1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজনৈতিক বৈরিতা বন্ধে প্রধান উপদেষ্টার আহবান

সাগর সরওয়ার, রিয়াজুল ইসলাম২৮ ডিসেম্বর ২০০৮

প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমদ নির্বাচনের আগে জাতির উদ্দেশ্য এক ভাষণে রাজনৈতিক দলগুলোকে বৈরিতা পরিহারের আহবান জানিয়েছেন৷ পাশাপাশি তার সরকারের নানা কর্মকান্ডের কথাও তুলে ধরেছেন তিনি ভাষণে৷

রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার আহবান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমদছবি: DW

প্রধান উপদেষ্টা বলেন, একটি মাত্র মূল অঙ্গীকার নিয়ে এ সরকার অগ্রসর হয়েছে৷ আর তা হল ২০০৮ সাল শেষ হবার পূর্বেই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের৷ এ সরকার প্রতিশ্রুতি দিয়েছিলো একটি ক্রটিমুক্ত ভোটার তালিকা প্রণয়নের৷ সেই প্রতিশ্রুতি পূরণের দ্বারপ্রান্তে৷বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন সংস্কার কর্মকান্ডের উদ্দেশ্য ছিল গণতন্ত্রের ভিত মজবুত করা৷


বর্তমান ভোটার তালিকাকে একটি সাফল্য বলে অভিহিত করে প্রধান উপদেষ্টা বলেন, কোন পূর্ব অভিজ্ঞতা না থাকার পরও শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সেনাবাহিনী একযোগে কাজ করে মাত্র ১১ মাসে ৮ কোটি ১০ লাখেরও বেশী ছবিযুক্ত ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে৷ যে কোন মাপকাঠিতেই এটি একটি বিরাট সাফল্য৷ দেশের ইতিহাসে এত নির্ভুল ভোটার তালিকা আগে কখনও প্রণীত হয়নি৷


তিনি আরো বলেন, গত বছর ১লা নভেম্বর বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ আলাদা করা হয়েছে৷ বিগত বছরগুলোতে দুর্নীতি সর্বস্তরে অনুপ্রবেশ করেছিল৷ দুর্নীতি দমন কমিশন আজ একটি স্বাধীন ও শক্তিশালী সংস্থা৷স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোর কাঠামো সুদৃঢ় করা হয়েছে৷ পদক্ষেপ নেয়া হয়েছে দায়বদ্ধতা বৃদ্ধির৷ নারীর ক্ষমতায়ন বাড়াতে উপজেলা ও ইউনিয়ন পরিষদে মহিলাদের জন্য রাখা হয়েছে একটি

সহ-সভাপতির সংরক্ষিত পদ৷


এছাড়া ড. ফখরুদ্দিন আহমদ তার সরকারের আরো সাফল্যের কথা তুলে ধরেন৷ যেমন, সরকারী কর্ম কমিশনকে পুনর্গঠন, পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়া সহজীকরণ, টেলিফোন সেবার মান বৃদ্ধি, নতুন ব্রডব্যান্ড নীতিমালা, তথ্য অধিকার আইন প্রণয়ন ইত্যাদি৷


খাদ্য উৎপাদনে তিনি সফলতার দাবি করে বলেন, ২০০৮ সালে খাদ্য শস্যের মোট উৎপাদন ৩ কোটি ৩০ লক্ষ মেট্রিক টন, যা বাংলাদেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ খাদ্য উৎপাদন৷ চলতি মাস পর্যন্ত খাদ্য মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ লাখ মেট্রিক টন৷ এছাড়া মাথাপিছু আয় বৃদ্ধি, জনশক্তি রপ্তানিসহ চট্টগ্রাম বন্দর সচল করে তোলার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন ড. ফখরুদ্দিন আহমদ৷


তিনি নির্বাচনোত্তর কালে সহিংসতা ও বৈরী মনোভাব পরিহার করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানিয়ে বলেন, জনগণের রায় যেন হয় তাদের জন্য দায়িত্ব, জনগণের সমর্থন যেন হয় তাঁদের মৌলিক অধিকার পুরণের কমিটমেন্ট৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ