1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজাকার মোবারকের মৃত্যুদণ্ডের রায়ে প্রতিক্রিয়া

২৪ নভেম্বর ২০১৪

একাত্তরে ব্রাহ্মণবাড়িয়ার ‘রাজাকার কমান্ডার’ ও স্থানীয় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোবারক হোসেনকে হত্যা, নির্যাতনের মতো যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত৷

Dhaka Demonstrationen
ছবি: picture alliance/ZUMA Press

রায় প্রকাশের পর ফেসবুকে তেমন একটা লেখালেখি না হলেও, টুইটারে অনেকেই শেয়ার করেছেন খবরটি৷ ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম লিখেছে, যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম সোমবার এই রায় ঘোষণা করেন৷ মোবারক হোসেনের বিরুদ্ধে ফাঁসির রায় পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ৷ তাঁর বিরুদ্ধে হত্যা, অপহরণ ও লুটতরাজের মতো পাঁচ যুদ্ধাপরাধের অভিযোগ ছিল, যার মধ্যে দুটি প্রমাণিত হয়েছে৷

সেলিম সামাদ টুইটারে পাকিস্তানের অনলাইন সংবাদ পত্রিকা ডন থেকে এ সংক্রান্ত খবরটি শেয়ার করেছেন৷

বাংলাদেশের প্রথমসারির দৈনিকগুলো গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে খবরটি৷

বাংলানিউজ টুয়েন্টিফোর ডট কম অবশ্য ভিন্ন দৃষ্টিভঙ্গিতে খবরটি ছেপেছে৷

হ্রিতোহ্রি মেঘলা ইংরেজি দৈনিক ডেইলি স্টারের খবরটি টুইটারে শেয়ার করেছেন৷

মোহাম্মদ ফজলে রাব্বী এবং সিরেশ চন্দ্র টুইটারে টুইট করেছেন খবরটি৷

রুবেল আহমেদ টুইটারে সংবাদটি শেয়ার করে লিখেছেন রাজাকার মোবারকের মৃত্যুদণ্ড৷

সংকলন: অমৃতা পারভেজ

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ