1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজনৈতিক সংস্কারে রাজি হোসনি মোবারক

২৯ জানুয়ারি ২০১১

টানা বিক্ষোভের মুখে মিশরের মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন সেদেশের প্রেসিডেন্ট হোসনি মোবারক৷ একইসঙ্গে গণতন্ত্রপন্থী সংস্কারের ঘোষণাও দিয়েছেন তিনি৷ তবে, কারফিউ অমান্য করে জনগণের বিক্ষোভের নিন্দা জানান বর্ষীয়ান এই প্রেসিডেন্ট৷

কায়রোয় সরকার বিরোধী বিক্ষোভছবি: picture-alliance/dpa

হোসনি মোবারকের ভাষণ

মিশরে গত কয়েক দিন ধরে চলছে সরকার বিরোধী বিক্ষোভ-সমাবেশ৷ এরই প্রেক্ষিতে শনিবার সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেদেশের প্রেসিডেন্ট হোসনি মোবারক৷ এসময় তিনি বর্তমান মন্ত্রিসভা ভেঙে রাজনৈতিক সংস্কারের ঘোষণা দেন৷ তিনি বলেন, আমি সাধারণ মানুষ এবং পুলিশের মধ্যে সংঘর্ষ হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করছি৷ তবে, চলমান সরকার বিরোধী আন্দোলনকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন হোসনি মোবারক৷ তাঁর মতে, মিশরকে অস্থিতিশীল করে তোলার ষড়যন্ত্রের অংশ হিসেবে এসব করা হচ্ছে৷ এছাড়া নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ডের পক্ষেই কার্যত সাফাই গান তিনি৷

অশান্ত মিশর

হোসনি মোবারকের ভাষণের পরও অশান্ত মিশর৷ রিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী কায়রোর রাস্তায় ট্যাংক নামানো হয়েছে৷ তারপরও কারফিউ ভঙ্গ করে সাধারণ মানুষ রাস্তায় অবস্থান নিয়েছে৷ মিশরের বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের খবরও পাওয়া যাচ্ছে৷ শুক্রবার সহিংসতায় সেদেশের পূর্বাঞ্চলের শহর সুয়েজে কমপক্ষে ১৩ ব্যক্তি প্রাণ হারিয়েছেন, আহত ৭৫৷ এছাড়া কায়রোতে সংসদ অভিমুখে বিক্ষোভ মিছিলের চেষ্টা প্রতিহত করে দাঙ্গা পুলিশ৷ এসময় পুলিশের ছোঁড়া রাবার বুলেট, কাঁদানে গ্যাসে আহত হন ৪০০ থেকে ৮০০ বিক্ষোভকারী৷ সর্বশেষ প্রাপ্ত খবরে দেখা যাচ্ছে, ইন্টারনেট এবং মুঠোফোন যোগাযোগের উপরে এখনও নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে মিশরে৷

‘আমরা তোমাকে ঘৃণা করি মোবারক’ছবি: picture-alliance/dpa

আন্তর্জাতিক প্রতিক্রিয়া

জার্মানি চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি অনুমোদন করতে মিশর সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন৷ ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে ম্যার্কেল বলেন, জনগণকে আটকে রাখার কিংবা তাদের তথ্যে প্রবেশাধিকার সীমিত করার কোন মানে হয় না৷ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মিশরের বর্তমান পরিস্থিতি নিয়ে সেদেশের প্রেসিডেন্ট হোসনি মোবারকের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন৷ এসময় ওবামা, রাজনৈতিক প্রতিবাদ দমনে সহিসংতার আশ্রয় না নিতে মোবারককে অনুরোধ করেন৷ রাজনৈতিক সংস্কারে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতেও মোবারকের প্রতি আহ্বান জানান ওবামা৷

এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটন এক বিবৃতিতে, মিশরে বন্দি সকল বিক্ষোভকারীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ