রাতে বিশেষ লেন্স ব্যবহার করে মায়োপিয়ার চিকিৎসা
১ মে ২০২৫
স্ক্রিনের সামনে অতিরিক্ত সময় ব্যয়, বাইরে পর্যাপ্ত আলোর অভাব ইত্যাদি কারণে এমনটা হচ্ছে৷
জার্মানির নয় বছরের শিশু লার্স এমন লেন্স ব্যবহার করে উপকার পেয়েছে৷ এই লেন্স ঘুমানোর সময় তার দৃষ্টিশক্তি ঠিক করে৷ লার্সের মায়োপিয়া আছে, মানে, সে দূরের জিনিস ঝাপসা দেখে৷
লেন্সগুলো ছোট, তাই সে দ্রুত এটি ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠেছিল৷ আজকাল লেন্স নিয়ে তার খুব একটা সমস্যা হয় না৷ লার্স বলেছে, ‘‘শুরুতে প্রথম মাসে লেন্সের কারণে খুব ব্যথা লাগতো৷ ‘ব্যথা' বলতে আমি বোঝাতে চাইছি, চোখ জ্বলতো, আর এক ধরনের অস্বস্তি ছিল৷ কিন্তু যত বেশি সময় আপনি এটা পরবেন, তত বেশি অভ্যস্ত হয়ে উঠবেন৷''
লার্সের বাবা-মা অনেকদিন তার মায়োপিয়ার বিষয়টি বুঝতে পারেনি৷
লার্সের মা জানান, ‘‘আমি ভেবেছিলাম স্কুলে এটা স্পষ্ট হয়ে উঠবে, কিন্তু তা হয়নি৷ সে প্রাথমিক বিদ্যালয়ে ছিল৷ বেশিরভাগ সময় ডেস্কে বই নিয়ে কাজ করতো, তাই সমস্যাটা এতটা বোঝা যায়নি৷ টিচারও বলেছিলেন যে, তিনি কখনও এটি খেয়াল করেননি৷''
লার্স নয় বছর বয়সে লেন্স ব্যবহার শুরু করে৷ তখন থেকেই তার দৃষ্টিশক্তির পরিবর্তন শুরু হয়৷ চোখ যখন কাছের বস্তুর উপর ক্রমাগত দৃষ্টি নিবদ্ধ করে, তখন এমনটি ঘটে৷ একে সহজ করার জন্য চোখ অভিযোজিত হয়- চোখের পিছনের দিকে থাকা রেটিনার উপর ফোকাস করার জন্য আলোকে বাঁকায়৷
এক পর্যায়ে এটি চোখকে লম্বা করতে শুরু করে, অর্থাৎ চোখের সামনের দিক থেকে রেটিনার দূরত্ব বৃদ্ধি পায়৷
চোখ এখন কাছের বস্তুর উপর ফোকাস করতে পারে, কিন্তু দূরের বস্তুগুলি রেটিনার সামনে ফোকাস করে, এবং একসময় ঝাপসা হয়ে যায়৷
লার্সের এখন মায়োপিয়া আছে৷ যদি সে রাতে লেন্স পরা শুরু না করতো, তাহলে সম্ভবত তার চোখ আরও লম্বা হতে থাকত এবং মায়োপিয়া পরিস্থিতি আরো খারাপ হতো৷
অলিভার হপে একজন চক্ষু বিশেষজ্ঞ, যিনি মায়োপিয়া থাকা শিশুদের চিকিৎসায় পারদর্শী৷ তিনি রাতের বেলা কন্টাক্ট লেন্স পরার সমর্থক, যেমনটা লার্স পরে৷ দিনের বেলায় লার্সের কন্টাক্ট লেন্স পরার প্রয়োজন হয় না৷
অলিভার হপে বলেন, ‘‘রাতে লেন্স পরার পর এটি কেন্দ্রীয় কর্নিয়ার উপর সামান্য চাপ প্রয়োগ করে৷ আরেকভাবে বলা যায়, লেন্সটি কর্নিয়ার আকৃতি পরিবর্তন করে, এটিকে সামান্য চ্যাপ্টা করে৷ পুরো অপটিক্যাল সিস্টেমকে শূন্য ডায়োপ্টারে আনার জন্য লেন্স কর্নিয়াকে পর্যাপ্ত চ্যাপ্টা করে৷ তাই সকালে লেন্স বের করে ফেললেও তার প্রভাবটা সারা দিন থাকে৷''
কন্টাক্ট লেন্সের বিকল্পও আছে, যেমন লেন্সের প্রান্তে মধুচক্রের নকশাযুক্ত বিশেষ চশমা৷ কেন্দ্রে রোগীর দৃষ্টি পরিষ্কার থাকে, কিন্তু পরিধি ঝাপসা থাকে৷ এটি চোখে বৃদ্ধি বন্ধ করার সংকেত পাঠায়৷
চিকিৎসার তৃতীয় বিকল্প হলো, অ্যাট্রোপিনযুক্ত আইড্রপ- যা শিশু এবং কিশোর-কিশোরীদের চোখের বৃদ্ধি ধীর করে দেয়৷
লার্সের দৃষ্টিশক্তি পরীক্ষা করার পর হপে বলেন, ‘‘খুব ভালো দৃষ্টিশক্তি, গড়পড়তার চেয়ে ভালো, এবং কোনো সংশোধনমূলক লেন্স ছাড়াই৷ সিস্টেমটি কাজ করছে৷ আর যদি আমরা মায়োপিয়াকে অগ্রসর হতে বাধা দিতে পারি, তাহলে সেটা একটা অতিরিক্ত সুবিধা৷ তাছাড়া এটি ফুটবল ও অন্যান্য খেলার মতো আনন্দদায়ক আরও কিছুর বিকল্পের সন্ধান দেয়৷''
কাটিয়া ক্রয়েটসার/জেডএইচ