1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজনৈতিক কর্মীর মৃত্যুকে ঘিরে জম্মু-কাশ্মীরে রাজনৈতিক ঝড়

৬ অক্টোবর ২০১১

জম্মু-কাশ্মীরে পুলিশি হেফাজতে শাসক দলের এক কর্মীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে রাজনৈতিক ঝড় অব্যাহত৷ পিডিপি এই ইস্যুতে মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করলে, তা নাকচ করে মুখ্যমন্ত্রী বলেন, বিচারবিভাগীয় তদন্তে আসল সত্য বেরিয়ে আসবে৷

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাছবি: AP

রাজনৈতিক ঝড় সামলাতে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এখন দিল্লিতে৷ সম্ভবত ইস্যুটিকে তিনি সামলাতে চাইছেন দুদিক থেকে৷ এক, তাঁর বিরুদ্ধে আনা রাজ্যের প্রধান বিরোধী দল পিডিপি নেত্রী মেহবুবা মুফতির অভিযোগের জবাব আইনি পথে দেয়া৷ দুই, কেন্দ্রে কংগ্রেস-জোট সরকারের শরিকদল হিসেবে রাজনৈতিক স্তরে সরকারে শীর্ষ নেতৃত্বের কাছে প্রকৃত অবস্থা ব্যাখ্যা করা৷

গত ৩০শে সেপ্টেম্বর পুলিশি হেফাজতে রাজ্যের শাসক দল ন্যাশনাল কনফারেন্সের এক কর্মী সইদ মহম্মদ ইউসুফের রহস্যজনক মৃত্যু হয়৷ বিরোধীদের অভিযোগ, এই মৃত্যুর পেছনে মুখ্যমন্ত্রীর দপ্তরের হাত আছে৷ তাই মুখ্যমন্ত্রীর ইস্তফা দেয়া উচিত৷

এ বিষয়ে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার বক্তব্য, দুর্নীতির অভিযোগ আসায় দলের তিন কর্মীকে তিনি ডেকে পাঠান ৷ এরা হলেন, সইদ মহম্মদ ইউসুফ, আবদুল সালাম রেসি ও মহম্মদ  ভাট৷ রাজ্যের অপরাধ দমন শাখার অফিসারদের নির্দেশ দেয়া হয় বিষয়টি তদন্ত করে দেখতে৷ তারপরের দিন ইউসুফ মারা যান৷ এখানে তাঁর ইস্তফা দেবার প্রশ্ন ওঠেনা৷ বিচারবিভাগীয় তদন্তের আদেশ দেয়া হয়েছে৷ সপ্তাহ খানেকের মধ্যে রিপোর্ট আসবে তখনই বেরিয়ে আসবে আসল সত্য৷

কিন্তু অপর দুই কর্মীর অভিযোগ, মৃত ইউসুফ একজনকে মন্ত্রীত্ব ও আরেক জনকে বিধায়ক পদ পাইয়ে দেবে বলে তাঁদের কাছ থেকে প্রায় সওয়া এক কোটি টাকা ঘুষ নিয়েছিল৷ সেটা ফাঁস হওয়াতেই এই কাণ্ড৷ বিজেপি নেতা শাহ নওয়াজ হোসেন মনে করেন, দিল্লিতে ঘুষ দিয়ে ভোট কাণ্ডের মত জম্মু কাশ্মীরেও একই জিনিস চলছে৷

কেন্দ্রীয় মন্ত্রিসভায় শরীক দল ন্যাশনাল কনফারেন্সের মন্ত্রী ওমরের বাবা ফারুক আবদুল্লা ছেলের পক্ষ হয়ে বলেন, বিচারবিভাগীয় তদন্ত চলছে৷ শুধু রাজ্য নয় গোটা দেশের লোকেরাই জানতে পারবে প্রকৃত সত্য৷ বিরোধী দল পিডিপির অভিযোগ একটা রাজনৈতিক চমকমাত্র৷ যেন তেন প্রকারেণ রাজ্যে ক্ষমতা দখলের চেষ্টা৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ