1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংলাপ

৯ মে ২০১২

বাংলাদেশে গুমের ঘটনা নিয়ে উদ্বিগ্ন ইউরোপীয় ইউনিয়ন৷ তারা মনে করে, এইসব সমস্যা দূর করতে আলোচনার কোন বিকল্প নেই৷ আর গ্রামীণ ব্যাংকের ভবিষ্যত সরকারের হাতে থাকলেও, ড. ইউনূস ইইউ’র কাছে একজন সম্মানিত ব্যক্তি৷

ছবি: DW/Swapan

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের ৪০ বছর উপলক্ষ্যে ‘ইউরোপিয়ান ডে'-তে বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলেনের আয়োজন করে ইউরোপীয় ইউনিয়ন৷ সংবাদ সম্মেলনে ইইউ'র ‘হেড অব ডেলিগেশন' ছাড়াও জার্মানি, নেদারল্যান্ডস, ডেনমার্ক, সুইডেন, ইটালি, স্পেন, ব্রিটেন এবং ফ্রান্স-এর রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন৷ সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের ‘হেড অব ডেলিগেশন' উইলিয়াম হানা বলেন, তারা চান বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সবার অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক৷

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এর আগের নির্বাচন তারা দেখেছেন আর আগামী নির্বাচনও যাতে শান্তিপূর্ণ হয় তা দেখতে চান তারা৷ তারা মনে করেন, সংলাপ বা আলাপ-আলোচনার মাধ্যমে সব রজনৈতিক সমস্যার সমাধান সম্ভব৷ আগামী নির্বাচন কি ধরনের ব্যবস্থার অধীনে হবে, তা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ব্যাপার৷ তাঁর মতে, এ নিয়ে যেকোন জায়গায় সংলাপ হতে পারে৷ তবে সংসদই সংলাপের উৎকৃষ্ট জায়গা, বলেন উইলিয়াম হানা৷ এছাড়া, বিএনপি নেতা ইলিয়াস আলী এবং গার্মেন্টস কর্মী আমিনুল ইসলামের গুমের ব্যাপারেও ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগের কথা জানান তিনি৷

উইলিয়াম হানা বলেন, বাংলাদেশে ঐ দুটি ঘটনা ছাড়াও সব ধরনের গুম বা অহরণের ব্যাপারে তারা অত্যন্ত উদ্বিগ্ন৷ তাই তারা এর পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ তদন্ত চান৷ তিনি বলেন, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের মূল ভিত্তিগুলোর একটি হল মানবাধিকার৷

নোবলে জয়ী ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ইইউ'র ‘হেড অব ডেলিগেশন'৷ তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস তাদের কাছে একজন সম্মানিত ব্যক্তি৷ তবে গ্রামীণ ব্যাংকের ভবিষ্যত কি হবে - তা বাংলাদেশ সরকার এবং কর্তৃপক্ষের বিষয়৷

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের রাষ্ট্রদূতরাও সংবাদ সম্মেলনে কথা বলেন৷ তারা বলেন, বাংলাদেশে তাদের আর্থিক সহায়তা অব্যাহত থাকবে৷ তবে ইউরোপের জনগণ চায় তাদের অর্থের সঠিক ব্যবহার৷ তাই কোন ধরনের দুর্নীতি এবং অস্বচ্ছতা তাদের কাছে গ্রহণযোগ্য নয়৷ এজন্য তারা বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন, তথ্য কমিশনের মতো প্রতিষ্ঠানকে আরো কার্যকর এবং স্বাধীন দেখতে চায়৷ জার্মান রাষ্ট্রদূত হলগার মিশায়েল বলেন, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ইউরেপের বিনিয়োগকারীরা৷ আর এর জন্য বিদ্যুৎ, গ্যাসের নিশ্চয়তা, উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রয়োজন৷ প্রয়োজন আমলাতান্ত্রিক জটিলতা দূর করা৷

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের ৪০ বছর উপলক্ষ্যে আজ একটি ‘স্যুভেনির'-ও প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ