1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইলিয়াস নিখোঁজ

২১ এপ্রিল ২০১২

প্রধান বিরোধী দল বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পিছনে দেশি-বিদেশি শক্তি জড়িত বলে মনে করেন ’৯০-এর ছাত্র নেতারা৷ তাঁরা আজ এক সংবাদ সম্মেলনে তাঁকে অবিলম্বে উদ্ধারের দাবি জানান৷

Activists gather in front of the office of the main opposition party BNP in Naya Paltan, Dhaka, Bangladesh. Aufnahmeort: Dhaka, Afnahmedatum: 11.03.2012 Copyright: DW
ফাইল ছবিছবি: DW

এরশাদ বিরোধী গণআন্দোলনের মাধ্যমে পরিচিতি পেয়েছেন '৯০-এর ছাত্র নেতারা৷ ইলিয়াস আলী নিজেও '৯০- এর ছাত্র নেতাদের একজন৷ সেই সময়ের বিএনপিপন্থী ছাত্র নেতারা ইলিয়াস আলীকে উদ্ধারের দাবিতে এক হয়েছেন৷ শুক্রবার তাঁরা ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পিছনে দেশি-বিদেশি শক্তি জড়িত৷ তাঁরা তাঁকে অবিলম্বে উদ্ধারের দাবি জানান৷ সংবাদ সম্মেলনে সাবেক ছাত্র নেতাদের পক্ষে কথা বলেন আমান উল্লাহ আমান৷

বিএনপি ও তার অঙ্গ সংগঠন আজ ঢাকায় একাধিক প্রতিবাদ সমাবেশ করেছে৷ এসব সমাবেশে বক্তব্য রাখেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, এম কে আনোয়ারসহ বিএনপি'র সিনিয়র নেতারা৷ তাঁরা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শুধু রাজনৈতিক নেতা নয়, সাধারণ মানুষও খুন এবং গুমের শিকার হচ্ছে৷ এর আবসান ঘটাতে হবে৷ আর ঢাকায় ভিন্ন এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, সরকারকে অবশ্যই ইলিয়াস আলীকে উদ্ধারে কার্যকর ব্যবস্থা নিতে হবে৷ তাঁর কথায়, ‘‘একজন রাজনৈতিক নেতা এভাবে নিখোঁজ হয়ে যাবেন, তা মেনে নেয়া যায়না৷''

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, সরকার ইলিয়াস আলীকে উদ্ধারে তৎপর রয়েছে৷ তবে তিনি মনে করেন এর পিছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে৷ আর স্বরাষ্ট্রমন্ত্রী ইলিয়াস আলী ইস্যুতে বিএনপি'কে রবিবারের হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন৷

মঙ্গলবার রাতে ইলিয়াস আলী ও তাঁর গাড়ির ড্রাইভার নিখোঁজ হন৷ রাত ১০টার দিকে বনানীর বাসা থেকে বের হয়ে তাঁরা আর ফিরে আসেননি৷ পুলিশ ইলিয়াস আলীর প্রাইভেট কার এবং ড্রাইভারের মোবাইল ফোন বনানী এলাকা থেকে উদ্ধার করে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ