1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজারবাগ পুলিশ লাইনে প্রতিরোধ

২৫ মার্চ ২০১৮

২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে ঢাকায় প্রথম গণহত্যা শুরু করে৷ আর রাজারবাগ পুলিশ লাইনে ওই রাতেই প্রথম প্রতিরোধ শুরু হয়৷ সাড়ে তিনঘণ্টার সেই প্রতিরোধ যুদ্ধের কথা জনিয়েছেন তিন মুক্তিযোদ্ধা৷

প্রতীকী ছবিছবি: Journey/R. Talukder

শাহজাহান মিয়া ছিলেন ওয়্যারলেস অপারেটর৷ আবু শামা ছিলেন অস্ত্রাগারের দায়িত্বে একজন পুলিশ কনস্টেবল৷ আর আব্দুল আলী পুলিশের তৎকালীন আইজি তসলিম উদ্দিনের বডিগার্ড৷ থাকতেন রাজারবাগে৷ তারা তিনজনই ডয়চে ভেলেকে জানান, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের পরই ভিতরে ভিতরে প্রস্তুতি চলছিল৷ ২৫ মার্চ বিকেল থেকেই রাজারবাগের আশেপাশের সড়কে ট্রাকে করে রেকি করে পাকিস্তানি বাহিনী৷ আর রাত ৯টার পরই খবর আসে রাজারবাগ পুলিশ লাইনে আক্রমণ হতে পারে

তখন রাজারবাগের অস্ত্রাগার খুলে চার শতাধিক অন্ত্র নিয়ে রাজারবাগের পুলিশ সদস্যরা রাজারবাগ এবং আশাপাশ এলাকায় পজিশন নেয়৷ রাত সাড়ে ১১টায় দ্বিতীয় দফা পাগলা ঘণ্টা বাজিয়ে অস্ত্রাগারের সব অস্ত্র বিলি করা হয় পুলিশ সদস্যদের মাঝে৷ এরপর রাত সাড়ে ১১টার কিছু পরে তারা রাজাররবাগের দিকে আসতে শুরু করলে পথেই প্রতিরোধের মুখে পড়ে৷ 

Abu Sama.mp3 - MP3-Stereo

This browser does not support the audio element.

শাহজাহান মিয়া বলেন, ‘‘রাত ১১টা ৫০ মিনিটের দিকে পাকিস্তানি বাহিনী চামেলিবাগে প্রথম পুলিশ ব্যারিকেডের মুখে পড়ে৷ সেখানেই দুই পাকসেনা পুলিশের গুলিতে নিহত হয়৷ এটাই ছিল স্বাধীনতা সংগ্রামের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে প্রথম বুলেট৷ আমি এবং ওয়্যারলেস অপারেটর মনির তখন ওয়্যারলেস রুমে চলে যাই৷ সেখানে একটি ওয়্যারলেস বার্তা আমি লিখে তা ওয়্যারলেসের মাধ্যমে ১৯ জেলা, ৩৬টি সাব ডিভিশন এবং সব পুলিশ লাইন্সে ওয়্যারলেসের মাধ্যমে জানিয়ে দিই৷ বার্তাটা ছিল: ‘দ্য বেস ফর অল স্টেশন পূর্ব পাকিস্তান পুলিশ, কীপ লিসেনিং, ওয়াচ, উই আর অলরেডি অ্যাটাক্ড বাই পাক আর্মি, ট্রাই টু সেভ ইয়োরসেলফ্, ওভার এন্ড আউট৷' আমি বেশ কয়েকেবার ম্যাসেজটি ট্রান্সমিট করি৷ তখন চারদিকে হাজার হাজার গুলির শব্দ৷ আমরাও তখন অন্ত্র নিয়ে পুলিশ লাইনের চার তলার ছাদে চলে যায়৷''

আবু শামা বলেন, ‘‘২৫ মার্চ রাত সাড়ে ৯টার দিকে আমরা রাজারবাগ অস্ত্রাগারের সামনে স্বাধীন বাংলাদেশের পাতাকা উত্তোলন করি৷ স্লোগান দেই বীর বাঙালি অস্ত্র ধর বাংলাদেশ স্বাধীন কর৷ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু৷ তখন অস্ত্রাগারের দায়িত্বে থাকা সুবেদার আবুল হাসেম অস্ত্রাগারে তালা মেরে চাবি আর আই মফিজ সাহেবের কাছে রেখে পালিয়ে যান৷ আমরা খবর পাই ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনী বের হয়েছে৷ তখন আমরা মফিজ সাহবেবের বাসায় দৌড়ে গিয়ে চাবি নিয়ে আসি৷ তিনি চাবি দিতে চাননি৷ আমরা জোর করে চাবি এনে অস্ত্রাগার খুলে দিই৷ রাইফেল নিয়ে আমরা পজিশনে চলে যাই৷ অস্ত্রাগার তালা মেরে দেয়া হয়৷ রাত সাড়ে ১১টার দিকে আমাদের ওপর যখন চূড়ান্ত আক্রমণ শুরু হয় তখন আমরা পাগলা ঘণ্টা বাজাই৷ তখন বাকি যারা ছিলেন তারাও বের হয়ে এসে অস্ত্রাগার ভেঙ্গে বাকি অস্ত্র হাতে নিয়ে প্রতিরোধ গড়ে তোলে৷ প্রায় সাড়ে তিন ঘণ্টা আমরা প্রতিরোধ চালিয়ে যাই৷ লড়াই করি৷ এই সময়ে পাকিস্তানি বাহিনী রাজারবাগ পুলিশ লাইনের ভিতরে ঢুকতে পারেনি৷ সাড়ে তিন ঘণ্টায় আমাদের গুলি ফুরিয়ে যায়৷ আমাদের গুলি বন্ধ হয়ে যায়৷ এরপর চারটি ব্যারাকে পাকিস্তানি বাহিনী আগুন ধরিয়ে দেয়৷'' 

Abdul Ali.mp3 - MP3-Stereo

This browser does not support the audio element.

তিনি বলেন, ‘‘সারারাত তারা গুলি ও কামানের গোলা ছোড়ে৷''

তৎকালীন আইজিপি'র বডিগার্ড আব্দুল আলী বলেন, ‘‘রাত ১১টা ৩০ মিনিটে আমি বঙ্গবন্ধুর ছেলের (শেখ কামাল) মাধ্যমে বঙ্গবন্ধুর নির্দেশনা পাই৷ আর তখন পাগলা ঘণ্টা বাজিয়ে ফোর্স জমায়েত করি৷ তখন চাবি না পেয়ে রাইফেল দিয়ে অস্ত্রাগারের তালা ভাঙ্গা হয়৷ আমি নিজেই অস্ত্রাগারে ঢুকে সহকর্মীদের হাতে অস্ত্র তুলে দিই৷ রাত সাড়ে ১২টার দিকে রাজারবাগের কাছে যখন পাকিস্তানি সেনাবাহিনী পৌঁছে যায় তখন আমরা রাজারবাগ থেকে গুলি ছুড়ে যুদ্ধ শুরু করি৷ তারা কামান ও ট্যাংকের গোলা ছোড়ে৷ আমরা ৩০৩ রাইফেল দিয়ে জবাব দিই৷''

এই মুক্তিযোদ্ধা বলেন, ‘‘২৬ মার্চ ভোরে পাকিস্তানি বাহিনী রাজারবাগ পুলিশ লাইনের ভিতরে প্রবেশ করে পুলিশ লাইনের চারতলা ভবনের ছাদে পানির ট্যাংকের নীচে আমরা অনেকে লুকিয়ে ছিলাম৷ আরো বিভিন্ন জায়গায় ২০/২৫ জনকে পায় তারা৷ বাকিরা বাইরে চলে যেতে সক্ষম হয়৷ আমাদের আটক করে বেয়নেট দিয়ে খুচিয়ে নির্মম নির্যাতন করা হয়৷ আমরা তখন অনেক পুলিশ সদস্যদের লাশ পরে থাকতে দেখি৷ দেড়শ'র মত পুলিশ সদস্য প্রাণহারান৷''

আব্দুল আলী বলেন, ‘‘আমাদের ২৮ মার্চ পর্যন্ত বন্দি রাখা হয়৷ এই সময়ে আমাদের কোন খাবার, এমনকি পানিও দেয়া হয়নি৷ এরপর আমাদের ঢাকা জেলা পুলিশ সুপার ই এ চৌধুরীর কাছে হস্তান্তর করা হয়৷ আমাদের সেখান থেকে ছেড়ে দিয়ে একটি নির্দিষ্ট দিনে কাজে যোগ দিতে বলা হয়৷ কিন্তু আমরা তা করিনি৷ আমরা পালিয়ে গিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেই৷'' 

Sahajahan Mia.mp3 - MP3-Stereo

This browser does not support the audio element.

তারা তিনজনই প্রথমে ভারতে যান৷ সেখান থেকে ফের বাংলাদেশে প্রবেশ করে মুক্তিযুদ্ধে অংশ নেন৷

শাহজাহান মিয়া তাঁর তিন ভাইকে নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন৷ যুদ্ধ করেন ৯ নম্বর সেক্টরে৷ তাঁর এক ভাই মুক্তিযুদ্ধে শহিদ হন৷ আর আবু শামা ৩ নম্বর সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে গুরুতর আহত হন৷ আব্দুল আলি মেঘালয়ে প্রথমে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষক হিসেবে কাজ করেন৷ এরপর ময়মনসিংহ এলকায় মুক্তিযুদ্ধে অংশ নেন৷

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তারা তিনজনই চাকরিতে যোগ দেয়ার পর অবসরে যান৷ তবে এরমধ্যে আব্দুল আলীকে জিয়াউর রহমানের শাসনামলে বিচারের মুখোমুখি হতে হয়েছিল৷ আব্দুল আলী বলেন, ‘‘১৯৭৭ সালে জিয়ার সময়ে স্পেশাল মার্শাল ল' ট্রাইবুন্যালে আমাকে বিচারের মুখোমুখি করা হয়৷ ২৫ মার্চ রাজারবাগে পাগলাঘণ্টা বাজান, অস্ত্রাগার ভাঙ্গা এইসব অপরাধে আমাকে তখন ফাঁসিতে ঝোলানোর প্রস্তুতি নেয়া হয়৷ পরে চাকরিচ্যুতির শর্তে আমি প্রাণে বেঁচে যাই৷''

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ