রাজশাহীতে বিএনপির সমাবেশের আগে বাস চলাচল বন্ধ
২ মার্চ ২০২১রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বলেন, ‘‘মঙ্গলবার রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে সড়কে বিশৃঙ্খলা ও যানবাহনে হামলার আশঙ্কা করা হচ্ছে৷ এ কারণে সোমবার দুপুর থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে৷ সকাল থেকে কোনো বাস রাজশাহীতে আসছে না এবং রাজশাহী থেকে যাচ্ছে না৷’’
বগুড়ার শাকপালা বাসস্ট্যান্ডের চেইন মাস্টার মোবারক হোসেন বলেন, ‘‘বাস রাজশাহীর দিকে যাওয়ার চেষ্টা করলে থামিয়ে রেকার দিয়ে টেনে নেওয়ার জন্য রেকার আনা হয়েছে৷’’ তবে রেকার নিয়মিত কাজের অংশ হিসেবে আনা হয়েছে বলে জানান শাকপালায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট মাহবুর রহমান৷
বাস বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন গন্তব্যের যাত্রীরা দুর্ভোগে পড়েছেন৷ শাকপালা বাসস্ট্যান্ডে আসা তোফাজ্জল নামে এক যাত্রী বলেন, ‘‘রাজশাহী শিক্ষা বোর্ডে কাজ আছে কিন্তু এখানে এসে শুনছি বাস বন্ধ৷’’
বাস বন্ধের কারণ সম্পর্কে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন বলেন, বগুড়ায় তাদের এক শ্রমিককে মারধর করা হয়েছে এবং গ্রেপ্তারের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি পালন করা হচ্ছে৷ বগুড়া মোটর মালিক গ্রুপের সড়ক সম্পাদক ফিরোজ উদ্দিন লেবু বলেন, ‘‘সমাবেশ ঘিরে যদি কেউ গাড়ি ভাঙচুর করে তার দায় কে নেবে? তাই মৌখিকভাবে নির্দেশ দিয়ে গাড়ি বন্ধ রাখা হয়েছে৷’’
বাস চলাচল বন্ধ করাকে ‘সমাবেশ বানচালের কৌশল’ বলে মনে করছেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল৷
তিনি বলেন, ‘‘সমাবেশ বানচাল করতে সরকার কৌশলে মালিক ও শ্রমিকদের দিয়ে রাজশাহীর সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে৷ এর আগেও এই রকম করা হয়েছে, বিভাগীয় সমাবেশে যেন মানুষ না আসতে পারে৷’’
বিএনপি গত ৫ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে দেশের ছয় শহরে বিভাগীয় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করে৷
শনিবার খুলনার সমাবেশের আগের দিনও খুলনা জেলার ১৮টি সড়কে ২৪ ঘণ্টা পরিবহন চলাচল বন্ধ ঘোষণা করে জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতি৷
এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)