1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘রাতের আঁধারে আনা’ বোমায় ৩ হত্যা

২৮ ডিসেম্বর ২০২৪

মধ্যেরচর খাসেরহাট সেতু এলাকায় হাতবোমার আঘাতে তিন জনের মৃত্যু হয়৷ এত হাতবোমার উৎস জানতে চাইলে থানার ওসি বলেন, ‘‘তারা রাতের আঁধারে এনেছে। তিন জেলার সীমান্ত এলাকায় বোমা তৈরি হয়৷’’

মাদারীপুরের কালকিনি উপজেলা
শুক্রবার মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের মধ্যেরচর খাসেরহাট সেতু এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হাত বোমার আঘাতে তিন জন নিহত হয়েছেন।ছবি: Mithun Ray/DW

শুক্রবার মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের মধ্যেরচর খাসেরহাট সেতু এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হাত বোমার আঘাতে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। হাতবোমার আঘাতে একজন ইউপি সদস্য, তার ছেলে ও একজন দিনমজুর নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

নিহতরা হলেন, মধ্যেরচরের আক্তার শিকদার (৪২), আক্তার শিকদারের ছেলে মারুফ শিকদার (২০) এবং খুনেরচর গ্রামের সিরাজুল চৌকিদার (৩৫)। আক্তার শিকদার বাঁশগাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। সিরাজুল পেশায় কৃষক ও দিনমজুর ছিলেন। জানা গেছে, একই ইউনিয়নের জলিল ফকির গ্রুপের সঙ্গে নিহত আক্তার শিকদার গ্রুপের সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই পক্ষের শতাধিক লোক অংশ নেয়। সংঘর্ষের পর ওই এলাকায় সেনা, পুলিশ ও র‌্যাব সদস্যদের মেতায়েন করা হয়েছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির ডয়চে ভেলেকে বলেন, "ওই দুই গ্রুপের মধ্যে এলাকার আধিপত্য নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব। এর আগেও তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই দ্বন্দ্বটি গোষ্ঠীগত। আর নিহত মেম্বারের প্রতিপক্ষ হলো ওই ইউনিয়নেরই জলিল ফকির। ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন আবার জলিল ফকিরের আশ্রয়দাতা।”

সংঘর্ষে এত হাত বোমা ব্যবহারের বিষয়ে তিনি বলেন, ‘‘তারা রাতের আঁধারে এনেছে। আর মাদারীপুর, শরিয়তপুর ও বরিশাল এই তিন জেলার সীমান্ত এলাকায় বোমা তৈরি হয়। তারা ঢাকা থেকে কাঁচামাল আনে। সীমান্ত হওয়ায় আমাদের পক্ষে ব্যবস্থা নেয়া কঠিন। তারা নিজেরাই বোমা তৈরি করে আবার তাদের সাপ্লাইয়ারও আছে।”

তারা নিজেরাই বোমা তৈরি করে আবার তাদের সাপ্লাইয়ারও আছে: মো. হুমায়ুন কবির

This browser does not support the audio element.

তিনি জানান, ‘‘ হত্যার ঘটনায় শনিবার মামলা হবে। কাউকে গ্রেপ্তার করা যায়নি। ঘটনার পর সবাই পালিয়ে গেছে।”

ওই ইউনিয়নের আট নাম্বার ওয়ার্ডের মেম্বার মো. অহিদুল বলেন, ‘‘ওই দুই গ্রুপের দ্বন্দ্বের কারণে পুরো ইউয়িনেই সমস্যা। তারা এর আগেও কয়েকবার সংঘাতে লিপ্ত হয়েছে। এটা এলাকার আধিপত্য নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্ব৷''

তিনি  আরো বলেন, ‘‘মধ্যেরচর এলাকায় ফকির ও শিকদার বংশের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।” জানা গেছে, গত ৫ আগস্ট সরকার পতনের পর এলাকা ছাড়েন আওয়ামী লীগ নেতা আক্তার শিকদার। শুক্রবার ভোররাতে শরীয়তপুরের নতুনবাজার এলাকা দিয়ে আক্তার শিকদার তার লোকজন নিয়ে মধ্যেরচর এলাকায় প্রবেশ করছেন- এমন খবর পেয়ে এলাকায় মাইকিং করে স্থানীয় লোকজনকে জড়ো করেন জলিল ফকিরের লোকজন। পরে আক্তার ও জলিলের লোকজন হাত বোমা ও দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, হত্যা, বেওয়ারিশ লাশ উদ্ধার প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে৷

গত ২৩ ডিসেম্বর চাঁদপুরে রাসায়নিক সার বোঝাই জাহাজে  সাতজনকে নৃশংসভাবে হত্যা করা হয়।

গত ১৯ ডিসেম্বর ঢাকার যাত্রাবাড়ী এলাকার সায়দাবাদ ফ্লাইওভারের নিচ থেকে কামরুল হাসান (২৩) নামে এক তরুণের লাশ উদ্ধার করা হয়। ওই দিন প্রকাশ্য দিবালোকে রাজধানী ঢাকার অদূরে কেরানীগঞ্জে ব্যাংকে ঢুকে কর্মকর্তাদের জিম্মি করে ডাকাত দলের সদস্যরা। পরে অবশ্য তিন ডাকাতকে গ্রেফতার করা হয়। একই দিন ঢাকার অদূরে পূর্বাচলের একটি লেক থেকে দুই তরুণ-তরুণীর লাশ উদ্ধার করা হয়।

১৮ ডিসেম্বর যশোরের শার্শা সীমান্তে ইছামতি নদীর পাড় থেকে একদিনে তিন যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওইদিন  সকালে নদীর পাড় থেকে দুইজন এবং নদীতে ভাসমান অবস্থায় একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। একই দিনে ফরিদপুরের সালথায় এক তরুণীর লাশ উদ্ধার করা হয়। চট্টগ্রাম ও মুন্সীগঞ্জ থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। ১৭ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়।

একই দিনে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার জয়পুরা এলাকায় পরিত্যক্ত একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। ১৩ ডিসেম্বর রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের নিচের ফুটপাত থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

গত ১২ ডিসেম্বর ভোরে গাজীপুরের কালিয়াকৈরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাজবির হোসেন শিহানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। একই দিন নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মোহাম্মদ সীমান্ত। দুদিন চিকিৎসাধীন থাকার পর ১৪ ডিসেম্বর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

গত ৩ নভেম্বর পাবনার পদ্মা নদী থেকে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা।তাদের পরিচয় পাওয়া যায়নি।

থানা লুটের অস্ত্র অপরাধীদের হাতে চলে গেছে: সৈয়দ বজলুল

This browser does not support the audio element.

পুলিশ সদর দফতরের হিসাব বলছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে সারা দেশে খুনের শিকার হয়েছেন ৫৮৩ জন, অক্টোবর মাসে ৩৯৯ জন ও নভেম্বরে ৩৩৭ জন। ২০২৩ সালের এই তিন মাসে খুনের ঘটনা কম ছিল। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে খুন হয়েছিলেন ২৩৮ জন, অক্টোবর মাসে ২৫৮ জন এবং নভেম্বর মাসে ২২৭ জন। তাদের হিসাবে, চলতি বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর তিন মাসে হত্যার ঘটনায় মামলা হয়েছে ১৩১৯ টি, যা গত বছরের ওই তিন মাসের তুলনায় প্রায় দ্বিগুণ। গত বছরেরর সেপ্টেম্বর থেকে নভেম্বর তিন মাসে হত্যা মামলা হয়েছে ৭২৩টি।

রাজধানী ঢাকায় চলতি বছরের নভেম্বরে খুনের মামলা হয়েছে ৫৫টি, অক্টোবরে ৫৭টি ও সেপ্টেম্বরে ১৪৮টি। ২০২৩ সালের এই সময়ে খুনের ঘটনায় মামলা ছিল যথাক্রমে নভেম্বরে ১৭টি, অক্টোবরে ১৯টি ও সেপ্টেম্বরে ১২টি।

সাম্প্রতিক সময়ে অপরাধ বেড়ে যাওয়ার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. তৌহিদুল হক বলেন," পুলিশের ভিতরে ব্যবস্থাপনা ঠিক মতো হচ্ছে না। এরই মধ্যে তদবির এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের চাপেও তারা ঠিকমতো কাজ করতে পারছে না। আর ৫ আগস্টকে কেন্দ্র করে লুট হওয়া অস্ত্র দখলবাজ, অপরাধী চক্রের হাতে চলে গেছে। তারা ওই অস্ত্র ব্যবহার করে অস্থিরতা তৈরি করছে। ফলে হত্যাসহ নানা ধরনের অপরাধের সঙ্গে গুপ্ত হত্যাও বেড়ে যাচ্ছে।”

"পুলিশ যে নৈতিক মনোবল হারিয়েছে, তা এখনো ফিরে আসেনি। সাধারণ মানুষের সাথে যে দূরত্ব তৈরি হয়েছে, তা এখনো কমেনি৷ ফলে পুলিশ এখনো ঠিকমতো কাজ করছে না। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না,” বলেন তিনি।

পুলিশের সাবেক ডিআইজি খান সাঈদ হাসান বলেন, ‘‘আসলে এখন যা পরিস্থিতি, তাতে রাজনৈতিক সরকার ছাড়া সামনে পরিস্থিতির উন্নতির কোনো সম্ভাবনা দেখছি না। আসলে পুলিশে এখনো চেইন অব কমান্ড প্রতিষ্ঠা করা যায়নি। আর সব জায়গায়ই এক ধরনের বিশৃঙ্খলা রয়েছে।”

তার কথা,  ‘‘আসলে এক ধরনের অনিশ্চয়তা পরিস্থিতিকে আরো খারাপের দিকে নিয়ে যাচ্ছে। পুলিশ অ্যাকটিভ রোল প্লে করছে না। তারা ভরসা পাচ্ছে না। আর পুলিশিংও ঠিকমতো হচ্ছে না।”

২৫ ডিসেম্বর চট্টগ্রামে ছিনতাইকারী ধরিন অভিযানে গিয়ে, দুটি রিভলবার ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর জানা যায় ওই অস্ত্র ৫ই আগষ্ট হাসিনা সরকারের পতন ঘিরে চট্টগ্রামের থানা থেকে লুট হওয়া। এর আগে গত ৩০ নভেম্বর ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়েতে মেলে শাহিদা নামে এক তরুণীর মরদেহ। পরে পুলিশ জানায়, রাজধানীর ওয়ারী থানা থেকে লুট করা অস্ত্র দিয়ে তার প্রেমিক তাকে হত্যা করে। পরে তার প্রেমিক তন্ময়কে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

৫ আগস্ট এবং তারপরে থানা থেকে অস্ত্র লুট হয় পাঁচ হাজার ৭৫০টি। ১৮ ডিসেম্বর পর্যন্ত উদ্ধার হয়েছে চার হাজার ৩৫১টি। এক হাজারের বেশি অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি। অন্যদিকে ওই সময়ে বিভিন্ন কারাগার ভেঙে যারা পালিয়েছিল, তাদের মধ্যে ৭০ ভয়ঙ্কর অপরাধীসহ ৭০০ আসামী এখনোকে এখনো ধরা যায়নি বলে জানিয়েছেন আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন।

অস্ত্র লুটের ওই সময়ে বিভিন্ন থানা ও ফাঁড়িতে চালানো হামলায় ৪৪ জন পুলিশ সদস্য নিহত হন।

পুলিশের ভিতরে ব্যবস্থাপনা ঠিক মতো হচ্ছে না: মো. তৌহিদুল হক

This browser does not support the audio element.

সাবেক ডিআইজি সৈয়দ বজলুল  করিম বলেন, ‘‘আসলে পুলিশকে ডি-মরালাইজড অবস্থা থেকে এখনো বের করে আনা সম্ভব হয়নি। আর অপরাধীদের হাতে এখন অবৈধ অস্ত্র। থানা লুটের অস্ত্র অপরাধীদের হাতে চলে গেছে। অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে না। আর কারাগার থেকে পালানো অপরাধীরা এখন বাইরে সক্রিয়। আছে মামলা বাণিজ্য। ঢাকা শহরে রাতে কোনো পুলিশ সদস্যদের ডিউটি করতে দেখছি না।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন,‘‘আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ সেনা সদস্যদের কাজ না। পুলিশকেই কার্যকর ভূমিকা রাখতে হবে। তাদের এখন বড় আকারে বিশেষ অভিযান শুরু করা দরকার।”

তবে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বলেন, ‘‘পুলিশ এখন পুরোদমে কাজ করছে। পুলিশের ভিতরে কোনো ঢিলেঢালা ভাব নাই। আর প্রত্যেকটি হত্যাকাণ্ডের তদন্ত এবং আসামিদের গ্রেপ্তারে তৎপর আছে পুলিশ। তবে অপরাধের নানা সিজন আছে। বছরের কখনো কখনো হত্যা বেড়ে যায়।  আবার এলাকা ভিত্তিকও অপরাধ কম বেশি হয়।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘পুলিশে এমন কোনো পরিস্থিতি হয়নি যে, তার সুযোগ নেবে অপরাধীরা। পুলিশ সব সময় তৎপর আছে। আর অস্ত্র উদ্ধারে পুলিশ তৎপর আছে। এরই মধ্যে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলির ৬০ ভাগ উদ্ধার করা হয়েছে। বাকি অস্ত্র এবং গুলি উদ্ধারে অভিযান অব্যাহত আছে।’’

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ