1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাতের অন্ধকারে ভাঙচুর করা হল বঙ্গবন্ধুর ভাস্কর্য

৫ ডিসেম্বর ২০২০

বাংলাদেশের কুষ্টিয়ায় শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে৷ পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত, পুরো মুখ ও বাম হাতের অংশ বিশেষ রাতে কোন এক সময় ভাঙ্গা হয়৷ 

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরছবি: bdnews24

ঘটনাটি কারা ঘটিয়েছে তা তৎক্ষণাৎ না জানা গেলেও পুলিশ জানিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে৷

‘‘শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে,'' ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভির আরাফাত৷  

অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে, বলছে কর্তৃপক্ষছবি: bdnews24

এর আগে, শনিবার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে৷ এর প্রতিবাদে শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেট চত্বর ও থানা মোড়ে বিক্ষোভ সমাবেশ, মিছিল ও মানববন্ধন করা হয়৷ সেখানে আওয়ামী লীগ, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন অংশ নেয়৷

তবে ভাঙচুরে অংশ নেয়াদের পরিচয় শনিবার বিকেল পর্যন্ত জানা যায়নি৷

নির্মাণাধীন ভাস্কর্যটির উদ্যেক্তা কুষ্টিয়া পৌরসভা কর্তৃপক্ষ৷ একই বেদিদে থাকবে জাতীয় চার নেতার ভাস্কর্যও৷

‘‘বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য স্থাপনের কাজ প্রায় শেষের দিকে,'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম৷ ‘‘এর মধ্যে  হঠাৎ করে রাতে দুর্বৃত্তরা এই ভাষ্কর্যটির ডান হাত, পুরো মুখ মণ্ডল ও বাঁ হাতের অংশ বিশেষ ভেঙে ফেলেছে৷''

কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন বলেছেন যে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে৷ ‘‘বিজয় মাসে জাতির পিতা ও স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে,'' বলেন তিনি৷

বাংলাদেশে গেল কিছুদিন ধরে ‘ধর্মীয় কারণ’ দেখিয়ে বঙ্গবন্ধুসহ সব ধরনের ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে আসছে ইসলামপন্থি কয়েকটি গোষ্ঠী৷ এ নিয়ে সরকারি দলের অনেকেই মুখ খুলেছেন এবং সমালোচনা করেছেন৷ দুই পক্ষের বাক-বিতণ্ডার মধ্যেই শুক্রবার রাতে কুষ্টিয়ায় ঘটনাটি ঘটল৷  

জেডএ/এআই (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ