1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিক্যানাডা

রাজা চার্লসের সঙ্গে বৈঠকে ক্যানাডার ‘স্বাধীনতা রক্ষা' ইস্যু

৩ মার্চ ২০২৫

ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ব্রিটিশ রাজা চার্লসের সঙ্গে সোমবারের বৈঠকে অগ্রাধিকার পাচ্ছে তার দেশের স্বাধীনতা রক্ষার বিষয়টি৷

ডনাল্ড ট্রাম্প ও ট্রুডো
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ক্যানাডা যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য হওয়া উচিতছবি: Evan Vucci/AP/dpa/picture alliance

ক্যানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য করতে ডনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গে তিনি এ কথা বলেন৷

রোববার লন্ডনে সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রুডো বলেন, তার দেশের জনগণের জন্য ‘সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার' চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়৷

ট্রাম্পের এ বক্তব্যের পর সে নিয়ে কোনো প্রতিক্রিয়া না দেখানোয় ক্যানাডায় রাজা চার্লসের সমালোচনা হয়েছে৷ যুক্তরাজ্যের সাবেক উপনিবেশ ও কমনওয়েলথের সদস্য ক্যানাডার হেড অফ স্টেট হলেন ব্রিটিশ রাজা৷

গত সপ্তাহে রাজা চার্লস মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ব্রিটেন সফরের আমন্ত্রণ জানিয়েছেন৷ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার তার পক্ষে ওভাল অফিসে এই আমন্ত্রণ জানান৷

এদিকে, ট্রুডো ইউক্রেন ইস্যুতেও তার অবস্থান জানিয়ে দিয়েছেন৷ তিনি বলেন, ‘‘আমি জেলেনস্কির সঙ্গে আছি৷''

জেডএ/এসিবি (এপি, রয়টার্স)

শিখ নেতার মৃত্যুর পেছনে ভারত: ক্যানাডার যত যুক্তি

18:31

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ