1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজপথের আন্দোলনকে সংসদে আনুন বিরোধীরা : সুরঞ্জিত

১১ অক্টোবর ২০১১

রাজপথের আন্দোলনের পাশাপাশি বিরোধীদের সংসদে ফিরে এসে নিজেদের দাবিদাওয়া জানাতে পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত৷

সুরঞ্জিত সেনগুপ্তছবি: Harun Ur Rashid Swapan

প্রত্যেক রাজনৈতিক দলেরই নিজস্ব দাবি থাকে৷ এবং সেই দাবির স্বপক্ষে জনমত গঠনের অধিকার থাকার পাশাপাশি, সংসদে এসেও সেই একই কথা বলার অধিকার তাদের আছে৷ এই মন্তব্যটি করে সুরঞ্জিত সেনগুপ্তের বক্তব্য, সেই দাবি দাওয়া নিয়ে সংসদে না এসে রাজপথের আন্দোলন করলে সেই বিশেষ দলের ভাবমূর্তি যেমন নষ্ট হতে থাকে, তেমনই, সাংবিধানিক আদল যায় নষ্ট হয়ে৷ যে কারণে, সাসংদ সুরঞ্জিত সেনগুপ্ত বিরোধী দলকে পরামর্শ দিয়েছেন, সংসদে ফিরে এসে নিজেদের দাবি দাওয়া তুলে ধরতে৷ যাকিনা সাংবিধানিক উপায়৷ সাংবিধানিক অধিকারের প্রয়োগ ব্যতীত সাংবিধানিক বিরোধী দলের অস্তিত্ব থাকেনা৷

কিন্তু বংলাদেশের রাজনীতিতে এ জিনিস নিয়মিত দেখা যায়, যে দলই বিরোধী আসনে যায়, তারা সংসদকে বয়কট করে থাকে৷ সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত মনে করেন, এই নেতিবাচক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতেই হবে৷ পরস্পরকে অবিশ্বাস, সংবিধান ও আইনের প্রতি অবমাননা৷ এ জিনিস অতীতে হয়নি বলে এখন হবেনা, এমনটা মনে করেন না সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত৷ তাঁর অভিমত, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ অত্যন্ত জরুরি বিষয়৷ গণতন্ত্রে যা আশু প্রয়োজন৷ একই পরিস্থিতিতে আওয়ামী লীগ কী করবে এ প্রশ্নের জবাবে সুরঞ্জিত সেনগুপ্ত জানান, সকলকেই এই গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস রাখতে হবে৷ এবং তাঁর প্রত্যাশা, পরবর্তীতে সেই ইতিবাচক উদ্যোগ দেখাবে তাঁর দল৷

বিএনপি-র দাবি, তত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন চায় তারা৷ সেই দাবিতেই চলছে আন্দোলন৷ সে প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত জানান, গোটা বিশ্বের কোথাওই নির্বাচন কমিশনকে বাদ দিয়ে নির্বাচন হয়না৷ ক্ষমতাসীন সরকার তাকে সমর্থন জানায় মাত্র৷ বাংলাদেশের ক্ষেত্রেও সেই মডেল অনুসৃত হতে চলেছে৷ এবং এই মডেলটি গণতন্ত্রকে আরও সুচারুভাবে প্রতিষ্ঠিত করবে বলেই সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত-র বিশ্বাস৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ