বাংলাদেশের কুষ্টিয়ায় শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে৷ পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত, পুরো মুখ ও বাম হাতের অংশ বিশেষ রাতে কোন এক সময় ভাঙ্গা হয়৷
বিজ্ঞাপন
ঘটনাটি কারা ঘটিয়েছে তা তৎক্ষণাৎ না জানা গেলেও পুলিশ জানিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে৷
‘‘শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে,'' ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভির আরাফাত৷
এর আগে, শনিবার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে৷ এর প্রতিবাদে শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেট চত্বর ও থানা মোড়ে বিক্ষোভ সমাবেশ, মিছিল ও মানববন্ধন করা হয়৷ সেখানে আওয়ামী লীগ, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন অংশ নেয়৷
তবে ভাঙচুরে অংশ নেয়াদের পরিচয় শনিবার বিকেল পর্যন্ত জানা যায়নি৷
নির্মাণাধীন ভাস্কর্যটির উদ্যেক্তা কুষ্টিয়া পৌরসভা কর্তৃপক্ষ৷ একই বেদিদে থাকবে জাতীয় চার নেতার ভাস্কর্যও৷
‘‘বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য স্থাপনের কাজ প্রায় শেষের দিকে,'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম৷ ‘‘এর মধ্যে হঠাৎ করে রাতে দুর্বৃত্তরা এই ভাষ্কর্যটির ডান হাত, পুরো মুখ মণ্ডল ও বাঁ হাতের অংশ বিশেষ ভেঙে ফেলেছে৷''
কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন বলেছেন যে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে৷ ‘‘বিজয় মাসে জাতির পিতা ও স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে,'' বলেন তিনি৷
বাংলাদেশে গেল কিছুদিন ধরে ‘ধর্মীয় কারণ’ দেখিয়ে বঙ্গবন্ধুসহ সব ধরনের ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে আসছে ইসলামপন্থি কয়েকটি গোষ্ঠী৷ এ নিয়ে সরকারি দলের অনেকেই মুখ খুলেছেন এবং সমালোচনা করেছেন৷ দুই পক্ষের বাক-বিতণ্ডার মধ্যেই শুক্রবার রাতে কুষ্টিয়ায় ঘটনাটি ঘটল৷
জেডএ/এআই (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম)
মুসলিম দেশে নানারকমের ভাস্কর্য
বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরির পরিকল্পনাকে ইসলামের দৃষ্টিতে অনুচিত দাবি করেছেন হেফাজতে ইসলামের একাধিক নেতা৷ ছবিঘরে দেখুন তুরস্ক, ইরান, ইরাক, ইন্দোনেশিয়া, লেবানন, আলজেরিয়ার মতো মুসলিমপ্রধান দেশের কিছু ভাস্কর্য ...
ছবি: Irna
ইন্দোনেশিয়া
সবচেয়ে বেশি মুসলিমের বাস যে দেশে, সেই ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শৈশবের ভাস্কর্য৷
ছবি: AP
তুরস্ক
ইস্তাম্বুলে সেন্ট আনতুয়ান ক্যাথলিক চার্চের বাইরে পোপ জন পল ২৩-এর ভাষ্কর্য৷
ছবি: Reuters/M. Sezer
তুরস্ক
ইস্তাম্বুলে আধুনিক তুরস্কের স্থপতি কামাল আতাতুর্কের ভাস্কর্য৷
ছবি: picture-alliance/AP Photo/L. Pitarakis
ইরান
রাজধানী তেহরানে ঘায়েম মাঘাম ফারাহানির ভাষ্কর্য৷১৮৩৫ সালে মারা গেলেও রাষ্ট্রবিজ্ঞানী, সমাজসংস্কারক ফারাহানিকে এখনো এভাবে জনজীবনের অংশ করে রেখেছে ইরান৷
ছবি: Irna
ইরান
গত মার্চ মাসে তাবরিজ শহরে তোলা ছবি৷ করোনার বিষয়ে সচেতনতা বাড়াতে ভাস্কর্যের মুখেও পরানো হয়েছে মাস্ক৷
ছবি: picture-alliance/AA/Str
লেবানন
লেবাননের রাজধানী বৈরুতে সে দেশের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির ভাস্কর্য৷ ২০০৫ সালে এক গাড়িবোমা বিস্ফোরণে তিনি মারা যান৷ ঘটনাস্থলেই প্রয়াত প্রধানমন্ত্রীর ভাস্কর্য৷
ছবি: Getty Images/AFP/A. Amro
ইরাক
ইরাকের সুলেমানিয়া শহরের একটি ভাস্কর্য৷ করোনা ভাইরাসের বিষয়ে সবাইকে সতর্ক করতে ভাস্কর্যের মুখেও পরানো হয়েছে মাস্ক৷
ছবি: picture-alliance/AA/F. Mahmood
আলজেরিয়া
আলজেরিয়ার সেতিফ শহরে আইন-আল-ফাওয়ারার ভাস্কর্য৷
ছবি: DW/Y. Boudhane
লেবানন
বৈরুতে কাঁচ এবং বিভিন্ন ভবনের ধ্বংসাবশেষ দিয়ে তৈরি একটি ভাস্কর্য৷গত ৪ আগস্ট ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণে যে ভবনগুলো ধ্বংস হয় সেগুলোর ধ্বংসাবশেষ ব্যবহার করে ভাস্কর্যটি তৈরি করেছেন লেবাননের শিল্পী হায়াত নাজের৷ সরকারবিরোধী আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে এটি তৈরি করেছেন তিনি৷
ছবি: Joseph Eid/AFP/Getty Images
ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ছোটবেলার ভাস্কর্য৷
ছবি: AP
ইরান
ইরানে কিংবদন্তি মুসলিম বিজ্ঞানী আবু জাফর মুহাম্মদ ইবনে মুহাম্মদ আদ-দীন-তুসির ভাস্কর্য৷