1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজ পরিবারের বিয়ে নিয়ে ছবি

৪ ফেব্রুয়ারি ২০১১

সাধারণত বিশেষ কোনো ঘটনা ঘটে যাওয়ার পর সেটা নিয়ে তৈরি করা হয় ছবি৷ কিন্তু রাজারাজড়াদের ব্যাপার স্যাপারই আলাদা৷ তার ওপর ব্রিটেনের যুবরাজ উইলিয়াম বলে কথা৷

ব্রিটেনের যুবরাজ উইলিয়াম ও কেট মিডলটনছবি: picture-alliance/dpa

তাইতো বিয়ের আগেই যুবরাজ এবং তাঁর হবু স্ত্রী কেট মিডলটনের প্রেম কাহিনী নিয়ে শুরু হয়ে গেছে ছবি তৈরির আয়োজন৷ টিভি ফিল্মটির নাম ‘উইলিয়াম অ্যান্ড কেট'৷ ফ্রান্ক কনিংসবার্গ'এর পরিকল্পনায় এই ছবির প্রযোজনা করছে ‘ইউএস টৈলিভিশন নেটওয়ার্ক লাইফ টাইম'৷ সেখানে যুবরাজের প্রেমিকা কেটের চরিত্রে অভিনয় করবেন ব্রিটিশ অভিনেত্রী ক্যামেলিয়া লুডিংটন৷ আর যুবরাজ উইলিয়ামের চরিত্রে অভিনয় করবেন নিউজিল্যান্ড বংশোদ্ভূত অভিনেতা নিকো ইভারস সোয়েনডেল৷ ব্রিটিশ অভিনেতা বেন ক্রস অভিনয় করবেন যুবরাজের বাবা প্রিন্স চার্লস এর ভূমিকায়৷

প্রিন্স চার্লসছবি: picture alliance / empics

স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ে ‘শিল্প কলার ইতাহাস' বিষয়ে পড়াশুনা করার সময় প্রথম পরিচয় হয় উইলয়াম এবং কেটের৷ আর সেই সময় থেকে শুরু হচ্ছে ছবির কাহিনী৷ তারপর নয় বছরের প্রেম কাহিনীতে সামাজিক এবং রাজ পরিবারের বিভিন্ন চাপ৷ অতঃপর তাদের বিয়ে নিয়ে গণমাধ্যমগুলোর হৈ চৈ সবকিছুই থাকছে এই ছবিতে৷

ছবির নায়িকা হালকা পাতলা গড়নের ক্যামেলিয়া লুডিংটন৷ বাদামি চুল আর চোখের এই নায়িকাকে আগে দেখা গেছে যুক্তরাষ্ট্রের টিভি সিরিজগুলোতে৷ তিনি নাকি গানও গাইতে পারেন৷ পছন্দ করেন সাইকেল চালাতে এবং সাঁতার কাটতে৷ ব্রিটিশ এবং অস্ট্রেলিয়ান দু'রকম ইংরেজি উচ্চারণেই পারদর্শী এই অভিনেত্রী৷

গত বছর অক্টোবরে কেনিয়ায় সম্পন্ন হয় উইলিয়াম এবং কেটের বাগদান৷ আর নভেম্বরে রাজ পরিবারের পক্ষ থেকে এই খবর ঘোষণা করা হলে গণমাধ্যমগুলোতে পড়ে যায় হৈ চৈ৷ যদিও তাঁদের বিয়ের দিন ধার্য করা হয়েছে আগামী এপ্রিল মাসের ২৯ তারিখে৷ মানে মাঝে আরও কিছু সময় বাকি আছে৷ কিন্তু লন্ডনবাসীর সঙ্গে সঙ্গে সারা বিশ্বের মানুষ এখন অপেক্ষা করছে সেই রাজকীয় বিয়ের খবরের জন্য৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ