1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজনীতিবিদদের বিরুদ্ধে হুমকি বাড়ছে জার্মানিতে

১১ ফেব্রুয়ারি ২০২১

সারাদেশে রাজনীতিবিদের বিরুদ্ধে হুমকি বেড়েছে৷ নতুন এক পরিসংখ্যান বলছে, স্থানীয় রাজনীতিকরা পড়ছেন ঝুঁকির মুখে৷

ছবি: Boris Roessler/dpa/picture alliance

রাজনীতিবিদ ও দলীয় সদস্যদের বিরুদ্ধে নিপীড়নের হুমকি ২০১৯ সালের চেয়ে ২০২০ সালে শতকরা নয় ভাগ বেড়েছে৷ জানা যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক পরিসংখ্যান থেকে৷ রাজনীতিবিদদের বিরুদ্ধে গালাগাল, হেটস্পিচ ছাড়াও দলের অফিস ভাঙচুর, দেয়াল লিখন, অগ্নিসংযোগ এমন কি কিছু শারীরিক হামলার ঘটনাও এর মধ্যে রয়েছে৷ তবে সবচেয়ে বেশি হামলার শিকার হয় এএফডি বা উগ্র ডানপন্থিদল৷ পরিসংখ্যানে নিপীড়নের শিকার হওয়ার দ্বিতীয় স্থানে রয়েছে আঙ্গেলা ম্যার্কেলের দল এবং তৃতীয় স্থানে সবুজদল বা গ্রিন পার্টির সদস্যরা৷

ফেডারেল ক্রিমিনাল পুলিশ প্রধান হলগার ম্যুনশ গত সপ্তাহে ডেয়ার স্পিগেল ম্যাগাজিনকে ‘‘করোনা ভাইরাস মহামারিকালে রাজনীতিবিদ, ভাইরোলজিস্ট এবং সাংবাদিকদের বিরুদ্ধে হুমকির মাত্রা বেড়েছে৷’’

জার্মান সংসদ বুন্ডেসটাগের এএফডি দলের সদস্য মার্টিন হেস ডয়চে ভেলেকে বলেন, ‘‘রাজনীতিকদের বিরুদ্ধে হুমকি বামপন্থি উগ্রবাদী রাজনৈতিক দলের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে, পরিসংখ্যান তাই প্রমাণ করেছে৷ এসব ঘটনা দেশের গণতান্ত্রিক আইনের শাসনে অপমানজনক৷ যার ফলে আমরা নিয়মিত গাড়ি, অফিস এবং অ্যাপার্টমেন্টগুলিতে হামলার মুখোমুখি হচ্ছি৷’’

গত কয়েক বছরে রাজনীতিকদের বিরুদ্ধে নিপীড়ন বাড়তে থাকায়  জার্মানির প্রেসিডেন্ট ফ্রাংক ভাল্টার স্টাইনমায়ারসহ শীর্ষ স্থানীয় বেশ কয়েকজন রাজনীতিক জার্মান সংস্কৃতির এই অবক্ষয়ের নিন্দা করেন৷ এসপিডি দলের মুখপাত্র উটে ফোক্ট ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমি মনে করি রাজনীতিবিদ হওয়ার জন্য সবসময়ই শক্তিশালী নার্ভের দরকার৷ তবে মানুষের প্রতি সম্মান উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় বর্তমানে তা আরো কঠিন হয়ে পড়েছে৷’’

গ্রিন পার্টির পলিসি মুখপাত্র ইরেনে মিহালিক এ প্রসঙ্গে বলেন, ‘‘বুন্ডেসটাগের সদস্য হিসেবে তুলনামূলকভাবে আমরা সুরক্ষিত, আমাদের কেউ হুমকি দিলে পুলিশ ব্যবস্থা নেবে৷ তবে যারা আঞ্চলিক রাজনীতিবিদ এবং দলীয় স্বেচ্ছাসেবী নিয়মিত জনসাধারণের সাথে যোগাযোগ রাখতে হয় তাদের সুরক্ষা ব্যবস্থা কম থাকে৷ তাদের জন্য আসলে বেশি  বিপদ৷’’

উল্লেখ্য ২০১৯ সালে ক্যাসেলের স্থানীয় সরকার প্রধান ভাল্টার ল্যুবকেকে নিজের বারান্দায় গুলি করে খুন করা হয়৷ এবং ২০১৫ সালে কোলোনের মেয়র প্রার্থী হেনরিটেকে ছুরিকাঘাত ও হত্যার হুমকি দেওয়া হয়৷

বেন নাইট/এনএস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ