1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনে পর্যটনমন্ত্রী

৯ মার্চ ২০১৩

বার্লিন সফররত বাংলাদেশের পর্যটন মন্ত্রী ফারুক খান ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, রাজনৈতিক অস্থিরতায় পর্যটন খাতের তেমন ক্ষতি হচ্ছে না৷ বিশ্বের সবচেয়ে বড় পর্যটন মেলা আইটিবিতে অংশ নিতে জার্মানি সফর করেন তিনি৷

ছবি: Arafatul Islam

বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের একটি বড় অংশের অবস্থান বাংলাদেশে৷ বাগেরহাটের কয়েকশো বছরের পুরনো ষাট গম্বুজ মসজিদ ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত৷ বাংলাদেশে রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ সমুদ্রতট৷ পর্যটকদের টানতে এরকম অনেক কিছু রয়েছে৷ কিন্তু সমস্যা হচ্ছে, যুগোপযোগী মার্কেটিং আর উপযুক্ত অবকাঠামোর অভাবে পর্যটকদের তেমন কাছে টানতে পারছে না বাংলাদেশ৷

জার্মানি সফরকালে সেকথা খানিকটা স্বীকারও করলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান৷ তিনি অকপটে স্বীকার করেন, বাংলাদেশের কোন সরকারই পর্যটন খাতকে আর্থিকভাবে লাভবান খাত হিসেবে বিবেচনা করেনি৷ এই খাতের মাধ্যমে যে বিশ্বের বুকে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা সম্ভব, সেই ভাবনাও এতকাল আসেনি রাজনীতিবিদদের মনে৷

ডয়চে ভেলেকে সাক্ষাৎকার দিচ্ছেন পর্যটন মন্ত্রী ফারুক খানছবি: Arafatul Islam

তবে এখনকার পরিস্থিতি ভিন্ন৷ ফারুক খানের ভাষ্য অনুযায়ী, বর্তমান সরকার পর্যটন খাতের উন্নয়নে কাজ করছে৷ বিদেশি পর্যটকদের জন্য টানতে পারে বা পারছে এরকম বিভিন্ন স্থাপনার অবকাঠামোগত উন্নয়নের কাজ চলছে৷ পাশাপাশি, আন্তর্জাতিক পর্যটন মেলাতেও অংশ নিচ্ছে বাংলাদেশ৷ বার্লিনে অনুষ্ঠিত বিশ্বের সবচেয়ে বড় পর্যটন বাণিজ্য মেলায় আইটিবিতে অংশগ্রহণও এই অগ্রগতির অংশ৷

তবে কাজ এখনো অনেক বাকি৷ বিশ্বের বিভিন্ন দেশ নিজেদের পর্যটন খাতকে তুলে ধরতে আন্তর্জাতিক মিডিয়াতে আকর্ষণীয় বিজ্ঞাপন প্রচার করে থাকে৷ বাংলাদেশ বলতে গেলে এক্ষেত্রে একেবারেই অনুপস্থিত৷ সাম্প্রতিক সময়ে শুধু গত বিশ্বকাপ ক্রিকেট চলাকালে আন্তর্জাতিক গণমাধ্যমে কিছু বিজ্ঞাপন প্রচার করেছিল বাংলাদেশ৷ এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ফারুক খান জানান, শীঘ্রই আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের পর্যটন খাত বিষয়ক বিজ্ঞাপন প্রচার করা হবে৷ এজন্য সরকার অর্থ বরাদ্দ করেছে৷ কথা হয়েছে, ডিসকভারি চ্যানেলের সঙ্গে৷ তাই শীঘ্রই বিজ্ঞাপন প্রচার করা হবে আন্তর্জাতিক গণমাধ্যমে৷

[No title]

This browser does not support the audio element.

বলাবাহুল্য, যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা চলছে৷ গত কয়েক সপ্তাহে পুলিশসহ প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন৷ স্বভাবতই মন্ত্রীর কাছে জিজ্ঞাসা, এই রাজনৈতিক অস্থিরতার প্রভাব কি পড়ছে পর্যটন খাতে? ফারুক খান বলেন, পর্যটন খাতে রাজনৈতিক অস্থিরতার প্রভাব কিছুটা পড়ছে, তবে সেটা তেমন উল্লেখযোগ্য নয়৷ এই অস্থিরতা শীঘ্রই মিটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি৷

উল্লেখ্য, গত বছর বাংলাদেশে ভিনদেশি পর্যটকের সংখ্যা ছিল চার লাখের মতো৷ এই সংখ্যা আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে আরো বাড়বে বলে আশা প্রকাশ করেন ফারুক খান৷ সে লক্ষ্যেই কাজ করছেন এই পর্যটন মন্ত্রী৷

সাক্ষাৎকার: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ