সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সম্পাদক জলি তালুকদার নিজের দলের এক নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে এখনো বিচার পাননি৷ বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলে কি যৌন নিপীড়ন হয়? হলে ভুক্তভোগী বিচার পায়?
প্রতীকী ছবিছবি: picture-alliance/dpa/Keystone USA Falkenberg
বিজ্ঞাপন
জলি তালুকদার বিচার পেতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-র অফিসের সামনে অনশনে বসেছিলেন গত সপ্তাহে৷ পরে কেন্দ্রীয় নেতাদের আশ্বাসে তিনি অনশন ভেঙেছেন৷ ব্যবস্থা নেয়ার আশ্বাসে তিনি অনশন ভাঙলেও এখনো অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি৷
জলি তালুকদার গত ৩ মার্চ লিখিত অভিযোগ দেন৷ কিন্তু তার কোনো জবাব না পেয়ে তিনি অনশন শুরু করেছিলেন৷ তিনি তার অভিযোগে বলেন,গত ২৮ ফেব্রুয়ারি বাম গণতান্ত্রিক জোটের সমাবেশে যোগ দিতে মুক্তি ভবন থেকে জাতীয় প্রেস ক্লাবের দিকে যাওয়ার সময় পার্টির মিছিলে দলের জাহিদ হোসেন খানের যৌন নিপীড়নের শিকার হন তিনি৷ তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাটি মিছিলে উপস্থিত কমরেড আবদুল্লাহ কাফী রতনকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে প্রতিকার চান৷ জাহিদ হোসেন খান সিপিবি'র ঢাকা মহানগর বমিটির সদস্য৷
তবে জলি তালুকদার এ বিষয়ে এখন আর সংবাদমাধ্যমে কথা বলতে চান না৷ তিনি বলেন, ‘‘পার্টি যেহেতু এখন বিষয়টি দেখছে, তাই তাদের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ নিয়ে আমি সংবাদমাধ্যমে কোনো মন্তব্য করতে চাই না৷’’ তবে তিনি সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন৷ তিনি বলেন, ‘‘আমাদের দলের উচিত হবে নারী ইস্যুগুলোকে আরো সিরিয়াসলি অ্যাড্রেস করা৷ বিশেষ করে যৌন হয়রানির ব্যাপারে হাইকোর্টের যে নীতিমালা রয়েছে, তা অনুসরণ করা৷ সে অনুযায়ী অভিযোগ সেল রাখা৷ এটা আমাদের পার্টিতে যেমন নেই, অন্যান্য দলে আছে বলেও আমার জানা নেই৷’’
আমাদের দলের উচিত হবে নারী ইস্যুগুলোকে আরো সিরিয়াসলি অ্যাড্রেস করা: জলি তালুকদার
This browser does not support the audio element.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ছাত্র অধিকার পরিষদের প্রধান হাসান আল মামুনসহ ছয় জনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেছেন৷ ওই মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকেও সহযোগিতা করার অভিযোগে আসামি করা হয়৷ মামুনকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দেয়া হলেও নুর ওই মামলাকে ‘মিথ্যা’ এবং ‘ষড়যন্ত্রমূলক’ বলে দাবি করেছেন৷ তারা একটি তদন্ত কমিটি গঠন করলেও ধর্ষণের মামলাকারী ওই নারী অভিযোগ করেছেন, ‘‘যারা আমি মামলা করার পর মামলাকে মিথ্যা বলে মিছিল, আন্দোলন করেছে, তাদেরই তদন্ত কমিটির সদস্য করা হয়েছে৷ তাহলে তদন্ত কি হবে তা বুঝতে আর বাকি নেই৷’’
ওই শিক্ষার্থীর কথা, তিনি ছাত্র অধিকার পরিষদের তালিকাভুক্ত সদস্য না হলেও তাদের শুভাকাঙ্খী৷ মামুনের গার্লফ্রেন্ড হিসেবে তাদের বিভিন্ন কর্মসূচিতে তিনি যোগ দিয়েছেন৷ তার অভিযোগ, ‘‘এখন জনপ্রিয়তাকে ব্যবহার করে তারা ঘটনাটিকে ভিন্ন খাতে নিতে চাচ্ছে৷ সামাজিক যোগাযোগমাধ্যমে আমার ছবি ছড়িয়ে দিয়ে আমাকে হেয় করা হচেছ৷ আমার বিচার পাওয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে৷’’
এমনিতে অনেক দলেই নারী সদস্যরা কমবেশি যৌন হয়রানির শিকার হন৷ কিন্তু ঘটনাগুলো সামনে আসে না৷ অনেকে অভিযোগ করারও সাহস করেন না৷ কেউ যদি অভিযোগ করেনও, তা নিয়ে উল্টো ওই নারী রাজনৈতিক কর্মীকেই সংকটে পড়তে হয়৷ আবার কিছু ঘটনা দলীয় পর্যায়ে মিটমাট করে দেয়া হয়৷ যৌন হয়রানির ঘটনা দলগুলোর ছাত্র সংগঠনের মধ্যেও হয়ে থাকে৷
নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, সব দলের কেন্দ্রীয় কমিটিতে ৩৩ ভাগ নারী সদস্য রাখা বাধ্যতামূলক করা হয়েছে৷ রাজনৈকি দলে নারীদের এই ক্ষমতায়ন সত্যিকার অর্থেই করতে হলে দলের অভ্যন্তরে নারীর নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার বিষয়টিতে আরো নজর দিতে হবে৷
রাজনীতিতে আসা নারীদের নিজেদেরই পরিবেশ পরিস্থিতি বুঝে চলতে হবে সবার আগে: মেহের আফরোজ চুমকি
This browser does not support the audio element.
আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি স্বীকার করেন যে, তাদের দলের ভিতরে ‘ছোটখাট’ যৌন হয়রানির অভিযোগ তারা মাঝেমধ্যে পান, কিন্তু কখনো ‘বড় আকারের’ কোনো ঘটনা ঘটেছে বলে তার জানা নেই৷ তিনি বলেন, ‘‘আমাদের কাছে অভিযোগ এলে আমরা বিষয়গুলো দেখি, তবে এজন্য আমাদের আলাদা কোনো সেল নেই৷’’
হাইকোর্টের যে নির্দেশনা আছে, সে ব্যাপারে দল কী করছে জানতে চাইলে তিনি বলেন, ‘‘সারাদেশে তো একই অবস্থা৷ আলাদা করে দলে সেল গঠনের কিছু নেই৷ সরকারি ক্ষেত্রে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার আছে, ৯৯৯ আছে৷ আরো অনেক ব্যবস্থা আছে৷’’
তবে তিনি মনে করেন, ‘‘রাজনীতিতে আসা নারীদের নিজেদেরই পরিবেশ-পরিস্থিতি বুঝে চলতে হবে সবার আগে৷ নিজের নিরাপত্তাবোধ থাকতে হবে৷ তা না হলে দল কীভাবে দলের সব নারীকে নিরাপত্তা দেবে?’’
বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক নুরে আরা সাফার দাবি, দলের নারী সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সব সময়ে সচেষ্ট আছেন৷ বিশেষ করে যখন সভা-সমাবেশ বা মিছিল হয় তখন এই কারণেই তাদের সামনের দিকে রাখা হয়৷ তিনি আরো দাবি করেন, তাদের দলের মধ্যে নারীদের যৌন হয়রানির অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি৷ তিনি বলেন, ‘‘আমাদের একটি অভিযোগ সেল আছে৷ কেউ যৌন হয়রানির শিকার হলে সেখানে অভিযোগ করতে পারেন৷’’
বিশ্বাসে চিড় ধরায় এমন কয়েকটি খবর
কিছু মানুষের কিছু অপরাধ বা অপরাধের অভিযোগ প্রবলভাবে বিস্মিতই শুধু করে না, পারস্পরিক বিশ্বাসেও ফাটল ধরায়৷ গণমাধ্যমে প্রকাশিত এমন কিছু সাম্প্রতিক খবর নিয়েই এই ছবিঘর৷ ছবিগুলো সব প্রতীকী৷
ছবি: Getty Images/AFP/M. Sharma
প্রতিবন্ধী ছেলের বৌ-কে যৌন নিপীড়ন
ঢাকার পল্লবীতে নিজের প্রতিবন্ধী ছেলের বৌ-কে যৌন নিপীড়নের অভিযোগে ২০ সেপ্টেম্বর এক ব্যক্তিকে আটক করে পুলিশ৷ পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী ঢাকাটাইমসকে বলেছেন, প্রায় চার মাস ধরে প্রতিবন্ধী ছেলের স্ত্রীর সঙ্গে জোর করে যৌন সম্পর্ক করে আসছিলেন সেই ব্যক্তি৷ অভিযুক্ত ব্যক্তি একটি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা৷
ছবি: Getty Images/AFP/M. Sharma
নিপীড়নের অভিযোগ
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-র কেন্দ্রীয় নেত্রী জলি তালুকদার সম্প্রতি তার দলের ঢাকা কমিটির সদস্য জাহিদ হোসেন খানের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ এনেছেন৷ ২৮ ফেব্রুয়ারির ঐ ঘটনার পর দলের উচ্চ পর্যায়ে অভিযোগ জানিয়ে সাড়া না পাওয়ায় ১৯ সেপ্টেম্বর রাত থেকে ঢাকায় সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে অনশন শুরু করেছিলেন জলি৷ বিচারের আশ্বাস পেয়ে প্রায় ৪৮ ঘণ্টা পর অনশন ভাঙেন তিনি৷
ছবি: DW/M. Mostafigur Rahman
দুই ছাত্রকে ধর্ষণের অভিযোগ
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় গত জানুয়ারি মাসে দশম শ্রেণির দুই ছাত্রকে অচেতন করে ধর্ষণের অভিযোগ ওঠে৷ এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলামকে আটক করে পুলিশ৷
ছবি: DW/M. Mostafigur Rahman
শিশু ধর্ষণের অভিযোগে ইমাম আটক
আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গত মার্চে ঢাকার এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করে পুলিশ৷ মামলার এজাহারের বরাত দিয়ে পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুর্মিটোলার এক মসজিদে আরবি পড়তে গেলে তাকে মসজিদের পাশে নিরিবিলি জায়গায় নিয়ে ধর্ষণ করা হয়৷
ছবি: DW/Harun Ur Rashid
শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় পুরোহিত আটক
গতবছর এপ্রিলে যশোরে একটি মন্দিরের পুরোহিত প্রথম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে৷ মন্দিরে পুজো দেখতে যাওয়া মেয়েটিকে চকলেট দেয়ার নাম করে পর্দা টানানো একটি ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয় বলে পুলিশ জানিয়েছিল৷ পরে পুরোহিতকে গ্রেপ্তার করা হয়৷
ছবি: DW/M.M. Rahman
প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ
যশোরে তৃতীয় লিঙ্গের এক শারীরিক প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ৷ কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন৷ ঘটনাটি ঘটে ১৫ সেপ্টেম্বর৷
ছবি: Imago/Imagebroker
৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ
গত জুন মাসে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ৭০ বছর বয়সি এক বৃদ্ধাকে ধর্ষণ করা হয়৷ এরপর দায়ের হওয়া মামলায় ৩০ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়৷ নেশা করে চিৎকার করতে থাকায় ঐ বৃদ্ধা ঐ ব্যক্তি ও তার বন্ধুদের শাসন করেছিলেন৷ সেই ঘটনার জেরে বৃদ্ধাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ৷
ছবি: Getty Images/A. Joyce
ছেলের বিরুদ্ধে মা হত্যার অভিযোগ
বসতভিটা নিয়ে ভাইদের মধ্যে বিরোধের এক পর্যায়ে কক্সবাজারে গত ২৩ সেপ্টেম্বর এক ব্যক্তি তার মাকে পিটিয়ে মেরে ফেলে বলে অভিযোগ উঠেছে৷ পেকুয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সুমন সরকার মায়ের মরদেহ উদ্ধার ও তার এক ছেলেকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন৷
ছবি: Reuters
শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ
চুয়াডাঙ্গার এক ব্যক্তি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে তার অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগ এনেছেন৷ এপ্রিল মাসে এই ঘটনা ঘটে বলে ২২ সেপ্টেম্বের এক সংবাদ সম্মেলনে জানান ঐ মেয়ের বাবা৷ বাড়িতে প্রাইভেট পড়ানোর এক ফাঁকে তার মেয়েকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তিনি৷ এখন তার পরিবারের সবাইকে হত্যার হুমকি দেয়া হচ্ছে বলেও জানান ঐ বাবা৷
ছবি: picture-alliance/Pacific Press/E. McGregor
শিশু ধর্ষণের অভিযোগে কনস্টেবল আটক
খুলনায় চতুর্থ শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৪ সেপ্টেম্বর এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়৷ তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার এই তথ্য নিশ্চিত করেছেন৷
ছবি: Kazi Borhan Uddini/AFP/Getty Images
ছাত্রী ধর্ষণ মামলায় আইনজীবী গ্রেপ্তার
পঞ্চগড়ে দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের মামলায় এক আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে৷ ১১ সেপ্টেম্বর এই ঘটনা ঘটে৷ মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রাশেদুজ্জামান বাংলা ট্রিবিউনকে জানান, স্থানীয়রা ঐ আইনজীবীকে আটক করে পুলিশে সোপর্দ করে৷
ছবি: picture-alliance/dpaW. Langenstrassen
‘বয়স্ক পাত্র চাই’
সাদিয়া জান্নাত ওরফে জান্নাতুল ফেরদৌস (৩৮) নামে একজন পত্রিকায় ‘কানাডাপ্রবাসীর জন্য বয়স্ক পাত্র চাই’ বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় ২০ কোটি টাকা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে৷ টাকার অংকটি প্রাথমিক হিসাব বলে জানিয়েছেন সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ রেজাউল হায়দার৷ ১৭ সেপ্টেম্বর তাকে ঢাকার রামপুরা থেকে গ্রেপ্তার করা হয়৷ প্রায় ১০ বছর ধরে তিনি এভাবে প্রতারণা করছেন বলে অভিযোগ৷
ছবি: DW
প্রতারণার অস্ত্র বিয়ে
প্রতারণার মাধ্যমে একে একে নয়জনকে বিয়ে করা মোহাম্মদ সুলায়মানকে (২৯) ১৮ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়েছে৷ চট্টগ্রামের পুলিশ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, সামাজিক মাধ্যমে নিজেকে প্রশাসনের বড় কর্মকর্তা পরিচয় দিতেন সুলায়মান৷ বিয়ে করার পর স্ত্রীর পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার নাম করে অনেক টাকা নিয়েছেন তিনি৷ এছাড়া স্ত্রীদের মাধ্যমে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে পরে তিনি লাপাত্তা হয়ে যেতেন বলেও অভিযোগ৷