1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রতিবাদের ভাষা

হেলেন হুইটেল/এআই৬ ডিসেম্বর ২০১২

অনাবৃত স্তন ব্যাপক দৃষ্টি আকর্ষণে সক্ষম৷ আর এই পন্থা অবলম্বন করে বিভিন্ন দেশে নারীরা তাদের প্রতিবাদ কর্মসূচির দিকে মানুষের দৃষ্টি আকর্ষণে সক্ষম হচ্ছে৷ এ ধরনের প্রতিবাদ নিয়ে বিতর্ক থাকলেও, এই চর্চা থামার কোনো ইঙ্গিত নেই৷

ছবি: dapd

নগ্ন প্রতিবাদের চর্চা যে একেবারে এই প্রজন্মের আবিষ্কার, এমন কিন্তু নয়৷ উইকিপিডিয়া থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সেই একাদশ শতকেই এরকম এক প্রতিবাদ জানিয়েছিলেন লেডি গোডিভা৷ প্রজাদের উপর তাঁর স্বামীর আরোপিত অযাচিত কর প্রত্যাহারের দাবিতে নগ্ন হয়ে ঘোড়ায় চড়ে শহর প্রদর্শন করেছিলেন তিনি৷ সেই ঘটনার বর্ণনা ইতিহাসবিদরা বিভিন্নভাবে দিয়েছেন, সেটির সময়কাল নিয়েও রয়েছে দ্বিমত৷ তবে নগ্ন প্রতিবাদের ক্ষেত্রে কিংবদন্তি হিসেবেই বিবেচনার করা হয় লেডি গোডিভাকে৷

জার্মানির পাইরেট পার্টির সদস্যা লাওরা ডর্নহাইম কয়েক সপ্তাহ আগে প্রতিবাদের অংশ হিসেবে উন্মুক্ত বক্ষ প্রদর্শনের ঘোষণা দিয়েছিলেন৷ হাস্যরসের সঙ্গে তিনি কথাটি বললেও বার্লিনের ব্রান্ডেনবুর্গ গেটের কাছে তাঁর প্রতিবাদ কর্মসূচিতে ঠিকই হাজির হয়েছিল বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা৷

২৯শে অক্টোবরের সেই প্রতিবাদ কর্মসূচিতে ডর্নহাইম বা তাঁর সহপ্রতিবাদকারীরা কেউই অনাবৃত স্তন প্রদর্শন করেননি৷ বরং তাঁদের উর্ধাঙ্গের পোশাকে লেখা ছিল, ‘হিউম্যান রাইটস নট টিটস' এবং ‘শেম অন ইউ' স্লোগান৷

নগ্ন হয়ে দৃষ্টি আকর্ষণ করে প্রতিবাদছবি: AP

ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে লাওরা ডর্নহাইম জানান, ‘‘অনাবৃত্ত উর্ধাঙ্গ প্রদর্শনের কোনো পরিকল্পনা আমার কখনোই ছিল না৷ আমি শুধু আশ্রয়প্রার্থীদের বিষয়াদি সবার সামনে তুলে ধরতে চেয়েছিলাম৷ একইসঙ্গে চেয়েছিলাম পুরুষ-প্রধান জার্মান মিডিয়ায় ‘সেক্সিজম'-এর প্রাধান্যের বিষয়টি প্রকাশ করতে৷''

ডর্নহাইম বলেন, ‘‘দুঃখজনক বিষয় হচ্ছে, এটা আসলে কাজ করেছে৷''

২০০৮ সালের কথাই ধরুন, ইউক্রেনের নারীবাদী সংগঠন ফেমেনের একদল সদস্য নগ্ন বক্ষ প্রদর্শনের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছিলেন৷ এমনটা তাঁদের ইচ্ছা ছিল না৷ কিন্তু সে দেশের নারী শিক্ষার্থীদের অধিকার, যৌনতা নির্ভর পর্যটন আর বেশ্যাবৃত্তির বিরুদ্ধে তাঁদের প্রতিবাদ কর্মসূচিগুলো তেমন একটা সাড়া জাগাচ্ছিল না৷ অনাবৃত স্তন প্রদর্শনের মাধ্যমে তাঁরা যখন তাঁদের আন্দোলনের কথা জানায়, তখন সেগুলো গণমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে৷

এভাবেই রাজনৈতিক প্রতিবাদ কর্মসূচিতে ঢুকে পড়ছে নগ্নতা৷ শিল্পকলায় অবশ্য নারীর নগ্ন দেহের বিচরণ বহুবছর ধরেই রয়েছে৷ নারী চিত্রশিল্পীর সংখ্যা কম হলেও ছবিতে নগ্ন নারীর বিচরণ কিন্তু অনেক বেশি৷ আর সেই ধারাই এবার ক্রমশ ছড়িয়ে পড়ছে রাজনীতিতে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ