1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজবাড়িতে, রাজার হালে

মনিরুল ইসলাম২২ মার্চ ২০১৩

সামন্ত যুগের অবসান হয়েছে কবে, তবে তার চিহ্ন আছে এখনো৷ এই জার্মানিতেই, চলতে গেলে দেখা মিলবে অনেক দুর্গের৷ এই রকম একটি দুর্গে যদি রাত কাটাতে চান, তবে চলে যান হোটেল কোমব্যার্গে৷ প্রায় হাজার বিশেকের মতো দুর্গের একটি এটি৷

এরকম এক দুর্গের মধ্যে কী রাত কাটাতে মন চায়? (ফাইল ফটো)ছবি: Burgverwaltung Hohenzollern

বাভারিয়ার কোমব্যার্গ দুর্গটি ১ হাজার বছর আগের৷ ত্রয়োদশ শতক থেকে এই ক্যাসেলের ইতিহাস পাওয়া যাচ্ছে৷ ১৩১৮ সালে ন্যুরেমবার্গের ডিউক ফ্রেডেরিক দুর্গটি কিনে নেন৷ ১৭৯১ সালে এটি আসে প্রুশিয়ান রাজত্বে৷ ১৮ শতকের শুরুতে এই দুর্গটি হয় বাভারিয়ার রাজপ্রাসাদ৷ ১৯২৭ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত এটি জাপানের রাজপ্রতিনিধির আবাস ছিল৷ ১৯৬৪ সালের পর একটিকে হোটলে রূপান্তরিত করা হয়৷

দৃষ্টিনন্দন ওই দুর্গের বাতায়নে চোখ রাখলে দেখবেন দিগন্ত বিস্তৃত বন্ধুর এলাকা৷ সবুজে সবুজ৷ কাঠের পাটাতনের এই হোটেলে মধ্যযুগের নানা চিত্রকর্ম মুগ্ধ করবে আপনাকে৷ রাজকীয় সব ব্যাপার৷ থাকবেনও রাজার হালে৷ দুর্গের চারদিকের উঁচু প্রাচীর নিরাপত্তার আমেজ দেবে আপনাকে৷ হোটেলটিতে আধুনিক কক্ষও আছে৷ তবে দুর্গে গিয়ে পুরনো আমলের কক্ষে রাজার মতো থাকার মজাই তো আলাদা৷ হোটেলটিতে কোনো লিফট নেই৷ সুতরাং ওঠা নামার জন্য সিঁড়িই ভরসা৷ হোটেলটির সঙ্গে একটি চিড়িয়াখানাও আছে৷ যেখানে চরে বেড়াচ্ছে হরিণ৷

কোমব্যার্গ ক্যাসল হোটেলে ডাবল বেডরুমের ভাড়া শুরু হয় ৭৯ ইউরো থেকে৷ আর সিঙ্গেল রুমের ভাড়া ৪২ ইউরো থেকে৷ হানিমুন স্যুট আছে, ভাড়া ১৮৫ ইউরো৷ এখানে বিয়ের ব্যবস্থাও আছে৷ আর হোটেল খোলা থাকে সারা বছরই৷ তাই চলে যেতে পারেন যে কোনো সময়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ