1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজনীতিবিদদের অ্যাকাউন্ট হ্যাকিং

৭ জানুয়ারি ২০১৯

জার্মানির রাজনীতিবিদদের অ্যাকাউন্ট হ্যাক করে গোপন তথ্য ফাঁসের অভিযোগ তদন্তে ১৯ বছর বয়সি এক জার্মানের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ৷ জিজ্ঞাসাবাদের মুখে জার্মান যুবক জানিয়েছেন, ঐ হ্যাকারের সাথে তাঁর যোগাযোগ ছিল৷

Illustration - Computer - Cyberkriminalität
ছবি: Reuters/K. Pempel

জার্মানির কেন্দ্রীয় রাজনীতিবিদ ও বিভিন্ন দলের গোপন তথ্য ফাঁস হওয়া নিয়ে বার্লিনভিত্তিক রাষ্ট্রীয় গণমাধ্যম আরবিবি ইনফোরেডিও শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করে৷ এরপর রবিবার রাতে ঐ যুবকের অ্যাপার্টমেন্ট, ময়লা ফেলার জায়গা এবং ব্যবহৃত প্রযুক্তিগত সব উপকরণ ও সরঞ্জাম ভালো করে পর্যবেক্ষণ করেন কেন্দ্রীয় ক্রিমিনাল পুলিশ অফিসের কর্মকর্তারা৷

এআরডি'র রেডিও প্রতিবেদনে বলা হয়েছে, ঐ যুবকের নাম ইয়ান এস৷ তাঁকে পুলিশ কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে বলেও জানানো হয় প্রতিবেদনে৷ তাঁকে এই ঘটনার সাক্ষী করা হতে পারে৷ হ্যাকারটি ‘অরবিট' নামে পরিচিত বলে জানিয়েছেন তিনি৷

যেসব রাজনীতিবিদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে, তাঁদের মধ্যে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার অন্যতম৷

আজ কোনো এক সময় পুলিশ ও তদন্ত কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সেহোফার৷

'Democracies are very vulnerable'

06:36

This browser does not support the video element.

ইয়ান কাজ করেন আইটি বিভাগে৷ এই ঘটনাটি সম্পর্কে তিনি বেশ কিছু  তথ্য তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন৷ জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, এসব তথ্য তাঁকে ঐ হ্যাকার দিয়েছিল৷ তথ্যগুলো প্রকাশ হওয়ার পরই হ্যাকার তার সাথে যোগাযোগ করে জানিয়েছিল, সে তার কম্পিউটার নষ্ট করে ফেলবে, যাতে তথ্যগুলো কে হ্যাক করেছে তা কেউ জানতে না পারে৷

রবিবার সন্ধ্যায় ইয়ান হ্যাকার ‘অরবিটের' সঙ্গে তাঁর ই-মেইল কথোপকথোনের স্ক্রিনশট পোস্ট করেন৷ সেখানে কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম নষ্ট করে ফেলার কথা বলা হয়েছে৷ তবে হ্যাকার তার অ্যাকাউন্টটি ‘ডিলিট' করে ফেলেছে বলে জানান ইয়ান৷ তবে তদন্ত কর্মকর্তাদের সন্দেহ ইয়ানই হ্যাকার৷

এপিবি/এসিবি (এপি, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ