রোববার লন্ডনে সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রুডো বলেন, তার দেশের জনগণের জন্য ‘সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার' চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়৷
ট্রাম্পের এ বক্তব্যের পর সে নিয়ে কোনো প্রতিক্রিয়া না দেখানোয় ক্যানাডায় রাজা চার্লসের সমালোচনা হয়েছে৷ যুক্তরাজ্যের সাবেক উপনিবেশ ও কমনওয়েলথের সদস্য ক্যানাডার হেড অফ স্টেট হলেন ব্রিটিশ রাজা৷
ক্যানাডা-আমেরিকার সীমান্ত দেখতে কেমন?
বিশ্বের সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত ক্যানাডা ও আমেরিকার মধ্যে৷ চলুন সেই সীমান্তের কিছু অংশ দেখে নিই ছবিঘরে৷
ছবি: Todd Korol/REUTERS
পাখির চোখে সীমান্ত
ড্রোন দিয়ে ক্যানাডা ও আমেরিকার মধ্যকার সীমান্তের এই ছবিটি তোলা হয়েছে৷ দুই দেশের পাঁচ হাজার কিলোমিটার স্থল সীমান্তের বড় অংশে এরকম একটা ফাঁকা জায়গা দেখা যায়৷ এমনকি জঙ্গলের মধ্য দিয়ে চলে যাওয়া সীমান্তেও দুই দেশ ছয় মিটারের একটি ফাঁকা জায়গা রেখেছে৷
ছবি: Brian Snyder/REUTERS
সীমান্তে ক্যামেরা
দুই দেশের সীমান্তের কোথাও কোথাও ‘ট্রেইল ক্যামেরা’ বসানো রয়েছে৷ এসব ক্যামেরা দিয়ে প্রাণী এবং মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করা যায়৷
ছবি: Carlos Osorio/REUTERS
শান্তিপূর্ণ সীমান্ত
দুই দেশের নিরাপত্তারক্ষীদেরকে মাঝে মাঝে সীমান্তে আড্ডা দিতে দেখা যায়৷ দীর্ঘ এই সীমান্ত শান্তিপূর্ণ বলেই পরিচিত৷
ছবি: Carlos Osorio/REUTERS
সীমান্ত খুঁটি
ক্যানাডা ও আমেরিকার মধ্যকার সীমান্তে একটি খুঁটি দেখা যাচ্ছে৷ এটি বিশ্বের সবচেয়ে বড় অরক্ষিত সীমান্তও৷
ছবি: Carlos Osorio/REUTERS
মহাসড়কের মধ্য থেকে সীমান্ত
এই মহাসড়কের বামে ক্যানাডা এবং ডানে মার্কিন যুক্তরাষ্ট্র৷ দুই দেশের গাড়িই বিনাবাধায় চলে এখানে৷
ছবি: Carlos Osorio/REUTERS
তুষারে ঢাকা সীমান্ত
তুষারে ঢেকে আছে দুই দেশের সীমান্ত৷ স্থলসীমান্ত ছাড়াও দুই দেশের মধ্যে প্রায় চার হাজার কিলোমিটার জলসীমাও রয়েছে৷
ছবি: Todd Korol/REUTERS
6 ছবি1 | 6
গত সপ্তাহে রাজা চার্লস মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ব্রিটেন সফরের আমন্ত্রণ জানিয়েছেন৷ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার তার পক্ষে ওভাল অফিসে এই আমন্ত্রণ জানান৷
এদিকে, ট্রুডো ইউক্রেন ইস্যুতেও তার অবস্থান জানিয়ে দিয়েছেন৷ তিনি বলেন, ‘‘আমি জেলেনস্কির সঙ্গে আছি৷''