1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্যবসায়ীদের উদ্যোগ

৪ মে ২০১২

হরতাল ও রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে ব্যবসায়ী সমাজ৷ তাই রাজনৈতিক অস্থিরতা দূর করার উদ্যোগ নিচ্ছে এফবিসিসিআই৷

ছবি: DW/S.K.Dey

ব্যবসায়িক সমাজের উদ্যোগের পরিকল্পনা ও কর্মপ্রক্রিয়া ঠিক করতেই এফবিসিসিআই-এর প্রাক্তন সভাপতিরা নিজেদের মধ্যে দু'দফা বৈঠক করেছেন বলেও ডয়চে ভেলেকে জানিয়েছেন সংগঠনটির সাবেক সভাপতি আনিসুল হক৷

সে সব বৈঠকে এখনো কোনো কর্মপরিকল্পনা নির্দিষ্ট হয় নি৷ তবে, দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিবেশকে নিশ্চিত করার লক্ষ্যেই রাজনৈতিক স্থিতিশীলতা আনার জন্যে ‘‘আরো একটু প্রো-অ্যাকটিভ হওয়ার বিষয়ে সবাই একমত হয়েছেন৷''

‘‘আমরা যারা ট্রেড বডি, আমাদের তো কোনো লিগ্যাল অথরিটি নেই৷ আমাদের হাতে এমন কোনো ক্ষমতা নেই যা দিয়ে আমরা কালকেই রাজনৈতিক অস্থিরতা বন্ধ করে দিতে পারি৷ তবে, আমরা অ্যাপ্রোচ করতে পারি, আমরা চাপ প্রয়োগ করতে পারি, বিরোধী দলের সাথে দেখা করতে পারি, সরকারি দলের সাথে দেখা করতে পারি এবং জনমত গঠনের চেষ্টা করতে পারি৷ তবে, ঠিক কী কর্মপন্থা গ্রহণ করবো তা এখনো নির্ধারিত হয় নি'' বলেও উল্লেখ করেন তিনি৷

বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে কেন্দ্র করে ইতোমধ্যেই ৫ দিন হরতাল হয়েছে এবং সামনেও আরো হবে বলেও আশঙ্কা করছেন ব্যবসায়ীরা৷ কিন্তু হরতাল এর মতো জ্বালাও পোড়াও প্রতিবাদ বন্ধ করার পক্ষে আনিসুল হক৷

তিনি বলেন, ‘‘রাজনৈতিক প্রতিবাদের বিপক্ষে নয়, হরতালের বিপক্ষে আমাদের অবস্থান৷ আমরা ব্যবসায়ীরা হরতালের পক্ষে অতীতেও ছিলাম না, এখনো নেই, ভবিষ্যতেও থাকব না৷ আমাদের মূল কথা হচ্ছে, দেশের অর্থনীতি যেন বিপর্যস্ত না হয়৷ আর তাই, এফবিসিসিআই এর প্রাক্তন ও বর্তমান নেতারা মিলে আমরা কিছু করার চেষ্টা করছি৷''

প্রতিবেদন: আফরোজা সোমা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ