ক্ষতি ৪৯ হাজার কোটি টাকা
২৫ জানুয়ারি ২০১৪বিজ্ঞাপন
চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে ৫৫ দিন হরতাল এবং অবরোধ পালিত হয়েছে৷ সিপিডির গবেষণায় দেখা গেছে, এ কারণে চারটি খাতে যোগাযোগ, কৃষি, পর্যটন এবং রপ্তানিমুখী পোশাক খাতে মোট ক্ষতির পরিমাণ ৪৯ হাজার ১৮ কোটি টাকা৷ যা মোট দেশজ আয়ের ৪ দশমিক সাত শতাংশ৷ সিপিডি মনে করে, এর ফলে এবার অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে সর্বোচ্চ ৫ দশমিক আট শতাংশ৷ যদিও সরকারের লক্ষ্যমাত্রা ছয় দশমিক তিন শতাংশ৷
সিপিডি শনিবার তাদের গবেষণা রিপোর্ট প্রকাশ করে জানায়, চারটি খাতের মধ্যে রেল, সড়ক ও যোগাযোগ খাতে ১৬ হাজার ৬৮৯ কোটি, কৃষি ও কৃষিজাত শিল্প খাতে ১৫ হাজার ৮২৯ কোটি, রপ্তানিমুখী বস্ত্র খাতে ১৩ হাজার ৭৫০কোটি এবং পর্যটন খাতে ২ হাজার ৭৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে৷ সংবাদপত্রে প্রকাশিত তথ্য এবং উপাত্তের ভিত্তিতে সিপিডি এই প্রতিবেদন তৈরি করেছে৷
সিপিডি জানিয়েছে, উচ্চ প্রবৃদ্ধির যে সম্ভাবনা বাংলাদেশে দেখা দিয়েছিল তা হারিয়ে গেছে৷ আর সেই সম্ভাবনাকে ফিরিয়ে আনাই সরকারের জন্য এখন বড় চ্যালেঞ্জ৷ আর বর্তমান প্রবৃদ্ধিকে ধরে রাখার জন্য তারা কিছু সুপারিশও দিয়েছে৷ তারমধ্যে রয়েছে বাজেটে সরকারের আয়-ব্যয়ের কাঠামো বাস্তবতার ভিত্তিতে পুনর্নিধারণ করা, বোরো চাষ ও ক্ষতিগ্রস্ত গ্রামীণ অর্থনীতিকে সহায়তা করা, রপ্তানিমুখী শিল্পসহ রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত শিল্পকে সহায়তা এবং বিনিয়োগকে উত্সাহিত করতে অনিশ্চয়তা দূর করা৷
সিপিডি মনে করে, বিনিয়োগ অনিশ্চয়তা দূর করতে হলে রাজনৈতিক এবং সামাজিক সমঝোতা প্রয়োজন৷ বিরোধী দলের সঙ্গে আলোচনা না করে কোনো নীতি গ্রহণ করলে সেটি বাস্তবায়ন অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে৷ সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন না হলে রাজনৈতিক অনিশ্চয়তা কাটবেনা৷
সিপিডির অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘‘রাজনৈতিক অস্থিরতা না কাটলে দীর্ঘকালীন বিনিয়োগ হবেনা৷ আর আস্থাভাজন নির্বাচন ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা আসবেনা৷’’
তিনি বলেন, ‘‘গত ৬ মাসে রাজনৈতিক অস্থিরতায় গ্রামীণ অর্থনীতি এবং দেশীয় শিল্পখাত ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে৷ তাই শুধু রপ্তানিমুখী নয় সব ধরনের শিল্পখাতকে সহায়তা দিতে হবে৷’’
আর সিপিডির নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘‘গত ৬ মাসে ভোক্তারা বেশি দামে পণ্য কিনেছেন৷ কিন্তু উদ্যোক্তাদের উত্পাদন করতে হয়েছে লোকসান দিয়ে৷’’ তিনি বলেন, ‘‘এসময়ে খাদ্যের মজুদ গতবছরের তুলনায় ৩৮ শতাংশ কমেছে৷’’
বিজ্ঞাপন