1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সহিংস হরতাল

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৯ ডিসেম্বর ২০১২

বাংলাদেশের রাজশাহী ও সিলেট বিভাগে জামায়াতে ইসলামীর ডাকে বুধবারের আধাবেলা হরতাল ছিল সহিংস৷ হরতাল সমর্থকরা যথারীতি গাড়ি ভাঙচুর ও আগুন লাগায়, হামলা করে পুলিশের গাড়িতে৷ পুলিশও টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে৷

Bangladeshi Islamic political party supporters acknowledge a rally leader during a nationwide strike in Dhaka on September 23, 2012. Most schools, shops and offices were closed in Bangladesh on Sunday as opposition parties enforced a nationwide strike to protest against the mocking of the Prophet Mohammed in a US Internet film. AFP PHOTO/Munir uz ZAMAN (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/GettyImages)
ফাইল ফটোছবি: MUNIR UZ ZAMAN/AFP/GettyImages

জামায়াতের কেন্দ্রীয় নেতা তাসনিম আলম সিদ্দিকীকে আটকের প্রতিবাদে জামায়াত শিবির বুধবার রাজশাহীতে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালন করে৷ হরতালের সময় রাজশাহীর বিনোদপুর এবং কাজলা এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত শিবিরের নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়৷ হরতাল সমর্থকরা পুলিশের একটি গাড়িতে বোমা এবং ককটেল ছুড়লে পুলিশও পাল্টা টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে৷ এই এলাকায় সংঘর্ষে ১২ জন আহত হয়৷ আটক করা হয়েছে ২০ জনকে৷

এছাড়া, বগুড়া এবং চাঁপাইনবাবগঞ্জে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে৷ হরতাল চলাকালে পুলিশ বগুড়া সদর উপজেলা জামায়াতের আমীর রফিকুল আলমকে আটক করলে জামায়াত-শিবিরের নেতা কর্মীরা মারমুখী হয়ে পুলিশের ওপর চড়াও হয়৷ তারা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়৷

জামায়াতের কেন্দ্রীয় আরেক নেতা শফিকুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে সিলেট বিভাগে আধা বেলা হরতাল পালন করে জামায়াত৷ সিলেটে হরতাল চলাকালে গাড়ি ভাঙচুর এবং পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে৷

এদিকে, দুপুরে ঢাকার মহাখালী এলাকায় হঠাৎ করেই আটক নেতাদের মুক্তির দাবিতে মিছিল বের করে জামায়াত-শিবির৷ এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ পুলিশ তাদের ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়৷

ওদিকে, কাল ঢাকা ছাড়া সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডকেছে ১২টি সমমনা ইসলামি দল৷ ঢাকায় এই হরতাল হবে আধাবেলা৷ জাময়াত শিবরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে বাম দলগুলোর গতকালের হরতালের প্রতিবাদে এই হরতাল ডাকা হয়েছে৷ জামায়াত এই হরতালে সমর্থন দিয়েছে৷ আর আইনমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, তাদের উদ্দেশ্য যুদ্ধাপরাধীদের রক্ষা করা৷ কিন্তু তাদের এই উদ্দেশ্য সফল হবেনা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ