1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজনৈতিক সহিংসতা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৫ মার্চ ২০১৩

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা বাড়ছে৷ সহিংসতার পেছনে আছে বাংলাদেশের বড় ২টি রাজনৈতিক দলের ক্ষমতাকেন্দ্রিক রাজনৈতিক চরিত্র – এই অভিমত বিশ্লেষকদের৷

ছবি: Reuters

বাংলাদেশে গত বছর মানে ২০১২ সালে রাজনৈতিক সহিংসতা এবং সংঘাত সংঘর্ষে নিহত হয়েছেন ১৬৯ জন৷ আহত হয়েছেন ১৭,১৬১ জন৷ সংঘাতের ঘটনা ঘটেছে ছোট-বড়, স্থানীয়-জাতীয়, অভ্যন্তরীণ অথবা দুই বড় দলের মধ্যে কম বেশি ১০০০৷ আর চলতি বছরের প্রথম আড়াই মাসেই নিহত হয়েছেন ১২০ জন৷ ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ থেকে মার্চ মাসের ৫ তারিখে নিহত হয়েছে ৯৮ জন৷ মানবাধিকার সংগঠন অধিকারের হিসেব থেকে এ তথ্য জানা গেছে৷

কিন্তু বিশ্লেষকরা ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ থেকে মার্চ মাসের ৫ তারিখ পর্যন্ত সহিংসতাকে প্রচলিত রাজনৈতিক সহিংসতার মানদণ্ডে বিচার করতে চান না৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান মনে করেন, জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর যে সহিংসতা তা পরিকল্পিত৷ সেখানে মূলত জামায়াত-শিবির মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবিতে সরাসরি পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে৷ তারাও যেমন এর শিকার হয়েছেন, তেমনি পুলিশ এবং সাধারণ মানুষও এর শিকার হয়েছেন৷ তবে পুলিশ হয়তো আরো একটু কৌশলী হতে পারত৷

মানবাধিকার সংগঠন আইন ও শালিস কেন্দ্রের পরিচালক নূর খান বলেন, এই সংঘাতে সবচেয়ে নেতিবাচক রাজনীতির প্রকাশ ঘটেছে৷ চাঁদে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ছবি দেখা গেছে – আধুনিক যুগেও এমন গুজব ছড়িয়ে সংঘাত বাধান হয়েছে৷ আর ব্যবহার করা হয়েছে ধর্মকে৷ যা প্রমাণ করছে রাজনৈতিক গোষ্ঠী তাদের স্বার্থে ধর্মকে এখনো যথেচ্ছ ব্যবহার করে৷

তাঁরা বলেন, প্রচলিত রাজনৈতিক সংঘাত অনেকটা ক্ষমতাকেন্দ্রিক৷ বাংলাদেশের রাজনীতির যা চরিত্র, তাতে সরকারের শেষ দিকে রাজনৈতিক সংঘাত বাড়ে৷ বিরোধী দল চায় সরকারকে দুর্বল করতে৷ আর সরকার চায় বিরোধী দলের আন্দোলন দমন করতে৷ ফলে সংঘাত অনিবার্য হয়৷

অধ্যাপক হাফিজুর রহমান মনে করেন, এতে দেশের যেমন ক্ষতি হয়, সাধারণ মানুষও পড়েন বিপাকে৷ তাই সরকার ও বিরোধী দল উভয়কে দায়িত্বশীলতার পরিচয় দেয়া উচিত৷ বিরোধী দলের উচিত সরকারকে তার মেয়াদ পূরণ করতে দেয়া৷ আর সরকারেরও উচিত ক্ষমতা কুক্ষিগত করার কোন চেষ্টা বা ইঙ্গিত না দেয়া৷ নূর খান বলেন, রাজনীতিতে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা প্রয়োজন৷ প্রয়োজন বিরোধী মতকে সম্মান দেয়া৷ তা না হলে সংঘাত থামান কঠিন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ