1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজাপুরে ফিরতে পারছে না লিমন

৩ জুন ২০১১

রবিবার, ব়্যাবের গুলিতে আহত ঝালকাঠির রাজাপুরের কলেজ ছাত্র লিমন হোসেনের ব্যাপারে রিপোর্ট দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি৷ এদিকে, লিমন ঢাকার পঙ্গু হাসপাতালে আরো দু’দিন থাকার সুযোগ পেয়েছে৷

Rapid Action battalion (RAB) members, Foto: Harun Ur Rashid Swapan/DW, eingepflegt: Januar 2011, Zulieferer: Mohammad Zahidul Haque
ফাইল ফটোছবি: DW/Harun Ur Rashid Swapan

পঙ্গু লিমনকে বৃহস্পতিবার ঢাকার পঙ্গু হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়ার কথা ছিল৷ কিন্তু লিমন ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তার কারণে, তাকে আরো দু'দিন হাসপাতালে থাকতে দেওয়ার অনুরোধ জানালে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের আবেদন গ্রহণ করে৷

লিমন জানায়, হাসপাতাল থেকে ছাড়া পেলেও সে ও তার পরিবারের সদস্যরা, তাদের বাড়ি রাজাপুরে ফিরতে পারবেনা৷ কারণ ব়্যাবের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নিতে, তাদের হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছে লিমন৷ অর্থাৎ, মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছে ব়্যাবের সোর্স পরিচয় দেয়া সন্ত্রাসীরা৷ তাই লিমন, তাকে গুলি করার বিষয়ে সুষ্ঠু তদন্তের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে৷ তার কথা, সে যদি সত্যিই সন্ত্রাসী হয়, প্রধানমন্ত্রী যেন তাকে শাস্তি দেন৷ হাসপাতালে লিমনের মা হেনোয়ারা বেগম সন্তানের ভবিষ্যত চিন্তায় কান্নায় ভেঙ্গে পড়েন৷ তিনিও জানান, মামলা তুলে নেয়ার জন্য তাদের হুমকি দেয়ার কথা৷

এদিকে সরকার নিয়ন্ত্রত বার্তা সংস্থা বাসস বুধবার লিমনের ব্যাপারে একটি সংবাদ প্রকাশ করে, কয়েকঘণ্টা পর তা আবার প্রত্যাহার করে নেয়৷ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান তাতে বিস্ময় প্রকাশ করে খবরের বিষয়বস্তু জানান সংবাদ মাধ্যমকে৷

অন্যদিকে লিমনের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি আগামী রবিবার মন্ত্রণালয়ে তাদের রিপোর্ট জমা দেবে৷ বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শওকত আকবর ঐ কমিটির প্রধান৷ ইতিমধ্যেই এ বিষয়ে রিপোর্ট দিয়েছে ব়্যাবের একাধিক তদন্ত কমিটি৷ গত ২৩শে মার্চ রাজাপুরে ব়্যাব এক সন্ত্রাসীকে ধরতে গেলে, লিমন পায়ে গুলিবিদ্ধ হয়৷ এনিয়ে ব়্যাব লিমনের বিরুদ্ধে দু'টি মামলাও করে৷ অবশ্য লিমনের পরিবারের দাবি, নিরীহ লিমনের পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করেছে ব়্যাব৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ / আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ