক বিশ্বতারকা৷ হয়ে যান প্রেসিডেন্ট৷
ছবি: picture-alliance/dpa/A. Jallanzo
ভিতালি ক্লিচকভ: বক্সার থেকে মেয়র
ভ্লাদিমির ক্লিচকভের মতো তাঁর ভাই ভিতালিও ছিলেন ইউক্রেনের হেভিওয়েট বক্সার৷ তবে প্রায় এক দশক ধরে তিনি রাজনীতিবিদ৷ কিয়েভের মেয়র হয়েছেন তিনি ২০১৪ সালে৷
ছবি: picture alliance/dpa/B. von Jutrczenka
মানি পাকিইয়াও: ফিলিপাইন্সের ভবিষ্যৎ নেতা?
তিনিও সাবেক তারকা বক্সার৷ বক্সিং গ্লাভস তুলে রাখার পর থেকে তিনিও রাজনীতিতে সক্রিয়৷ ফিলিপাইন্সের প্রেসিডেন্ট দুতার্তের ঘোর সমর্থক তিনি৷ রাজনীতিবিদ হিসেবে সাফল্যের সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সম্ভাবনা প্রবল৷ ইতিমধ্যে স্বয়ং দুতার্তে একাধিকবার বলেছেন, তাঁর উত্তরসূরি হিসেবে পাকিইয়াওকে দেখতে চান তিনি৷
ছবি: Getty Images/M.Dejeto
ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো সেই রোমারিও
১৯৯৪ সালে ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়েছিলেন তিনি৷ পেলে আর রোনাল্ডো ছাড়া ব্রাজিলের বাকি সব ফুটবলারের চেয়ে দেশের হয়ে তাঁর গোল এখনো সবচেয়ে বেশি৷ ফুটবলের মতো তিনিও রাজনীতিতে সফল৷ সাবেক প্রেসিডেন্ট দিলমা রুসেফ-এর সোশ্যালিস্ট পার্টির একনিষ্ঠ কর্মী তিনি৷ রিও ডি জানেরোর সেনেটর তিনি৷
ছবি: Getty Images/E.Sa
আর্নল্ড শোয়ার্ৎসেনেগার: দ্য টার্মিনেটর
হ্যাঁ, শোয়ার্ৎসেনেগার হলিউডের সুপারহিট মুভি ‘দ্য টার্মিনেটর’-এর নায়ক হিসেবেই বেশি পরিচিত৷ পরবর্তী জীবনে যে তিনি ক্যালিফোর্নিয়ার মেয়র হয়েছিলেন তা-ও অনেকের জানা৷ কিন্তু শোয়ার্ৎসেনেগার যে বডিবিল্ডার হিসেবে মাত্র ২৩ বছর বয়সে ‘মিস্টার অলিম্পিয়া’ হয়েছিলেন, সেটা কি জানেন?
ছবি: picture-alliance/dpa
বিল ব্র্যাডলি: এনবিএ-র চেয়েও যেন রাজনীতিতে সফল
এনবিএ-র ‘হল অফ ফেম’-এ নাম আছে তাঁর৷ ছিলেন নিউ ইয়র্ক নিক দলের গুরুত্বপূর্ণ সদস্য৷ রাজনীতিতে যোগ দেয়ার পরও সাফল্য পিছু নেয়৷ ডেমোক্র্যাট দলের হয়ে নির্বাচন জিতে প্রায় দু দশক ছিলেন নিউ জার্সির মেয়রের দায়িত্বে৷ ২০০০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলের মনোনয়নও চেয়েছিলেন তিনি৷
ছবি: Getty Images/P.Newcomb
সেবাস্টিয়ান কো: অলিম্পিক সোনাজয়ী থেকে....
১৯৮০-র অলিম্পিকে ব্রিটেনের হয়ে ১৫০০ মিটার দৌড়ের সোনা জিতেছিলেন সেবাস্টিয়ান কো৷ রাজনীতিতে নাম লিখিয়ে সেই ১৯৯২ সালেই হয়েছিলেন সংসদ সদস্য৷ ব্রিটেনের উচ্চ কক্ষের ‘লর্ড’ হয়েছেন ২০০০ সালে৷ তাঁর সাম্প্রতিক সাফল্য অবশ্য ক্রীড়ঙ্গনেই৷ ২০১২ সালের লন্ডন অলিম্পিক আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সেবাস্টিয়ান কো এখন আন্তর্জাতিক অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি৷
ছবি: Getty Images/S. Powell
জেরাল্ড ফোর্ড: কলেজ ফুটবলার থেকে প্রেসিডেন্ট
রিচার্ড নিক্সন পদত্যাগ করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন জেরাল্ড ফোর্ড৷ খেলাধুলার সঙ্গে তাঁরও একটা যোগাযোগ ছিল৷ ১৯৩২ থেকে ১৯৩৪ পর্যন্ত ইউনিভার্সিটি অফ মিশিগানের কলেজ ফুটবল দলে ছিলেন তিনি৷
ছবি: Public Domain/Gerald R. Ford Library
ইমরান খান: ক্রিকেটার থেকে প্রধানমন্ত্রী
ক্রিকেটের ভালো অনুসারীরা ইমরান খানকে অবশ্যই চেনেন৷ পাকিস্তানের সাবেক অধিনায়ক, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার – এ সবের বাইরেও যে পরিচয়টি বড় হয়ে উঠেছে তা হলো, ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের অধিনায়ক ছিলেন তিনি৷ ক্রিকেট ছাড়ার পরই গড়ে তোলেন ‘তেহরিক-ই ইনসাফ’৷ এ দলের নেতা হিসেবে পাকিস্তানের রাজনীতিতে পরিবর্তন আনার চেষ্টা শুরু করেছেন সে-ও অনেক দিনের কথা৷
ছবি: DW/S. Khan Tareen
9 ছবি1 | 9
থিয়েটার দিয়ে জীবন শুরু করেছিলেন এনটিআর৷ পরে ফিল্মে আসেন৷ তেলেগু ছবিতে হিন্দু দেবতাদের চরিত্রে অভিনয় করে অন্ধ্রের মানুষের মন জয় করেছিলেন তিনি৷ ফিল্ম ঐতিহাসিক অনবুমানির মতে, দক্ষিণী ছবি বরাবরই জনপ্রিয়তা তৈরির যন্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছে৷ স্ক্রিনে জনপ্রিয়তা তৈরি করে তারকারা রাজনীতিতে তা ব্যবহার করেছেন৷
তবে শুধু দক্ষিণ নয়, মুম্বইয়ের তারকারাও বিভিন্ন সময়ে রাজনীতিতে এসেছেন৷ সুনীল দত্ত থেকে অমিতাভ বচ্চন, গোবিন্দ থেকে স্মৃতি ইরানি, সকলেই রাজনীতিতে যোগ দিয়েছেন বিভিন্ন সময়ে৷ কিন্তু দক্ষিণের মতো তাঁরা সকলেই রাজনীতিতে জনপ্রিয় হননি৷ অমিতাভ বচ্চনের মতো জনপ্রিয় অভিনেতা রাজনীতি থেকে সরেও গিয়েছেন৷ আবার স্মৃতি ইরানি জয় করেছেন রাজনৈতিক জনপ্রিয়তা৷