1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘রাজ্জাক তো ফিরছেন, এবার কি নতুন কিছু?'

২৫ জুন ২০১৫

অবশেষে দেশে ফিরছেন বিজিবির নায়েক আবদুর রাজ্জাক৷ তবে রোহিঙ্গাদের বিষয়ে এখনো কোনো সুখবর নেই৷ তাই মিয়ানমারছাড়া মুসলমানদের প্রতি সহানুভূতি এবং মিয়ানমার সরকারের বিরুদ্ধে বিক্ষোভের কথাই লেখা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়৷

Malaysische Küstenwache sucht nach Bootsflüchtlingen
ছবি: AFP/Getty Images/Manan Vatsyayana

বৃহস্পতিবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র প্রতিনিধি দলের সঙ্গে পতাকা বৈঠকের পর রাজ্জাককে ফিরিয়ে দেয় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)৷ নাফ নদী থেকে অপহরণের এক সপ্তাহ পর তাঁকে ফেরত দেওয়া হলো৷

রাজ্জাকের ফেরা নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল৷ এর আগে বিজিপি জানায়, সাগর থেকে উদ্ধার করা ৫৫৫ জনকে বাংলাদেশ ফেরত নিলে নায়েক রাজ্জাককে ফেরত দিয়ে দেবে৷ বাংলাদেশ সরকার এ শর্ত পূরণে সম্মতি না জানিয়ে অসন্তোষ প্রকাশ করে৷ বিজিপির পক্ষ থেকে শর্ত প্রদানের আগেই অবশ্য মিয়ানমারের ঢাকাস্থ রাষ্ট্রদূতের কাছে নায়েক রাজ্জাকের বিষয়টি নিয়ে অসন্তোষ জানিয়ে তাঁকে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছিল বাংলাদেশ সরকার৷

গত দু'দিনে সংবাদমাধ্যমে অবশ্য পরিস্থিতির উন্নতির খবরও এসেছে৷ মিয়ানমারের বিজিপির পক্ষ থেকে জানানো হয়েছিল, রাজ্জাক ভালো আছেন৷ এরপরই বৃহস্পতিবার সকালে শীর্ষে চলে আসে রাজ্জাককে ফিরিয়ে আনার জন্য বিজিবির সাত সদস্যের প্রতিনিধি দলের মিয়ানমারের উদ্দেশ্যে রওনা হওয়ার খবর৷ এ খবর টুইট করেছেন অনেকেই৷

প্রতিনিধি দল রওনা হওয়ার পর থেকেই আশার কথাও লিখেছেন কেউ কেউ৷

আশা বিফলে যায়নি৷ নায়েক রাজ্জাক সত্যিই ফিরছেন৷ ফিরছেন নিজের দেশে, নিজের ঘরে, সদ্যোজাত সন্তানের কাছে৷ কাকতালীয়ভাবে আন্তর্জাতিক বাবা দিবসেই বাবা হয়েছেন রাজ্জাক৷ সন্তানের জন্মের সময় তাঁর মিয়ানমারে আটক থাকার বিষয়টি নাড়া দেয় সবাইকেই৷

বৃহস্পতিবার বিজিবির প্রতিনিধি দল মিয়ানমারে পৌঁছানোর পর থেকেই শুরু হয়েছিল প্রতীক্ষা৷

কয়েক ঘণ্টার মধ্যেই প্রতীক্ষার অবসান ঘটিয়েছে রাজ্জাককে ফিরিয়ে দিতে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর রাজি হওয়ার খবর৷ তবে গত কিছুদিন ধরে বাংলাদেশে উৎকণ্ঠায়, দুশ্চিন্তায় থাকার মতো কিছু না কিছু ঘটছেই৷ তাই কারো কারো মনে ইতিমধ্যে প্রশ্ন জেগেছে – রাজ্জাক তো ফিরছেন, বিতর্কের জন্ম দেয়ার মতো নতুন কি ঘটতে পারে?

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ