1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজনীতি ছাড়ার ঘোষণা ফিলিপাইন্সের প্রেসিডেন্টের

২ অক্টোবর ২০২১

নানা সময়ে বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডে আলোচনায় আসা ফিলিপাইন্সের প্রেসিডেন্ট রদরিগো দুতার্তে এবার রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন৷

Philippinischer Präsident Rodrigo Duterte
ছবি: Toto Lozano/Malacanang Presidential Photographers Division/AP/picture alliance

আগামী নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন ফিলিপাইন্সের প্রেসিডেন্ট রদরিগো দুতার্তে৷ সেই সাথে রাজনীতি ছাড়ার ঘোষনাও দিলেন ২০১৬ সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া দুতার্তে৷

২০২২ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে৷

‘‘আজকে আমি রাজনীতি থেকে বিদায়ের ঘোষণা দিচ্ছি,'' শনিবার দেওয়া এক ভাষণে বলেন তিনি৷

‘‘ফিলিপাইন্সবাসীর মতামত হলো, আমি আর যোগ্য নই৷ আর ২০২২ সালের নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট পদে আমার লড়তে যাওয়া হবে আইনের লংঘন,’’ যোগ করেন তিনি৷

দুতার্তের রাজনীতি ছাড়ার ঘোষণা অনেকটা আকস্মিক হলেও এ সিদ্ধান্তের ফলে তার মেয়ে সারা দুতার্তে-কার্পিও পরের নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে পারেন বলে জানা গেছে৷

যদিও দেশটির দাভাও শহরের মেয়র সারা দুতার্তে-কার্পিও গত মাসে জানিয়েছিলেন যে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা আপাতত তার নেই৷ তবে তিনি এও জানান যে তার বাবা রদরিগো দুতার্তে কিংবা তিনি নিজে দলের পক্ষ থেকে প্রেসিডেন্ট পদের প্রার্থী হবেন৷    

ভাইস-প্রেসিডেন্ট হওয়ার পরিকল্পনা বাতিল

গত আগস্ট মাসে ফিলিপাইন্সের পিডিপি-লাবান পার্টির এ নেতা জানিয়েছিলেন যে প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ করার পর তিনি পরের নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন৷

রাষ্ট্রপতি শাসিত এ দেশটির সংবিধান অনুযায়ী একজন রাজনীতিবিদ একবারের বেশি প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হতে পারেন না৷ আর তাই ভাইস-প্রেসিডেন্ট হওয়ার দুতার্তের এ ঘোষণাকে সমালোচকরা ক্ষমতা আকড়ে রাখার ফন্দি হিসেবেই দেখছিলেন৷

অবশ্য প্রেসিডেন্ট হিসেবে লড়তে না পারার পর দুতার্তে নতুন কী পরিকল্পনা করছেন তা আলোচনায় ছিল৷

সব আলোচনা বা সমালোচনার অবসান ঘটিয়ে শনিবার দুতার্তে নিজের রাজনৈতিক জীবনের ইতি টানেন৷ সেসময় তার সহকারী খ্রিস্টফার বোং গো আগামী নির্বাচনে দেশেটির ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেন৷

ফলে আরো স্পষ্ট হয় যে দুতার্তে আর ভাইস প্রেসিডেন্ট হিসেবে লড়ছেন না৷

উল্লেখ্য, ফিলিপাইন্সের প্রেসিডেন্ট রদরিগো দুতার্তের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবাধিকার লংঘনের অভিযোগের তদন্ত চলছে৷ পাঁচ বছর আগে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে দেশে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন তিনি৷ মাদক নির্মূলে এমন পদক্ষেপ প্রয়োজন বলে অনেক প্রশংসা কুড়ালেও, যে পদ্ধতিতে তিনি ‘যুদ্ধ’ চালিয়েছেন আন্তর্জাতিক মহলে তার তীব্র সমালোচনা আছে৷

মাদকের বিরুদ্ধে দুতার্তের এ ‘যুদ্ধে' প্রায় ছয় হাজার লোক প্রাণ হারায়৷ তবে, আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে সেসময়ে প্রাণ হারানো লোকের সংখ্যা আরো অনেক বেশি৷

মাদকের বিরুদ্ধে এ ‘যুদ্ধে’ মানবাধিকারের লঙ্ঘনের অভিযোগে দুতার্তের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতেও তদন্ত চলছে৷

আরআর/এআই (রয়টার্স, এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ